Punjab National Bank Recruitment 2022: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অফিসার ও ম্যানেজার নিয়োগ ২০২২

Punjab National Bank Recruitment 2022: পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অফিসার ও ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত। ভারতের সমস্ত রাজ্যের পার্থী এখনে আবেদন করতে পারবে। সবমিলিয়ে এখনে মোট 103 টি শূন্যপদ রয়েছে। আগ্রহী পার্থীকে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন জানার জন্য পুরো খবরটি পড়ুন।

নিয়োগ সংস্থাPunjab National Bank
পদের নামঅফিসার ও ম্যানেজার
শিক্ষাগত যোগ্যতাডিগ্রি, B.E/B.Tech
মোট শূন্যপদ103
আবেদন মোডঅফলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটpnbindia.in

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়োগ ২০২২ | Punjab National Bank Recruitment 2022

পদের নাম – Post Name

এখানে Punjab National Bank (PNB) এর তরফ থেকে ফায়ার সেফটি অফিসার ও সিকিউরিটি ম্যানেজার পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ | Total Vacancy

পদের নামমোট শূন্যপদ
Officer (Fire-safety)23
Manager (Security)80
মোট103

শিক্ষাগত যোগ্যতা – Education Qualification

পদের নামশিক্ষাগত যোগ্যতা
ফায়ার সেফটি অফিসারডিগ্রি এবং Technology/ Fire Engineering/ Safety and Fire Engineering, Graduation তে BE/ B.Tech in Fire
সিকিউরিটি ম্যানেজারডিগ্রি

বয়সসীমা – Punjab National Bank Recruitment 2022 Age Limit

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে Punjab National Bank Recruitment 2022 তে আবেদন করার জন্য 1 জুলাই 2022 তারিখ অনুযায়ী সর্বনিম্ন বয়সসীমা হলো 21 বছর এবং সর্বোচ্চ 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়াও OBC শ্রেণীর পর্থীদের 3 বছর, ST/SC পার্থিদের ক্ষেত্রে 5 বছর এবং PWD পর্থীদের জন্য 10 বছর বয়স ছাড়ের ব্যাবস্থা রয়েছে।

বেতন – Salary

অফিসার পদের জন্য প্রতিমাসে বেতন রয়েছে 36,000 টাকা থেকে শুরু করে 63,840 টাকা পর্যন্ত।

এবং ম্যানেজার পদের জন্য প্রতিমাসে বেতন রয়েছে 48,170 টাকা থেকে শুরু করে 69,810 টাকা পর্যন্ত।

আবেদন পদ্ধতি – Punjab National Bank Recruitment 2022 Apply Process

যেহেতু এখানে অনলাইনে আবেদনে সুবিধা নেই, তাই আগ্রহী ও যোগ্য পার্থী এখানে অফলাইনে আবেদন করতে পারবে। প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থাকে আবেদন ফর্ম টি ডাউনলোড করতে হবে। তারপর উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে। কিভাবে আবেদন করতে হবে তা নিচে সংক্ষিপ্ত রূপে দেওয়া রয়েছে।

  • প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশ টি ডাউনলোড করে দেখুন আপনি এই পদের জন্য যোগ্য কি না।
  • যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্র ডাউনলোড করুন।
  • আবেদন পত্র টি পূরণ করুন এবং একবার যাচাই করে নিন সমস্ত তথ্য সঠিক দিয়েছেন কি না।
  • এরপর আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিন।
  • অনলাইনের মাধ্যমে আবেদন ফী প্রদনা করুন (যদি প্রয়োজন)।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা

Chief Manager (Recruitment Section), HRD Division, Punjab National Bank, Corporate Office, Plot No 4, Sector 10, Dwarka, New Delhi -110075

আবেদন মূল্য – Application Fee

এখানে আবেদন করার জন্য আবেদন মূল্য রাখা হয়েছে 1003 টাকা। এবং ST/SC/PWB পর্থীদের জন্য 49 টাকা আবেদন মূল্য প্রয়োজন। অনলাইনের মাধ্যমে আবেদন মূল্য প্রদান করতে হবে। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিশটি দেখুন।

নিয়োগ প্রক্রিয়া – Punjab National Bank Recruitment 2022 Selection

এখানে চাকরি পর্থীদের লিখিত পরীক্ষা/অনলাইন পরীক্ষা, ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

Punjab National Bank Recruitment 2022 Officer

গুরুত্বপূর্ন তারিখ | Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত04.08.2022
আবেদন শুরু04.08.2022
আবেদন শেষ30.08.2022

প্রয়োজনীয় লিঙ্ক | Importent Links

  • অফিসিয়াল নোটিস: Download PDF
  • আবেদন পত্র (অফিসার): Download PDF
  • আবেদন পত্র (ম্যানেজার): Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: pnbindia.in
  • আমাদের টেলিগ্রাম: Join Here Free

নতুন চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ITI পাশে চাকরি580+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

সরকারি চাকরির আপডেট

নিয়োগমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ50000+Apply Here..
আশা কর্মী নিয়োগ4500+Apply Here..
IBPS তে নিয়োগ65000+Apply Here..
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ7800+Apply Here..
ভারতীয় রেলওয়ে নিয়োগ56000+Apply Here..
সাস্থ্য দপ্তরে নিয়োগ10000+Apply Here..

Punjab National Bank Recruitment 2022 FAQ

Bank Recruitment 2022 তে কি কি পদে নিয়োগ করা হচ্ছে?

Bank Recruitment 2022 তে অফিসার ও ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে।

Bank Recruitment 2022 তে আবেদন শুরু কতো তারিখ?

Bank Recruitment 2022 তে আবেদন শুরু 4 আগস্ট 2022।

Punjab National Bank Vacancy 2022 last date?

Punjab National Bank Vacancy 2022 last date is 30 August 2022.

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment