WBHRB Recruitment 2022: পশ্চিমবঙ্গের সাস্থ্য দপ্তরে আরো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে Principal, Reader, Physicist ও আরো অন্যান্য পদে নিয়োগ করা হচ্ছে। WBHRB কিছুদিন আগে আরো একটি গ্রুপ-ডি (Warden) পদে নিয়োগের প্রকাশিত হয়েছিল, আপনারা যদি ওটা দেখতে চান তাহলে নিচের দেওয়া লিঙ্ক থেকে দেখতে পারেন। WBHRB Recruitment 2022 এর Principal, Reader, Physicist ও আরো বাকি যে পদগুলি রয়েছে এগুলোর সম্বন্ধে বিস্তারিত জানতে পুরো পোস্টটি পড়ুন। অফিসিয়াল নোটিস এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, আপনারা চাইলে ডাউনলোড করে দেখতে পারেন।
নিয়োগ সংস্থা | WBHRB |
পদের নাম | Principal, Reader, Physicist ও আরো অন্যান্য |
শিক্ষাগত যোগ্যতা | উচ্চমাধ্যমিক, B.Sc/M.Sc নার্সিং, মাস্টার ডিগ্রি |
শূন্যপদ | মোট 44 টি |
আবেদন শেষ | 24.06.2022 |
স্থান | পশ্চিমবঙ্গ |
অফিসিয়াল ওয়েবসাইট | wbhrb.in |

পশ্চিমবঙ্গের সাস্থ্য দপ্তরে নিয়োগ 2022 (WBHRB Recruitment 2022)
পদের নাম ~ এখানে মোট 4 টি পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে –
- Principal
- Reader
- Physicist and Radiation Safety Officer
- Professor
শিক্ষাগত যোগ্যতা ~ কোন পদে কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তা নিচের ছকের মধ্যে দেওয়া হলো –
পদের নাম | শিক্ষাগত যোগ্যতা |
---|---|
Principal | উচ্চমাধ্যমিক, B.Sc/M.Sc নার্সিং |
Reader | উচ্চমাধ্যমিক, B.Sc/M.Sc নার্সিং |
Physicist and Radiation Safety Officer | Masters Degree in Physics/ Electronics/ Biophysics, Post Graduation Degree/ Diploma in Radiological/ Medical Physics, M.Sc in Medical Physics |
Professor | উচ্চমাধ্যমিক, B.Sc/M.Sc নার্সিং |
মোট শূন্যপদ ~
পদের নাম | মোট শূন্যপদ |
---|---|
Principal | 2 টি |
Reader | 7 টি |
Physicist and Radiation Safety Officer | 27 টি |
Professor | 8 টি |
বেতন ~
পদের নাম | মাসিক বেতন |
---|---|
Principal | (₹) 95,100 – 1,48,000/-টাকা |
Reader | (₹) 67,300 – 1,73,200/- টাকা |
Physicist and Radiation Safety Officer | (₹) 15,600 – 42,000/- টাকা |
Professor | (₹) 67300 – 1,73,200/- টাকা |
বয়স সীমা ~ প্রিন্সিপাল পদের জন্য সর্বোচ্চ বয়স সীমা রয়েছে 55 বছর, প্রফেসর পদে 50 বছর এবং বাকি 2 টি পদের জন্য সর্বোচ্চ বয়স সীমা রয়েছে 45 বছর।
ST/SC পার্থীর জন্য 5 বছর এবং OBC পার্থীর জন্য 3 বছর বয়স ছাড়ের ব্যাবস্থা রয়েছে।
আবেদন মূল্য ~ এখানে আবেদন করার জন্য 210 টাকা আবেদন ফী রাখা হয়েছে। ST/SC ও PWD পর্থীদের কোনো আবেদন মূল্য লাগবে না।
আবেদনের শেষ তারিখ ~ 24 সে জুন 2022 আবেদনের শেষ তারিখ।
আবেদন পদ্ধতি (WBHRB Recruitment 2022 Apply Online)
WBHRB Recruitment 2022 এর চাকরি পার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গের সাস্থ্য দপ্তদের (WBHRB) অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, যদি আগেথেকে রেজিষ্টার করা থাকে তাহলে লগইন করলেই হবে। তারপর ওখানে আবেদন পত্রটি পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট এর সফট কপি আপলোড করে সাবমিট করতে হবে।
আবেদন সম্পূর্ন হবার পর পরবর্তী সময়ের জন্য আপনি এটির একটি প্রিন্ট আউট বের করে রাখতে পারেন।
নিয়োগ পদ্ধতি (WBHRB Recruitment 2022 Selection Process)
এখানে আবেদন করি চাকরি পর্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এবং এরপর পরীক্ষায় সফল হওয়া পর্থীদের ইন্টারভিয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক
গুরুত্বপূর্ণ তারিখ ~
বিজ্ঞপ্তি প্রকাশিত | 16.06.2022 |
আবেদন শুরু | 17.06.2022 |
আবেদন শেষ | 24.06.2022 |
প্রয়োজনীয় লিংক ~
- অফিসিয়াল নোটিস (Principal) – Download PDF
- অফিসিয়াল নোটিস (Reader) – Download PDF
- অফিসিয়াল নোটিস (Physicist and Radiation Safety Officer) – Download PDF
- অফিসিয়াল নোটিস (Professor) – Download PDF
- অনলাইনে আবেদন – Appply Here
- অফিসিয়াল ওয়েবসাইট – Click Here
- আমাদের টেলিগ্রাম – Join Here
আরো পড়ুন ~
- পশ্চিমবঙ্গের সাস্থ্য দপ্তরে গ্রুপ-ডি (Warden) পদে নিয়োগ।
- ভারতীয় রেল বিভাগে ১.৫ লক্ষ্য কর্মী নিয়োগের ঘোষণা।
- জাতীয় সাস্থ্য মিশনে মাধ্যমিক পাসে নিয়োগের বিজ্ঞপ্তি।
1 thought on “পশ্চিমবঙ্গের সাস্থ্য দপ্তরে Principal, Reader, Physicist ও আরো অন্যান্য পদে নিয়োগ 2022 | WBHRB Recruitment 2022”