সরকারি ঘরের আবেদন ও ঘরের লিস্ট ২০২২ | Pradhan Mantri Awaas Yojana

প্রধান মন্ত্রী আবাস যোজনা হচ্ছে গরীব ও মধ্যবিত্ত লোকেদের ঘর দেওয়ার একটি কেন্দ্রীয় প্রকল্প। এই প্রকল্পে আপনারা বাড়ি বানানোর জন্য কিস্তিতে টাকা পাবে প্রথমে ৬০ হাজার টাকা দ্বিতীয় বারে ৫০ হাজার টাকা এবং শেষে ১০ হাজার টাকা মোট ১ লক্ষ্য ২০ হাজার টাকা। ঘরের জন্য করা করা আবেদন করতে পারবে, প্রধানমন্ত্রী আবাস যোজনা অনলাইন আবেদন করার জন্য কি কি প্রয়োজন। যদি আপনি এটির জন্য আবেদন করেছেন কিন্তূ এখনও পর্যন্ত টাকা পাও নি তাহলে কি করতে হবে। কিভাবে বাড়ির নতুন লিস্ট টি দেখবে এই সব বিষয়ে আমরা বিস্তারিত ভাবে পরিবেশন করছি এই আর্টিকেল টির মধ্যে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা
প্রধানমন্ত্রী আবাস যোজনা

যোজনার নামপ্রধানমন্ত্রী আবাস যোজনা
যোজনা টির গুরুত্বসকলের জন্য বিনামূল্যে ঘর
কারা এই যোজনায় আবেদন করতে পারবেনসকল গরিব, মিডিল ক্লাস এবং ঘরহীন লোকেরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন
এই যোজনার মূল উদ্দেশ্য কিদেশের সকলের জন্য ঘর
অফিশিয়াল ওয়েবসাইটhttps://pmayg.nic.in

প্রধানমন্ত্রী আবাস যোজনাতে বাড়ির আবেদন করার শর্তাবলী

আমরা জানি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ আবেদন করেন। কিন্তূ সবার আবেদেন মঞ্জুর হয় না। এর জন্য পানি আবেদন করার জন্য কারা কারা যোগ্য।
  1. এই যোজনার জন্য আপনার পরিবারের বার্ষিক আয় ১৫ থেকে ১৮ লাখের নিচে হতে হবে।
  2. আপনার পরিবারে করো সরকারি চাকরি থাকলে হবে না।
  3. এই যোজনার ফাইনাল লিস্ট করার জন্য মহিলাদের নাম বেশি প্রেফার করা হয়।
  4. আপনি যদি বিগত ১০ বছরের মধ্যে কোনো সরকারি প্রকল্প থেকে বাড়ি পেয়ে থাকেন তাহলে আপনি এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে পারবেন না।
  5. আপনি যে রাজ্যের গ্রাম বা শহর থেকে আবেদন করছেন, আপনাকে সেখানের পর্মামেন্ট সদস্য হতে হবে।
  6. আমি প্রথম কিস্তি টাকা পাওয়ার ৩৬ মাসের মধ্য যদি তৈর ঘর না দেখান তাহলে পরের ২ টি কিস্তি পাবেন না।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করার জন্য কি কি প্রয়োজন ?

আপনি যদি আবাস যোজনার জন্য অনলাইন বা অফলাইনে যে কোন পদ্ধতিতে আবেদন করতে চান তাহলে আপনাকে কিছু ডকুমেন্টের দরকার পড়বে, যেগুলি আমরা নিচে লিস্ট করে দিয়েছি।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন এর জন্য যা প্রয়োজন
প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন এর জন্য যা প্রয়োজন 

  1. আপনার আধার কার্ড
  2. প্যান কার্ড,
  3. আবাস যোজনা অ্যাপ্লিকেশন ফর্ম (যদি অনলাইনে এপ্লাই করেন),
  4. আপনার ফ্যামিলি রেশন কার্ড,
  5. বাৎসরিক ইনকাম সার্টিফিকেট,
  6. স্থায়ী বাসিন্দার পরিচয় পত্র,
  7. একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো।

উপরে দেওয়া ৬/৭ টি কাগজপত্রগুলো আপনার দরকার পড়বে। যদি আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অনলাইন বা অফলাইনে আবেদন করতে চান কাগজপত্রগুলো আপনার দরকার পড়বে।

প্রধান মন্ত্রী আবাস যোজনা বা সরকারি ঘর এর অনলাইন ও অফলাইন আবেদন করার পদ্ধতি।

অনলাইন বা অফলাইন আপনি যেভাবেই আবেদন করুন না কেন উপরে উল্লেখিত নিয়মগুলি লক্ষ্য রেখে আবেদন করবেন। তানাহলে আপনার আবেদনটি মঞ্জুর নাও হতে পারে। আবেদন করার আগে সব প্রয়োজনীয় কাগজ পত্র ( ডকুমেন্ট ) নিয়ে রাখবেন। আবেদন করার আগে একবার দেখেনিবেন সব ডকুমেন্ট সঠিক আছে কি ? কি কি ডকুমেন্ট বা কাগজ পত্র দরকার তা উপরে দেওয়া আছে। একবার দেখে নিন।

প্রধান মন্ত্রী আবাস যোজনা ( PMAY ) অনলাইন আবেদন পদ্ধতি।

প্রধানমন্ত্রী আবাস যোজনা তে অনলাইন আবেদন কিভাবে করবেন তা নিচে উল্লেখ করা করা আছে। নিচের কিছু সহজ স্টেপ ফলো করে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে পারেন।
PMAY - অনলাইন আবেদন
PMAY – অনলাইন আবেদন

  • এরজন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে আসুন। ( ওয়েবসাইট – https://pmaymis.gov.in/ )
  • এরপর মেনুতে ক্লিক করুন ও Citizen Assessment এ ক্লিক করে Apply Online এ ক্লিক করুন।
  • এরপর আধার কার্ড নাম্বার ও আধার কার্ডে কি নামের বানান রয়েছে তা বসিয়ে দিয়ে এগিয়ে যান।
  • পরবর্তী পেজটি চলে আসবে আবেদন ফর্মের। এখানে জেলার নাম, ঠিকানা বাবার নাম,মোবাইল নাম্বার, ইত্যাদি বসিয়ে দিয়ে সাবমিট করতেই, আপনার আবেদন হয়ে যাবে।
আপনি আপনার স্ট্যটাটস চেক করতে পারবেন Search Beneficiary তে ক্লিক করে। কিংবা Track Your Assessment Status এ ক্লিক করে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা ( PMAY ) অফলাইন আবেদন পদ্ধতি

আপনি যদি অনলাইন আবেদন না করে অফলাইন আবেদন করতে চান তারও উপায় রয়েছে। আপনারা যে গ্রামে বাস করেন সেখানের গ্রাম পঞ্চায়েত একটি বাড়ির লিস্ট বানাবেন। ওই গ্রামের কে কে বাড়ি পাওয়ার যোগ্য তার একটি লিস্ট বানাবেন। এক্ষেত্রে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত এর সঙ্গে যোগাযোগ করে আবেদন করতে করতে পারেন। তাছাড়া আপনি সরাসরি পঞ্চায়েত অফিস বা BDO অফিসে গিয়েও আবেদন করতে পারেন। ওখানে গিয়ে আপনি একটি ফ্রম নিবেন তারপর ওখানেই সেই পূরণ করে জমা দিবেন। ফরম এর সঙ্গে যে যে ডকুমেন্ট এর কথা উপরে উল্লেখ করা আছে সেগুলি ওখানে জমা দিবেন। তারপর যদি আপনার আবেদন টি মঞ্জুর হয় তাহলে ২ বা ৩ টি কিস্তির মাধ্যমে ১ লক্ষ্য ২০ হাজার টাকা আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন।
PMAY - অফলাইন আবেদন
PMAY – অফলাইন আবেদন


প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন ঘরের লিস্ট ২০২১ – ২২ কিভাবে দেখবেন।

প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন ঘর/বাড়ির লিস্ট বা আপনি যদি এপ্লাই করে করে থাকেন তার স্ট্যাটাস চেক করার জন্য পানকে প্রথমে PMAY এর অফিসিয়াল ওয়েবসাইট (https://pmaymis.gov.in/) টি তে যেতে হবে এবং তারপর Search Beneficiary কিংবা Track Your Assessment Status এ ক্লিক করতে হবে। এই প্রক্রিয়া টি নিচে তালিকার মাধ্যমেও দেওয়া আছে।

  1. PMAY এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  2. Search Beneficiary অথবা Track Your Assessment Status এ ক্লিক করুন।
  3. আপনার ডিটেলস দিন।
প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY) – এর অফিসিয়াল ওয়েবসইট  বা আবেদন করার লিংক – https://pmaymis.gov.in/

ট্যাগ – বাংলার আবাস যোজনা লিস্ট, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর, গ্রাম পঞ্চায়েত লিস্ট, বাংলা আবাস যোজনা প্রধানমন্ত্রী আবা
স যোজনা হোম লোন,  লিস্ট টোটো-২১, আবাস যোজনা ৩ ৫ লাখ টাকার যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা ওয়েস্ট বেঙ্গল, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ম, প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদন, প্রধানমন্ত্রী আবাস যোজনা কিভাবে আবেদন করবো ?, পমায় অনলাইন আবেদন।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

8 thoughts on “সরকারি ঘরের আবেদন ও ঘরের লিস্ট ২০২২ | Pradhan Mantri Awaas Yojana”

  1. আমরা ভীষণ গরিব আমাদের একটা ঘর দিলে ভীষণ উপকার হয়. আমার ঠিকানা. উত্তর 24 পরগনা… থানা দেগঙ্গা ব্লক… গ্রাম বড়গাছিয়া.. নাম .বাবু সোনা দাস… পিন নম্বর.743423…

    Reply
    • আমরা দুঃখিত l,
      আমরা শুধু খবর আপডেট দিয়ে থাকি
      এবিষয়ে আমরা আপনার কোনোরকম সাহায্য করতে পারবো না
      দয়াকরে
      গ্রাম পঞ্চা়েত বা BDO অফিসে যোগাযোগ করুন।

      ধন্যবাদ ♥️

      Reply
      • আমি খুব গরীব অসহায় আমাকে কিছু জায়গা জমি আর একটা ঘর দরকার আমার থাকার কোন জায়গা জমি নাই
        আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে উনি আমার লেখাটা পড়ে আমাকে সাহায্য করে আমি নোয়াখালী ১১নং নেয়াজপুর ১নং ওয়াড গ্রাম দেবীপুর থেকে বলছি আমাকে যেন ১কিছু জমি আর একটা ঘর দেয়। আমার ২টা বাচ্চা নিয়ে যেন মাথাটা লুকাতে পারি প্লিজ

        Reply

Leave a Comment