Post Office Recruitment 2022: মোট ১,১০,২২৯ টি শূন্যপদে পোস্ট অফিসে নিয়োগ, আবেদন পদ্ধতি, তারিখ

পশ্চিমবঙ্গে পোস্ট অফিসে প্রচুর কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২। Post Office Recruitment 2022 তে সারা ভারত জুড়ে মোট ১,১০,২২৯ টি শূন্যপদ রয়েছে। এবং পশ্চিমবঙ্গে মোট ৮৮৫৯ টি শূন্যপদ রয়েছে। এখানে Mail Motor Service Group-A, Group-B এবং Group-C পদে নিয়োগ করা হবে। প্রত্যেকটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাসে কিছু পদের জন্য আবেদন করতে পারবে, আবার কিছু পদের জন্য কম্পিউটার ডিপ্লোমা থাকা প্রয়োজন।

নিয়োগ সংস্থাPost Office Recruitment 2022
পদের নামGroup-A,B,C
শিক্ষাগত যোগ্যতা10th/12th Pass, Diploma
মোট শূন্যপদ110229
আবেদন শুরু
আবেদন মোডঅনলাইন/অফলাইন
স্থানসারা ভারত

পোস্ট অফিসে নিয়োগ ২০২২: Post Office Recruitment 2022

পদের নাম – Post Name

এখানে পোস্ট অফিসে গ্রুপ-এ, গ্রুপ-বি এবং গ্রুপ-সি পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা – Post Office Recruitment 2022 Education Qualification

পোস্ট অফিসে নিয়োগ ২০২২ (Post Office Recruitment 2022) তে প্রত্যেকটি পদের জন্য ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। ডিপ্লোমা, মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক পাশ তে এখানে আবেদন করতে পারবে।

বয়সসীমা – Post Office Recruitment 2022 Age Limit

এখানে আবেদন করার জন্য আবেদন কারীর বয়সসীমা রয়েছে 18 বছর থাকে 32 বছরের মধ্যে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

মোট শূন্যপদ – Post Office Recruitment 2022 Vacancy

Post Office Recruitment 2022 Vacancy: সারা ভারত জুড়ে মোট 1,10,229 টি শূন্যপদ রয়েছে, এবং পশ্চিমবঙ্গে মোট 8859 টি শূন্যপদ রয়েছে।

বেতন – Post Office Recruitment 2022 Salary

এখনও বেতনের কথা উল্লেখ করা হয়নি। অনুমানিক পোস্ট অফিসের আগের বেতন অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি – How To Apply Post Office Recruitment 2022

আগ্রহী পার্থী এখানে আবেদন শুরু হলে অনলাইনে অথবা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এখোন এখানে নিয়োগ শুরু হয়নি। অনুমান করাযায় খুব শীঘ্রই ভারতীয় ডাক বিভাগ পোস্ট অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বাংলা পোর্টাল এর ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে জানিয়ে দেওয়া হবে।

পোস্ট অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরো জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।

নতুন চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ITI পাশে চাকরি580+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

সরকারি চাকরির খবর

নিয়োগমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ50000+Apply Here..
আশা কর্মী নিয়োগ4500+Apply Here..
IBPS তে নিয়োগ65000+Apply Here..
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ7800+Apply Here..
ভারতীয় রেলওয়ে নিয়োগ56000+Apply Here..
সাস্থ্য দপ্তরে নিয়োগ10000+Apply Here..

Post Office Recruitment 2022 – FAQ

Post Office Recruitment 2022

পোস্ট অফিসে নিয়োগ ২০২২ (Post Office Recruitment 2022) আবেদন শুরু কত তারিখ?

পোস্ট অফিসে নিয়োগ ২০২২ (Post Office Recruitment 2022) আবেদন এর তারিখ এখনো প্রকাশিত হয়নি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই জানিয়ে দেওয়া হবে।

পোস্ট অফিসে নিয়োগ ২০২২ (Post Office Recruitment 2022) তে কতগুলি শূন্যপদ রয়েছে?

পোস্ট অফিসে নিয়োগ ২০২২ (Post Office Recruitment 2022) তে সারা ভারত জুড়ে মোট 110229 টি শূন্যপদ রয়েছে। এবং পশ্চিমবঙ্গে 8859 টি শূন্যপদ রয়েছে।

পোস্ট অফিসে নিয়োগ ২০২২ (Post Office Recruitment 2022) তে কি কি পদে নিয়োগ করা হবে?

পোস্ট অফিসে নিয়োগ ২০২২ (Post Office Recruitment 2022) তে Group-A, Group-B এবং Group-C পদে নিয়োগ করা হবে।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment