PMSYM 2023: কেন্দ্রের এই প্রকল্পে আবেদন করলে চাকরি না করেও পেনশন পাবেন।

2 Comments

Photo of author

By Joydeep

PMSYM 2023: প্রধানমন্ত্রী শ্রম যোগী মান্ধন প্রকল্পের মাধ্যমে অসংরক্ষিত শ্রমিক বা কর্মীদের পেনশন দেওয়া হয়। ২০২৩-২৪ এর বাজেটে অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য ঘোষিত প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার আবেদন শুরু হয়েছে। ৬০ বছর বয়সের পর প্রতিমসে ৩০০০ টাকা পর্যন্ত পেনশন দেওয়া হবে। আপনারা নিজেদের এলাকার CSC সেন্টার থেকে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন, এই প্রকল্পের সুবিধা এবং কারা কারা এই প্রকল্পে জন্য আবেদন করতে পারবেন? এই সব প্রশ্নের উত্তর এই নিবন্ধের মধ্যে পেয়ে যাবেন।

প্রকল্পের নামপ্রধানমন্ত্রী শ্রম যোগী মান্ধন (PMSYM)
সুবিধামাসিক ৩০০০/- টাকা পেনশন
পরিচালনায়কেন্দ্রীয় সরকার
শুরু হয়েছে২০১৯ সালে
আবেদন মোডঅনলাইন
ওয়েবসাইটhttps://maandhan.in/shramyogi
হোয়াটসঅ্যাপJoin Group
টেলিগ্রামJoin Here

প্রধানমন্ত্রী শ্রম যোগী মান্ধন ২০২৩

প্রধানমন্ত্রী শ্রম যোগী মান্ধন হলো কেন্দ্রীয় সরকার দ্বারা ২০১৯ সালে শুরু করা একটি সরকারি প্রকল্প। ১৮ থেকে ৪০ বছর বয়সের অসংরক্ষিত শ্রেণীর শ্রমিক এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রী শ্রম যোগী মান্ধন এর অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটবর্তী CSC সেন্টার থেকে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এই প্রকল্পে প্রতিমাসে ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত জমা করলে ৬০ বছর বয়স হবার পর প্রতিমাসে ৩০০০ টাকা পর্যন্ত পেনশন পাবেন।

প্রধানমন্ত্রী শ্রম যোগী মান্ধন প্রকল্পের সুবিধা (PMSYM Scheem Benifits)

এই প্রকল্পে ৬০ বছর বয়সের পর প্রতিমাসে ৩০০০ টাকা পর্যন্ত পেনশন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শ্রম যোগী মান্ধন (PMSYM 2023) প্রকল্পের ফলে অসংরক্ষিত শ্রমিক ৬০ বছর বয়সে যখন কাজ করার ক্ষমতা থাকবে না, তখন প্রতিমাসে ৩০০০ টাকা পর্যন্ত পেনশন পাবে। এর ফলে বৃদ্ধ অবস্থাতেও নিজের দৈনিক খরচ নিজেই পরিবহন করে স্বনির্ভর হতে পারবে। নিজের প্রতিদিনের খাবার, জমাকাপড় এবং অন্যান্য দৈনিক খরচ নিজেই পরিবহন করে পারবে।

কারা কারা আবেদন করতে পারবেন?

  • আবেদনকারীকে অবশ্যই অসংগঠিত শ্রেণীর শ্রমিক হতে হবে।
  • আবেদনকারীর মাসিক আয় ১৫,০০০/- টাকার কম হতে হবে।
  • আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
  • আবেদক ইপিএফও, এনপিএস এবং ইএসআইসি এর অন্তর্নিহিত আবরণ নেই।
  • ভিত্তি কার্ড এবং সেভিং ব্যাংক বা জনধন ব্যাংকের (IFSC কোডের সাথে) প্রয়োজন হবে।

প্রধানমন্ত্রী শ্রম যোগী মান্ধন আবেদন করার পদ্ধতি (How To Apply PMSYM 2023)

PMSYM 2023: কেন্দ্রের এই প্রকল্পে আবেদন করলে চাকরি না করেও পেনশন পাবেন।

আপনি নিজের নিকটবর্তী CSC সেন্টারে গিয়ে প্রধানমন্ত্রী শ্রম যোগী মান্ধন যোজনার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে CSC সেন্টারে যেতে হবে। এছাড়াও অনলাইনের কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ন পদ্ধতি নিচে আলোচনা করা হয়েছে।

প্রয়োজনীয় ডকুমেন্ট ~

  • ভিত্তি কার্ড
  • পরিচয়পত্র
  • ব্যাংক অ্যাকাউন্ট
  • পাসপোর্ট সাইজ ফটো
  • মোবাইল নম্বর
  • অন্যান্য

অনলাইনে আবেদন করার পদ্ধতি ~

  • প্রথমে প্রধানমন্ত্রী শ্রম যোগী মান্ধন প্রকল্পের ওয়েবসাইটটিতে যেতে হবে (লিঙ্ক উপরে দেওয়া হয়েছে)।
  • হোম পেজে “ Click Here to Apply New ” লিঙ্কে ক্লিক করতে হবে এবং Self Enrollment তে ক্লিক করে এগিয়ে যান।
  • আপনার মোবাইল নম্বর লিখুন এবং Proceed বোতামে ক্লিক করুন।
  • এখন আপনাকে আবেদকের নাম, ইমেল আইডি, ক্যাপচা কোড ভর্তি করার পরে, OTP দিতে হবে।
  • এর পরে আপনাকে বাকি ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
  • আবেদন ফর্ম জমা করার পরে একটি প্রিন্ট আউট করে রাখবেন।

হেল্পলাইন নম্বর

এই পরিকল্পনা থেকে সম্বন্ধিত আরও তথ্য আপনি টেলিফোন নম্বরের মাধ্যমে পেতে পারেন। হেল্পলাইন নম্বর: 18002676888 (টোল ফ্রি নম্বর)

এই ধরনের আরও অন্যান্য খবর পেতে আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত হন 👇।

হোয়াটসঅ্যাপJoin Group
টেলিগ্রামJoin Here
অন্যান্য খবরClick Here

Comments are closed.