বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন

Purba Bardhaman District ASHA Karmi Recruitment 2023: পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে শুধুমাত্র বিবাহিত বা বিধবা বা আইনত বিবাহ বিচ্ছেদ মহিলারাই এখানে আবেদন করতে পারবেন। আগ্রহী ও পার্থী এখানে অফলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। Purba Bardhaman District ASHA Karmi Vacancy 2023 আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন করার পদ্ধতি নিচে দেওয়া রয়েছে।

নিয়োগ সংস্থাপশ্চিমবঙ্গ সরকার
পদের নামআশা কর্মী
মোট শূন্যপদ১৭৪ টি
বেতন (₹)নিয়ম অনুযায়ী
চাকরির ধরনচুক্তিভিত্তিক
আবেদন মোডঅনলাইন
স্থানপূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটেpurbabardhaman.nic.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

পূর্ব বর্ধমান জেলায় আশা কর্মী নিয়োগ ২০২৩ (Purba Bardhaman District ASHA Karmi Recruitment 2023)

পদের নাম (Post Name)

পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মী পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Purba Bardhaman District ASHA Karmi Vacancy 2023)

Purba Bardhaman District ASHA Karmi Recruitment 2023-তে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া, কালনা, বর্ধমান সদর উত্তর ও বর্ধমান সদর দক্ষিণ মহকুমা এলাকার সংযুক্ত তফসিলে বর্ণিত বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র মিলে মোট ১৭৪ টি শূন্যপদ রয়েছে।

প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility Criteria)

যেকোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে।

এখানে শুধুমাত্র বিবাহিত/বিধবা/আইনত বিবাহ বিচ্ছেদ মহিলা পার্থী আবেদন করতে পারবেন। ছাড়াও গ্রেড-১ ও গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে এবং যে অঞ্চলের শূন্য পদের জন্য আবেদন করবেন ওই অঞ্চলের স্থায়ী বাসিন্ধা হতে হবে।

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুসারে ৩০ থেকে ৪০ বছেরের মধ্যে হতে হবে। তাপাশিল জাতি বা উপজাতির পর্থীদের ক্ষেত্রে বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি (Purba Bardhaman District ASHA Karmi Recruitment 2023 Apply Process)

Purba Bardhaman District ASHA Karmi Vacancy 2023 তে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন কার জন্য প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। অফিশিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে যুক্ত আবেদন পত্রটি A4 সাইজের সাদা কাগজের প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করতে হবে। তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসের কপি যুক্ত করতে হবে। এরপর সেটিকে যে সকল সাব ডিভিশনে শূন্য পদ রয়েছে সেখানে জমা করতে হবে। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে দেখবেন।

Purba Bardhaman District ASHA Karmi Recruitment 2023

প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)

  • পাসপোর্ট সাইজ ফটো (২ কপি)।
  • জন্ম প্রমাণপত্র।
  • মাধ্যমিকের অ্যাডমিট।
  • শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র।
  • স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র।
  • জাতিগত প্রমাণপত্র।
  • স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমাণ।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

পূর্ব বর্ধমান জেলার Sadar North – 70, Sadar South – 38, Kalna – 41 এবং Katwa – 23 সাব ডিভিশন।

উপরে উল্লেখিত সাব ডিভিশন গুলির মধ্যে আপনি যেখানের স্থায়ী বাসিন্দা সেখানে আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ (Last Date)

Purba Bardhaman District ASHA Karmi Recruitment 2023-তে আবেদন করার শেষ তারিখ হলো ১৩ই ফেব্রুয়ারি ২০২৩।

গুরুত্বপূর্ণ তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০১.০২.২০২৩
আবেদন শুরু০১.০২.২০২৩
আবেদন শেষ১৩.০২.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের টেলিগ্রাম: Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment