পশ্চিমবঙ্গে পোস্ট অফিসের গ্রুপ ডি পদে প্রচুর কর্মী নিয়োগের শুরু হয়েছে। আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। কোন রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে যে সকল চাকরিপ্রার্থী সরকারি চাকরি খোঁজ করছন তার এই পুরো পোস্টি ভালো করে জানে নিতে পারেন। পশ্চিমবঙ্গে পোস্ট অফিসে গ্রুপ ডি পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোন জায়গায় স্থায়ী বাসিন্দা হলেই আপনি এই চাকরি জন্য আবেদন করতে পারবেন। চাকরি সমন্ধে বিস্তারিত তথ্য দেওয়া হলো। এখানে আবেদন করার করার আগে আরেকবার ভালো করে জেনে নিবেন।
প্রতিষ্ঠান | ভারতীয় ডাক বিভাগ |
পদের নাম | – |
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৮.০৩.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাস |
আবেদন শুরু | ১২.০৪.২০২২ |
আবেদন শেষ | ২২.০৪.২০২২ |
শূন্য পদ | – |
চাকরির স্থান | বারাসাত |
পশ্চিমবঙ্গের পোস্ট অফিসে চুক্তিভিত্তিক পদে নিয়োগ | Post Office Group-D Jobs In Barasat
শিক্ষাগত যোগ্যতা ~
এখানে আবেদন করার জন্য মাধ্যমিক পাস প্রয়োজন।
বয়স সীমা ~
এই পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থী সর্বনিম্ন বয়স হতে হবে 18 বছর।
সুণ্যপদ ~ উল্লেখ নেই
বেতন ~ উল্লেখ নেই
আবেদনের শেষ তারিখ ~ ২২.০৪.২০২২
আবেদন মূল্য ~উল্লেখ নেই
আবেদন পদ্ধতি (How To Apply)
নীচের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারেন।
আবেদন পএের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন-
- আপানার একটি বায়ো ডাটা
- ম্যাধমিকের এডমিট কার্ড
- শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
- আধার কার্ড অথবা ভোটার কার্ড
- পাসপোর্ট সাইজের ফটো
নিয়োগ পদ্ধতি (Selection Process)
সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে প্রথমেই ইন্টারভিউ শেষ হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ শুরু হবে 18-04-2022 তারিখ থেকে এবং ইন্টারভিউ চলবে 22-04-2022 তারিখ পর্যন্ত।
গুরুত্বপূর্ণ তারিখ ( Importent Dates )
বিজ্ঞপ্তি প্রকাশিত – ২৭.০৩.২০২২
আবেদন শুরু – ১৮.০৪.২০২২
আবেদন শেষ – ২২.০৪.২০২২
যোগাযোগ ( Contact Details )
মোবাইল নাম্বার : (033) 2552 3463
অফিসিয়াল ওয়েবসাইট : indiapost.gov.in
ভারতীয় পোস্ট অফিস(India Post), বারাসাত ডিভিশন, কলকাতা 700124
আরো পড়ুন ~