PM Awas Yojana: প্রশাসন সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার ১৫ লক্ষ আবেদনকারীর নাম বাদ গেছে। নতুন তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গ রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায়, ১১ লক্ষ ৩৬ হাজার জন বাড়ি পাবেন। ৩১ এই ডিসেম্বরের ২০২২ এর মধ্যে তালিকা সম্পূর্ণ করার নির্দেশ।
পশ্চিমবঙ্গের নানান জায়গায় চলছে আবাস যোজনায় বাড়ির তালিকা নিয়ে ঝামেলা। অট্টালিকা থাকা সত্বেও থাকতে আবাস যোজনার তালিকায় নাম, অন্যদিকে মাটির ভাঙা বাড়ি থেকেও নেই তালিকায় নাম, এই ধরনের অভিযোগ সোনা যাচ্ছে বেশিরভাগ জায়গা থেকেই।
প্রধানমন্ত্রী আবাস যোজনা
প্রধানমন্ত্রী আবাস যোজনা হলো কেন্দ্র সরকারের একটি প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য হলো ভারতের দরিদ্র পরিবার গুলোকে পাকা বাড়ি বানানোর জন্য অর্থ প্রদান করা। এই প্রকল্পের মাধ্যমে সারা ভারত সহ পশ্চিমবঙ্গের অনেক এরকম পরিবারকে বাড়ি বানানোর টাকা দেওয়া হয়েছে, যাদের নিজের থেকে পাকা বাড়ি বানানোর ক্ষমতা নেই এবং যে সমস্ত পরিবারের থাকার জন্য উপযুক্ত বাড়ি নেই। এই প্রকল্পের মাধ্যমে তিনটি কিস্তির মাধ্যমে ১ লক্ষ্য ২০ হাজার টাকা বাড়ি বানানোর জন্য দেওয়া হয়।
প্রকল্পের নাম | প্রধানমন্ত্রী আবাস যোজনা |
---|---|
উদ্দেশ্য | বাড়ি বানাতে সহায়তা |
টাকার পরিমাণ (₹) | ১,২০,০০০/- |
প্রবন্ধের ধরন | সরকারি প্রকল্প |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | https://pmayg.nic.in |
এই ধরনের আরো সরকারি প্রকল্পের খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপ জয়েন করুন।
করা পাবেনা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি
কিছুদিন আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের যে নির্দেশিকা মেনে একটি বিশেষ সমীক্ষা করা হয়েছে। এই সমীক্ষা অনুসারে কারা কারা বাড়ি পাবেনা, নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।
- ইন্দিরা আবাস যোজনা, গীতাঞ্জলি আবাস যোজনায় বাড়ি পেয়ে থাকলে, তিনি আর বাড়ি বানানোর টাকা পাবে না।
- বাইক, গাড়ি এবং মোটর চালিত মাছ ধরার নৌকা, ট্রাক্টর থাকলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।
- পরিবারের কেউ সরকারি চাকরি করলে বা মাসিক আয় ১০ হাজার টাকা হলে, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাবে না।
- বাড়িতে ফ্রিজ, ল্যান্ড ফোন থাকলেও নাম বাদ দিয়েদেওয়া হবে বাড়ির তালিকা থেকে।
প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্ট ২০২৩
নির্দেশ অনুযায়ী ৩১ এই ডিসেম্বরে ২০২২ এর মধ্যে আবাস যোজনা সমীক্ষার কাজ শেষ করে বাড়ির তালিকা প্রকাশ করতে হবে। ইতিমধ্যে কিন্তু অনেক জায়গায় প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট প্রকাশিত হয়ে গেছে। আপনার নাম ওই তালিকার মধ্যে রয়েছে কিনা তা জানার জন্য সরাসরি নিজেদের গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।
F.A.Q
প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের লিস্ট ২০২৩ কিভাবে দেখব?
নিজেদের গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট ২০২৩ দেখতে পারবেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় কত টাকা দেওয়া হয়?
প্রধানমন্ত্রী আবাস যোজনা খিস্তির মাধ্যমে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি করা পাবে?
প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি করা পাবে তা উপরে উল্লিখিত রয়েছে।