Post Office Scheme: কিষান বিকাশ পত্র, এখন টাকা ডবল করুন নিশ্চিন্তে, জেনেনিন বিস্তারিত তথ্য

Post Office Kisan Vikas Patra Scheme 2023: কিষান বিকাশ পত্র হলো একটি পোস্ট পাফিসের স্কিম। এই প্রকল্পে টাকা বিনিয়োগ করে নিশ্চিন্তে ডবল করতে পারবেন। যারা কোনোরকম ঝুঁকি ছাড়াই নিজের টাকা বিনিয়োগ করে লাভ পেতে চাই তাদের উদ্দেশ্যে এই প্রকল্প শুরু করা হয়েছে। Kisan Vikas Patra প্রকল্পে লাভ করার জন্য আপনাকে দীর্ঘ সময়ের জন্য টাকা নিবেশ করতে হবে। এখানে আপনি সর্বনিম্ন ১০০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন এবং এখানে সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই। পোস্ট অফিসের কিষান বিকাশ পত্র প্রকল্পের বৈশিষ্ঠ, সুবিধা, সুদের হার এবং আবেদন করার পদ্ধতি সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

কিষান বিকাশ পত্র (Kisan Vikas Patra)

কিষান বিকাশ পত্র হলো পোস্ট অফিসের একটি সঞ্চয় স্কিম। কোনো রকম ঝুঁকি ছাড়াই আপনারা এখানে টাকা নিবেশ করে লাভবান হতে পারেন। এখানে সর্বনিম্ন ১০০০ টাকা থেকে শুরু করে সীমাহীন টাকা বিনিয়োগ করতে পারবেন। কিষান বিকাশ পত্র প্রকল্পে আপনি বার বার টাকা নিবেশ করতে পারেন। এই প্রকল্পে টাক্স বাঁচানোর কোনো সুবিধা নেই। বর্তমনে ৭.২% সুদের হার রয়েছে। অর্থাৎ পোস্ট অফিসের কিষান বিকাশ পত্র প্রকল্পে টাকা ডবল করতে প্রায় ১০ বছর (১২০ মাস) সময় লাগবে।

Post Office Kisan Vikas Patra Scheme

কিষান বিকাশ পত্রের সুবিধা ও বৈশিষ্ট্য

  • কিষান বিকাশ পত্র একটি সঞ্চয় করার স্কিম। এখানে টাকা নিবেশ করে দ্বিগুণ করতে পারেন।
  • বিনিয়োগকারীকে কমপক্ষে ১২৪ মাসের জন্য টাকা বিনিয়োগ করতে হবে।
  • সর্বনিম্ন ১০০০ টাকা নিয়োগ করতে পারেন।
  • সর্বোচ্চ বিনিয়োগ করার কোনো সীমা নেই।
  • এটি একটি পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে পাঠাতে পারবেন।
  • কেভিপি ফর্ম চেক বা ক্যাশ ইন ফ্লাড হতে পারে।
  • এই পরিকল্পনায় একটি সার্টিফিকেট বা পাস বই দেওয়া হবে।
  • বর্তমানে এই স্কিমিরের সুদের হার হলো ৭.২%।
  • এটি আপনি লোন নেওয়ার জন্য গ্যারান্টি হিসেবে ব্যাবহার করতে পারেন।

কিষান বিকাশ পত্রের সুদের হার ২০২৩ (Kisan Vikas Patra Interest 2023)

India Post এর কিষান বিকাশ পত্রের সুদের হার প্রতি তিন মাস অন্তর অন্তর পরিবর্তন হতে থাকে। বর্তমনে ১ জনুরাই ২০২৩ থেকে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত কিষান বিকাশ পত্রের সুদের হার আছে ৭.২%। ৩১এই মার্চের পর সুদের হার পরিবর্তন হবার সম্ভবনা রয়েছে।

কিষান বিকাশ পত্র আবেদন করার পদ্ধতি

আপনারা নিজের নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে এই স্কিমে নিবেশ করতে পারবে। কিষান বিকাশ পত্র আবেদন করার জন্য প্রথমে নিজের নিকটবর্তী পোস্ট অফিসে যান। কিষান বিকাশ পত্র সম্পর্কে জিজ্ঞেস করে সমস্ত তথ্য বিস্তারিত জেনেনিন। এরপর আবেদনপত্র সংগ্রহ করুন। আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে জমা করুন এবং সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট এর কপি এবং যত টাকা নিবেশ করতে চান সেটি জমা করুন।

আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

  • আধার কার্ড
  • ঠিকানার প্রমাণপত্র
  • জন্ম প্রমাণপত্র
  • KVP আবেদনপত্র
  • পাসপোর্ট সাইজ ফটো
  • মোবাইল নম্বর

আরো পড়ুন: প্রতিমাসে পাবেন ১২৫০ টাকা, পোস্ট অফিসের এই স্কিমে একবার নিবেশ করলেই

আরো পড়ুন: মাত্র ৫ বছরে ১,৪০,২৫৫ টাকা রিটার্ন। পোস্ট অফিসের এই স্কিম সম্পর্কে জানা দরকার

উপসংহার

এই নিবন্ধের মধ্যে পোস্ট অফিসের কিষান বিকাশ পত্র প্রকল্প (Post Office Kisan Vikas Patra Scheme) কী? এই প্রকল্পের সুবিধা ও বৈশিষ্ট্য, সুদের হার এবং আবেদন করার পদ্ধতি সম্পর্কে তথ্য প্রদান করা হয়েছে। আপনি যদি এখানে টাকা নিবেশ করতে ইচ্ছুক থাকেন তাহলে নিজের নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে আরো বিস্তারিত জেনে নেবেন। এই ধরনের আরো অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বাংলা ভাষায় জানতে আমাদের সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত থাকুন।

হোয়াটসঅ্যাপJoin Group
টেলিগ্রামJoin Here
অন্যান্য সরকারি প্রকল্পClick Here

Leave a Comment