Pipla Residential Deaf & Dumb School Recruitment 2022-23: পশ্চিমবঙ্গের মালদা জেলার পিপলা রেসিডেন্সিয়াল ডিফ এন্ড ডাম্ব স্কুলের তরফে Matron, Darwan পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 02 টি শূন্যপদ রয়েছে। আগামী 16 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। Pipla Residential Deaf & Dumb School Recruitment 2022-23 তে প্রার্থীরা কি ভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Pipla Residential Deaf & Dumb School |
---|---|
পদের নাম | Matron, Darwan |
মোট শূন্যপদ | 02 টি |
বেতন | Rs.17,000 – 50,500/- |
চাকরি ধরন | সরকারি চাকরি |
আবেদন পদ্ধতি | অফলাইনে |
স্থান | মালদা, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | malda.gov.in |
টেলিগ্ৰাম | Join Here |
Pipla Residential Deaf & Dumb School Recruitment 2022-23
পদের নাম – Post Name
Pipla Residential Deaf & Dumb School Recruitment 2022-23 তে আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের যে পদে নিয়োগ করা হবে সেটি হল – Matron, Darwan
মোট শূন্যপদ – Total Vacancy
Pipla Residential Deaf & Dumb School Recruitment 2022-23 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট 02 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা – Educational Qualification
Pipla Residential Deaf & Dumb School Recruitment 2022-23 তে আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। Matron পদে আবেদন করা জন্য প্রার্থীদের উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং Darwan পদে আবেদন করা জন্য প্রার্থীদের অষ্টম শ্রেণী পাস করে থাকতে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বয়সসীমা – Age Limit
Pipla Residential Deaf & Dumb School Recruitment 2022-23 তে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ 40 বছর বয়সে কম হতে হবে। এখানে প্রার্থীদের বয়সের হিসাব ধরা হবে 01.01.2023 তারিখ অনুযায়ী এছাড়াও চাকরি প্রার্থীরা সরাসরি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন – Salary
এখানে আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে সেগুলি নিচের ছকে বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে।
পদের নাম | বেতন (₹) |
---|---|
Matron | 19,700/- থেকে 50,500/- |
Darwan | 17,000/- থেকে 43,600/- |
আবেদন পদ্ধতি – Apply Process
আগ্ৰহী প্রার্থীদের এখানে অনলাইনে সুবিধা না থাকায় প্রার্থীদের অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীরা সরাসরি অফিশিয়াল নোটিস গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে নিচে উল্লেখিত সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে। আবেদন ফি জমা দিয়ে নির্দিষ্ট সময়ে মধ্যে সঠিক ঠিকানা আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদন সময় যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন
- বয়সের প্রমানপএ।
- শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
- বসবাসের প্রমানপএ।
- জাতিগত শংসাপত্র।
- অভিজ্ঞতা প্রমানপএ।
- নিজের সই করা ছবি।
আবেদন ফি – Application Fee
Pipla Residential Deaf & Dumb School Recruitment 2022-23 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে OBC/GEN প্রার্থীদের আবেদন ফি হিসেবে 160/- টাকা দিতে হবে এবং সংরক্ষিত শ্রেনী প্রার্থীদের কোনো রকম আবেদন ফি হিসেবে দিতে হবে না।
আবেদনপএ পাঠানোর ঠিকানা
The Member Secretary, Pipla Residential Deaf & Dumb School, C/o. Office of the District Mass Education Complex, Atul Market, P.o + Dist. Malda-732101 (W.B)
আবেদনে শেষ তারিখ – Application Last Date
Pipla Residential Deaf & Dumb School Recruitment 2022-23 তে ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী 16.1.2023 তারিখ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি – Selection Process
মালদা জেলার পিপলা রেসিডেন্সিয়াল ডিফ এন্ড ডাম্ব স্কুলের তরফে প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 29.11.2022 |
আবেদন শুরু | 29.11.2022 |
আবেদনে শেষ তারিখ | 16.01.2023 |
প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদনপত্র: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের টেলিগ্রাম: Join Group
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
1 thought on “অষ্টম শ্রেণী ও উচ্চমাধ্যমিক পাসে সরকারি স্কুলে নিয়োগ ২০২২-২৩ – বেতন ১৭ হাজার থেকে শুরু”