Privet Bank Jobs 2022: পশ্চিমবঙ্গের প্রাইভেট ব্যাংকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নেশানাল্ কেরিয়ার সার্ভিস এর অফিসিয়াল ওয়েব সাইটে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্ধা হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয়েই এই Privet Bank Jobs 2022 এর জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা থেকেই এখানে নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করবেন এবং নিয়োগ পক্রিয়ায় সম্পর্কে জানতে পুরো খবরটি পড়ুন।
কোম্পানির নাম | SWAASTIK SMART LIFE LLP |
পদের নাম | Finence Maneger – Axis Bank |
শিক্ষাগত যোগ্যতা | উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন |
মোট শূন্যপদ | 39 টি |
স্থান | পশ্চিমবঙ্গ |

Privet Bank Jobs 2022 Vacancy – বিবরণ
পদের নাম ~ এখানে পশ্চিমবঙ্গের Privet Bank Jobs তে Finence Maneger পদে নিয়োগ করা হবে।
কাজের ধরন ~ এখানে কাস্টমার সার্ভিস এবং অফিস একজিকিউটিভ, CASA অফিসার, বিজনেস ডেভলপমেন্ট এক্সিকিউটিভ ও আরো অন্যান্য।
প্রাইভেট ব্যাংকে চাকরির যোগ্যতা – Privet Bank Jobs Qulafication
এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস প্রয়োজন। এছাড়াও আপনার ভালো কমিউনিকেশন স্কিল এবং কম্পিউটারের সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।
বয়সসীমা – Privet Bank Jobs 2022 Age Limit
এখানে আবেদন করার জন্য আপনার বয়স 18 বছর থাকে 29 বছরের মধ্যে থাকা প্রয়োজন। এখানে বয়স ছাড়ের কোনো সুবিধা রাখা হয়নি।
প্রাইভেট ব্যাংকের বেতন – Privet Bank Jobs 2022 Sallary
এখানে প্রতি মাসে 14,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত বেতনের ব্যাবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি – How To Apply Privet Bank Jobs 2022
আগ্রহী পার্থী সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করেন তাহলে। কিভাকে আবেদন করবেন করবেন নিচে কয়েকটি সহজ ধাপের মাধ্যমে দেখানো হলো –
- প্রথমে ncs.gov.in ওয়েবসাইটটি খুলুন
- আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে রেজিষ্টার করুন
- অথবা আইডি দিয়ে লগইন করুন
- এর পর এই চাকরিটি সার্চ করুন (Job ID: 17T79-1341530139842J)
- ডানদিকে উপরে Apply তে ক্লিক করুন
- ব্যাক্তিগত তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করুন
- এর পর সাবমিট তে ক্লিক করুন।
অথবা নিচের দেওয়া অফিসিয়াল নোটিশের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন।সেখানে একটি মোবাইল নম্বর দেওয়া রয়েছে ওই নম্বরে যোগাযগ করেও সরাসরি আবেদন করতে পারেন
ইমেইল আইডি ~ axis.hr.banking@gmail.com
আবেদন মূল্য – Privet Bank Jobs Application Fee
এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য প্রয়োজন নেই
আবেদনের শেষ তারিখ – Last Date
এখানে আবেদন করার শেষ তারিখ হলো 30.07.2022। আপনি যদি এই চাকরির বিষয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এই তারিখের আগে আবেদন করতে হবে।
নিয়োগ পদ্ধতি – Privet Bank Jobs Selection Prosess
এখানে আবেদনকরিকে কোনো রকম লিখিত পরীক্ষা বা অনলাইনে পরীক্ষা দেবার প্রয়োজন নেই। এখানে পার্থীকে সরাসরি যোগ্যতা ও ইন্টারভিউ এর ভিত্তিতে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক – Privet Bank Jobs Recruitment Dates & Links
বিজ্ঞপ্তি প্রকাশিত | 24.07.2022 |
আবেদন শুরু | 24.07.2022 |
আবেদন শেষ | 30.07.2022 |
নোটিস/আবেদন লিঙ্ক | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্রাম | Join Here |
আরো পড়ুন ~
- বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
- রেশম শিল্প দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগ ২০২২
- পশ্চিমবঙ্গে তসর বন্ধু পদে নিয়োগ ২০২২
আরো চাকরি দেখুন 👇
***জরুরি সূচনা ~ বাংলা পোর্টাল ওয়েবসাইটে শুধুমাত্র সরকারি ও প্রাইভেট চাকরির খবর প্রদান করা হয়। যেকোনো প্রাইভেট চাকরিতে আবেদন করার আগে চাকরির সোর্স বা নিচে দেওয়া অফিসিয়াল লিঙ্ক থাকে বিস্তারিত জেনে নেবেন। চাকরির নামে কেউ রেজিষ্টেশন ফিস বা অন্যান্য অজুহাত দেখিয়ে টাকা চাইলে তার থেকে দূরে থাকবেন।
Bank