আবারও মিড-ডে-মিল প্রকল্পের অধিনে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে ১১,০০০ টাকা

No Comments

Photo of author

By banglaportal.in

যে সকল চাকরিপ্রার্থী মিড-ডে-মিল প্রকল্পের অধীনে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। পূর্ব বর্ধমান জেলার মিড ডে মিল প্রকল্পের অধীনে Assistant Accountant পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ০১ টি শূন্যপদ রয়েছে। এখানে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে ১১,০০০/- টাকা বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে ইন্টারভিউ মাধ্যমে নির্বাচন করা হবে। এখানে আবেদন করা জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করবেন এই নিয়ে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাKalna Municipal, Purba Bardhaman
পদের নামসহ হিসাবরক্ষক (Assistant Accountant)
মোট শূন্যপদ০১ টি
বেতন (₹)১১,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডইন্টারভিউ
স্থানপূর্ব বর্ধমান
ওয়েবসাইট
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

মিড-ডে-মিল প্রকল্পের অধীনে নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

পূব বর্ধমান জেলায় কালনা পৌরসভায় মিড-ডে-মিল প্রকল্পে অধীনে সহ হিসাবরক্ষক (Assistant Accountant) পদে নিয়োগ করানো হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

কালনা পৌরসভার অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে Assistant Accountant পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো সরকারি চাকরি থেকে রিটায়ার্ড কর্মীচারী হতে হবে। এছাড়াও প্রার্থীদের ০৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে।

বয়সসীমা (Age Limit)

এখানে মিড ডে মিল প্রকল্পে অধীনে Assistant Accountant পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা ৬৫ বছর বয়সের নিচে হতে হবে।

বেতন (Salary)

পূর্ব বর্ধমান জেলার কালনা পৌরসভার অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১১,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

পূর্ব বর্ধমান কালনা পৌরসভায় মিড ডে মিল প্রকল্পের অধীনে সহ হিসাবরক্ষক পদে আগে থেকে আবেদন করার প্রয়োজনীয় নেই। ১২ জুন ২০২৩ তারিখ দুপুর ১১ টাতে সরাসরি ইন্টারভিউ এর জন্য উপস্থিত হতে হবে।

মিড-ডে-মিল প্রকল্পের অধীনে নিয়োগ ২০২৩

প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)

  • বয়সের প্রমানপএ।
  • শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
  • আধার কার্ড/ ভোটার কার্ড।
  • পাসপোর্ট সাইজের রঙিন ফটো কপি।
  • কাস্ট সার্টিফিকেট।
  • পিপিও/পেনশন।
  • অন্যান্য।

ইন্টারভিউ স্থান

Conference Hall Of Kalna Municipality, Kalna, Purba Bardhaman

ইন্টারভিউ তারিখ

কালনা পৌরসভায় মিড ডে মিল প্রকল্পের অধীনে সহ হিসাবরক্ষক আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ১২ জুন ২০২৩ তারিখ।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত২৪.০৫.২০২৩
ইন্টারভিউ তারিখ১২.০৬.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.

Leave a comment