ভারতীয় ডাক বিভাগের নিয়োগ 2022 মোট ১৫৮০০ টি শূন্য পদ | Post Office Recruitment 2022 West Bengal

Post Office Recruitment 2022 West Bengal : ভারতীয় ডাক বিভাগের প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ, সারা ভারতে মোট ১৫৮০০ টি শূন্য পদ রয়েছে।

Post Office Recruitment 2022 West Bengal :


ভারতের বিভিন্ন রাজ্যে প্রচুর শূন্য পদে বিভিন্ন চাকরির  নিয়োগ করা হবে। ভারতের প্রত্যেক রাজ্য থেকে যেকোনো উচ্চ মাধ্যমিক পাস এবং মাধ্যমিক পাশ ছাত্র-ছাত্রী আবেদন করতে পারে। অবশ্যই বেসিক কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকা প্রয়োজন। 2022 সালে ভারতীয় ডাক বিভাগে বিভিন্ন পদের চাকরির নিয়োগ করবেন । আপনারা সবাই আবেদন করতে পারেন। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট,পোস্ট ম্যান মেল গার্ড ও মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হবে। ভারতের বিভিন্ন রাজ্য থেকে গ্রুপ সি বিভাগের জন্য বিভিন্ন ধরনের পোস্ট অফিসের কাজে চাকরির নিয়োগ করবেন।

পদের নামযোগ্যতাবেতন
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট (PA)/শর্টিং অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক পাশ, বেসিক কম্পিউটার কোর্সের সার্টিফিকে২৫,৫০০থেকে ৮১,১০০
পোস্টম্যান ও মেল গার্ড পদে নিয়োগ উচ্চ মাধ্যমিক পাশ, বেসিক কম্পিউটার কোর্সের সার্টিফিকে ২১,৭০০থেকে ৬৯,১০০
মাল্টি টাস্কিং স্টাফ মাধ্যমিক পাশ, বেসিক কম্পিউটার কোর্সের সার্টিফিকেট ১৮০০০থেকে ৫৬,৯০০

বিষয় সূচী ~

পোস্টাল অ্যাসিস্ট্যান্ট (PA)/শর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ

২০২২ এ ভারতীয় ডাক বিভাগে ভারতের প্রত্যেক রাজ্য থেকে  পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য  চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা ~

যেকোনো স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ এবং বেসিক কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।

বয়স সীমা ~

পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ও শর্টিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বয়স সীমা হল ১৮ বছর থেকে ৪১ বছর বয়সী। আবেদনকারীর জন্ম তারিখ অবশ্যই ০১.০১.২০০৩ এর আগে হওয়া প্রয়োজন।

বেতন :- Level- 3

             Rs-25,500

             Rs-81,100

আবেদনের শেষ তারিখ :-15. 02.2022

আবেদন ফী :- 

Gen/OBC/EWS/MBC -400টাকা

st/sc এবং অন্যান্য ক্যাটাগরি-350টাকা


পোস্টম্যান ও মেল গার্ড পদে নিয়োগ

২০২২ এ ভারতীয় ডাক বিভাগে পোস্ট ম্যান ও মেল গার্ড পদে চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ভারতের যেকোনো রাজ্য থেকে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ~

যেকোনো স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ এবং বেসিক কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও লোকাল এরিয়ার ভাষা জানতে হবে। প্রার্থীর অবশ্যই দুচাকা অথবা লাইট মোটর ভেহিকেল গাড়ির বৈধ লাইসেন্স থাকতে হবে।

বয়স সীম~

এই পদের  জন্য বয়স সীমা হল ১৮ বছর থেকে ৪১ বছর বয়সী। আবেদনকারীর জন্ম তারিখ অবশ্যই ০১.০১.২০০৩ এর আগে হওয়া প্রয়োজন।

বেতন :- Level-3

                Rs-21,700

                Rs-69,100

আবেদনের শেষ তারিখ :-15. 02.2022

আবেদন ফী :- 

Gen/OBC/EWS/MBC -400টাকা

st/sc এবং অন্যান্য ক্যাটাগরি-350টাকা


মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ

 অন্যান্য পদের মতো এই পদেও সারা দেশের মানুষের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা ~

যেকোনো স্বীকৃত বোর্ড অথবা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ এবং বেসিক কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও লোকাল এরিয়ার ভাষা জানতে হবে। প্রার্থীর অবশ্যই দুচাকা অথবা লাইট মোটর ভেহিকেল গাড়ির বৈধ লাইসেন্স থাকতে হবে।

বয়স সীমা ~

এই পদের জন্য বয়স সীমা হল ১৮ বছর থেকে ৪১ বছর বয়সী। আবেদনকারীর জন্ম তারিখ অবশ্যই ০১.০১.২০০৩ এর আগে হওয়া প্রয়োজন।

বেতন :- Level-1

              Rs-18,000

              Rs-56,900

আবেদনের শেষ তারিখ :-15. 02 .2022

আবেদন ফী :- 

Gen/OBC/EWS/MBC -400টাকা

st/sc এবং অন্যান্য ক্যাটাগরি-350টাকা

মোট শূন্য পদ ~

সারা ভারতের মোট ১৫,৮০০টি শূন্য পদ রয়েছে।এর মধ্যে রাজস্থানে ৩২৬২টি, মধ্য প্রদেশে ২৮৩৪টি পদ, উত্তরাখণ্ড-এ ৭২৪টি, হরিয়ানায় ৬০৮টি, উত্তর প্রদেশে ৩৯৫১টি, মহারাষ্ট্রে ৪৫০টি, পশ্চিমবঙ্গে ২১০১টি,কর্ণাটকে ৪৫৬টি, বিহারে ১২০০টি, তামিলনাড়ুতে ৭৮৫টি, দিল্লিতে ১৪১১টি এবং ঝাড়খণ্ডে ৪৭০টি পদ রয়েছে।

আবেদন করার পদ্ধতি (How To Apply)

আবেদনকারীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের প্রয়োজনীয় যোগ্যতা রয়েছে, যেমনটি উপরে পোস্টের বিবরণে দেখানো হয়েছে এবং সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করা পদের জন্য আবেদন করার আগে মানদণ্ড। অনলাইন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র  এবং প্রয়োজনীয় আবেদন ফী দিয়ে আবেদন করতে পারবেন। আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাংকিং -এর সাহায্যে পেমেন্ট করতে পারবেন।


নিয়োগ পদ্ধতি (Selection Process)

এই পদগুলির নিয়োগ সরাসরি হবে না। অনলাইন পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। 


গুরুত্বপূর্ণ তারিখ (Importent Dates)

আবেদন শুরু-১৫.০১.২০২২

আবেদন শেষ-১৫.০২.২০২২

পরীক্ষার তারিখ- এপ্রিল ২০২২


প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

Official Website – Click Here

Official Notice – Click Here


আরো পড়ুন – বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে 2022 | West Bengal Government Jobs 2022

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment