প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনা ২০২৩, ছেলেরা পাবে ৩০,০০০ টাকা এবং মেয়েরা পাবে ৩৬,০০০ টাকা

5 Comments

Photo of author

By Joydeep

Pradhanmantri Scholarship Yojana 2023: শিক্ষালাভ করা সমস্ত নাগরিকের অধিকার। ভারতের যে সমস্ত নাগরিক অর্থের অভাবে শিক্ষালাভ করতে পারেনা তাদের উদেশ্যে বর্তমানে অনেক স্কলারশিপ শুরু হয়েছে। যার মাধ্যমে মধ্যবিত্ত ও গরিব পরিবারের সন্তানদের পড়াশুনোর জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনা প্রকল্পের মাধ্যমেও শিক্ষালাভের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকার দ্বারা শুরু করা হয়েছে এবং এই প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট লোকেদের স্কলারশিপ দেওয়া হয়। PM Scholarship Yojana তে ছেলেরা ৩০,০০০ টাকা এবং মেয়েরা ৩৬,০০০ টাকা স্কলারশিপ প্রতিবছর পেয়ে থাকে। কারা এর জন্য আবেদন করতে পারবেন, এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, নথিপত্র এবং এবং আবেদন করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে প্রদান করা হয়েছে।

Pradhanmantri Scholarship Yojana 2023

কতো টাকা স্কলারশিপ দেওয়া হবে?

প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনা কেন্দ্রীয় সরকার দ্বারা শুরু করা হয়েছে। এই প্রকল্পে ছেলেরা ৩০,০০০ টাকা এবং মেয়েরা ৩৬,০০০ টাকা স্কলারশিপ প্রতিবছর পেয়ে থাকে। অর্থাৎ ছেলেরা প্রতিমাসে পাবে ২৫০০ টাকা এবং মেয়েরা প্রতিমাসে পাবে ৩০০০ টাকা।

কিভাবে আবেদন করবে? (Pradhanmantri Scholarship Yojana 2023 Apply Online)

Pradhanmantri Scholarship Yojana 2023 এর জন্য শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রথমে কেন্দ্রীয় সেনা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://ksb.gov.in/ তে যেতে হবে। আবেদন করার সম্পূর্ন পদ্ধতি নিচে কয়েকটি পদক্ষেপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে।

  • প্রথমে ksb.gov.in ওয়েবসাইটে যান।
  • এরপর রেজিষ্টেশন তে ক্লিক করুন।
  • নিজের ফটো আপলোড করুন।
  • সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
  • ক্যাপচার পূরণ করুন।
  • সমস্ত তথ্য যাচাই করে Submit তে ক্লিক করুন।

কারা আবেদন করতে পারবেন?

প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনা প্রকল্পের অধীনে, কেন্দ্রীয় সৈনিক বোর্ড সচিবালয়, প্রতিরক্ষা মন্ত্রক, প্রাক্তন সৈনিক কল্যাণ বিভাগ, ভারত সরকার তাদের প্রাক্তন সৈনিক, প্রাক্তন কোস্ট গার্ড কর্মীদের সন্তানদের এবং বিধবা হয়ে যাওয়া তাদের স্ত্রীদের জন্য বৃত্তি প্রদান করবে। এবং ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং ভারত সরকার একসাথে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী আসাম রাইফেলস নকশাল সন্ত্রাসী হামলায় শহীদ পুলিশ সদস্যদের সন্তানদের জন্য স্কলারশিপ প্রদান করবে।

আবেদন করার সময়সীমা

এর আগের বছরের আবেদন গত ৩১ ডিসেম্বর শেষ হয়েছে। এই বছর এখনো আবেদন শুরু হয়নি, আবেদন শুরু হলে গ্রুপে জানিয়ে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনার নির্বাচন প্রক্রিয়া

  • সন্ত্রাসী বা কোন কার্যকলাপে নিহত প্রাক্তন সৈন্য এবং কোস্টগার্ড সদস্যদের সন্তানরা।
  • সামরিক এবং গার্ড সার্ভিসে কোস্ট গার্ড সন্ত্রাসী কার্যকলাপে অক্ষম এবং অক্ষম প্রাক্তন সৈন্যদের সন্তান।
  • সামরিক এবং কোস্ট গার্ড সার্ভিসের সময় মারা যাওয়া সৈন্যদের সন্তান।
  • সেনা ও কোস্টগার্ড সার্ভিসের সময় অক্ষম হওয়া সৈনিকদের সন্তান ।
  • বীরত্ব পুরষ্কার প্রাপ্ত প্রাক্তন সেনাদের সন্তান।

এই ধরনের আরো অন্যান্য খবর পেতে আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়াতে যুক্ত থাকুন।

প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনা এর অফিসিয়াল ওয়েবসাইটClick Here
হোয়াটসঅ্যাপJoin Group
টেলিগ্রামJoin Here
অন্যান্য সরকারি প্রকল্পClick Here

5 thoughts on “প্রধানমন্ত্রী স্কলারশিপ যোজনা ২০২৩, ছেলেরা পাবে ৩০,০০০ টাকা এবং মেয়েরা পাবে ৩৬,০০০ টাকা”

Leave a comment