জেলায় Group-C পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত, বেতন 22,700 টাকা | Purba Medinipur Group-C Recruitment 2022

Purba Medinipur Group-C Recruitment 2022: পশ্চিমবঙ্গের ময়না রামকৃষ্ণন অ্যাসোসিয়েশানের তরফে ক্লার্ক কাম টাইপিস্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করতে হলে আবেদনকারীদের মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং কম্পিউটারে 40 টি ওয়ার্ড টাইপিং করা অভিজ্ঞতা থাকতে হবে। Moyna Ramakrishnayan Association Recruitment 2022 তে কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাMoyna Ramakrishnayan Association
পদের নামClerk -cum-Typist
মোট শূন্যপদ01 টি
শিক্ষাগত যোগ্যতামাধ্যমিক পাস
আবেদনের শেষ তারিখ29.11.2022
স্থানপূর্ব মেদিনপুরে
ওয়েবসাইটthemraindia.org

পূর্ব মেদিনপুর জেলায় গ্রুপ সি পদে নিয়োগ ২০২২ | Purba Medinipur Group-C Recruitment 2022

পদের নাম – Post Name

Moyna Ramakrishnayan Association Recruitment 2022 -তে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো – Clerk -cum-Typist।

মোট শূন্যপদ – Purba Medinipur Group-C Recruitment Total Vacancy

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট 01 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতাPurba Medinipur Group-C Recruitment Education Qualification

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং টাইপিং স্পীডে অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – Purba Medinipur Group-C Age Limit

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারীদের সবোর্চ্চ বয়সসীমা 18 থেকে 40 বছরের মধ্যে হতে। এছাড়াও চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন – Moyna Ramakrishnayan Association Recruitment 2022 Salary

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারীদের প্রতিমাসে 22,700/- থেকে 58,500/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি – Purba Medinipur Group-C Recruitment Apply Process 2022

আগ্ৰাহী প্রার্থীদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আগ্ৰাহী প্রার্থীরা নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানা আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Moyna Ramakrishnayan Association, Vill- Harkulibhanderchak, PO & PS-Moyna, Dist.- Purba Medinipur, Pin- 721629(WB), India

আবেদনের শেষ তারিখ – Application Last Date

ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী 29.11.2022 তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত08.11.2022
আবেদন শুরু08.11.2022
আবেদনের শেষ তারিখ29.11.2022

প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links

  • অফিশিয়াল নোটিস – Download PDF
  • অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
  • আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here

নতুন চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment