Post Office Recruitment 2022-23: পোস্ট অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ডাক বিভাগে Skilled Artisans Group -C, Non-Gazetted, Non-Ministerial পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 07 টি শূন্য পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী 9 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত। Indian Post Office Recruitment 2022-23 তে প্রার্থীরা কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Mail Motor Service |
---|---|
পদের নাম | Skilled Artisans Group -C, Non-Gazetted, Non-Ministerial |
মোট শূন্যপদ | 07 টি |
বেতন | Rs. 19,900 – 63,200/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অফলাইনে |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | indiapost.gov.in |
টেলিগ্ৰাম | Join Here |
পোস্ট অফিসে নিয়োগ ২০২২-২৩ | Post Office Recruitment 2022-23
পদের নাম – Post Name
Post Office Recruitment 2022-23 তে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো Skilled Artisans Group -C, Non-Gazetted, Non-Ministerial তে সব ট্রেড গুলি তে নিয়োগ করা হবে সেগুলি নিচের তালিকায় উল্লেখিত রয়েছে।
- M.V.Mechanic (Skilled)
- M.V.Electrician (Skilled)
- Copper & Tinsmith (Skilled)
- Upholster (Skilled)
মোট শূন্যপদ – Mail Motor Service Job Vacancy 2022-23
Mail Motor Service Recruitment 2022-23 তে সবমিলিয়ে মোট 07 টি শূন্যপদ রয়েছে। সেগুলি নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
ট্রেড গুলি নাম | মোট শূন্যপদ |
---|---|
M.V.Mechanic (Skilled) | 04 টি |
M.V.Electrician (Skilled) | 01 টি |
Copper & Tinsmith (Skilled) | 01 টি |
Upholster (Skilled) | 01 টি |
শিক্ষাগত যোগ্যতা – Post Office Recruitment 2022-23 Educational Qualification
Post Office Recruitment 2022-23 তে প্রার্থীদের আবেদন করা জন্য আলাদা আলাদা যোগ্যতা থাকতে হবে। প্রার্থীদের প্রথমে অষ্টম শ্রেণী পাস, সংশ্লিষ্ট ট্রেডে টেকনিক্যাল এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা – Mail Motor Service Recruitment 2022-23 Age Limit
Post Office Recruitment 2022-23 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করা জন্য প্রয়োজনীয় সবোর্চ্চ বয়সসীমা 18 থেকে 30 বছর বয়স হওয়া প্রয়োজন এবং প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন – Post Office Recruitment 2022-23 Salary
Mail Motor Service Recruitment 2022-23 তে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে Rs.19,900/- থেকে Rs.63,200/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি – Post Office Recruitment 2022-23 Apply Process
আগ্ৰহী প্রার্থীদের এখানে অনলাইনে সুবিধা না থাকায় প্রার্থীদের অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীরা সরাসরি অফিশিয়াল নোটিস থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলে সংযুক্ত করে মুখ বন্ধ খামে ভরে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানা আবেদনপত্রটি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময় বড় হাতে লিখতে হবে যে ট্রেডে আবেদন করেছেন ওই ট্রেডের নাম।
আবেদন সময় যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন
- বয়সের প্রমানপএ।
- শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
- আধার কার্ড অথবা ভোটার কার্ড।
- পাসপোর্ট সাইজের ফটো।
- কাজের অভিজ্ঞতা (যদি থাকে)।
- অনান্য।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
The Senior Manager (JAG), Mail Motor Service, No.37, Greams Road, Chennai-600006.
আবেদন শেষ তারিখ – Post Office Recruitment 2022-23 Last Date
Indian Post Office Recruitment 2022-23 তে ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী 9 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত।
নিয়োগ প্রক্রিয়া – Post Office Recruitment 2022-23 Selection Process
Indian Post Office Recruitment 2022-23 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ- Importent Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 08.12.2022 |
আবেদন শুরু | 08.12.2022 |
আবেদন শেষ তারিখ | 09.01.2023 |
প্রয়োজনীয় লিঙ্ক- Importent Links
- অফিশিয়াল নোটিস – Download PDF
- অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
- আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |