Purba Medinipur Ramakrishna Sikshamandir High School Recruitment 2023: পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার রামকৃষ্ণ শিক্ষা মন্দির স্কুলে তরফে বিভিন্ন বিষয়ে Assistant Teacher পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 04 টি শূন্যপদ রয়েছে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Ramakrishna Sikshamandir |
পদের নাম | Assistant Teacher |
মোট শূন্যপদ | 04 টি |
বেতন | নিয়ম অনুযায়ী |
আবেদন পদ্ধতি | অফলাইনে |
স্থান | পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | উল্লেখ নেই |
টেলিগ্ৰাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
Ramakrishna Sikshamandir High School Recruitment 2023
পদের নাম (Post Name)
পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার রামকৃষ্ণ শিক্ষা মন্দির স্কুলে Assistant Teacher পদে নিয়োগ করা হবে। এবং যে সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হলো – Any Subject, English, Computer, Primary.
মোট শূন্যপদ (Total Vacancy)
পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার রামকৃষ্ণ শিক্ষা মন্দির স্কুলে সবমিলিয়ে মোট 04 টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
Purba Medinipur Ramakrishna Sikshamandir High School Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে B.A/B.Sc সহ D.El.Ed কোর্স পাশ করে থাকতে হবে এবং Assistant Teacher (Computer) পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে BCA/B.Ed. করে থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার রামকৃষ্ণ শিক্ষা মন্দিরে Assistant Teacher (Any Subject) পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ 30 বছর বয়সে মধ্যে হতে হবে এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সবোর্চ্চ 25 বছর বয়সে মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)
আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে প্রার্থীরা রামকৃষ্ণ শিক্ষা মন্দির স্কুলে গিয়ে আবেদনপত্রটি সংগ্ৰ করতে হবে। তারপরে প্রার্থীরা সঠিক ভাবে ফিলাপ করে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে নিচে উল্লেখিত ঠিকানা আবেদনপত্রটি জমা দিতে হবে।

আবেদনপএ জমা দেওয়ার ঠিকানা
Ramkrishna Sikshamandir (High School),Egra Purba Medinipur
আবেদনে শেষ তারিখ (Purba Medinipur Ramakrishna Sikshamandir High School Recruitment 2023 Last Date)
Ramkrishna Sikshamandir High School Recruitment 2023 তে প্রার্থীরা 09 জানুয়ারি 2023 তারিখ আবেদনপত্র জমা দিতে পারবেন এবং প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে 12 জানুয়ারি 2023 তারিখ।
নিয়োগ পদ্ধতি (Selection Process)
আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের প্রথমে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। তারপরে প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে পুরো খবরটি পড়ুন।
গুরুত্বপূর্ণ তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | 31.12.2022 |
আবেদন শেষ তারিখ | 09.1.2023 |
ইন্টারভিউয়ের তারিখ | 12.1.2023 |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিশিয়াল নোটিস – Download PDF
- আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ – Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
F.A.Q
পূর্ব মেদিনীপুর রামকৃষ্ণ শিক্ষামন্দির হাই স্কুলে কত গুলি শূন্যপদ আছে?
পূর্ব মেদিনীপুর রামকৃষ্ণ শিক্ষামন্দির হাই স্কুলে মোট 04 টি শূন্যপদ আছে।
Ramakrishna Sikshamandir High School Recruitment 2023 তে আবেদনপএ জমা দেওয়ার শেষ তারিখ কত?
Ramakrishna Sikshamandir High School Recruitment 2023 তে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো 9.01.2023।
Purba Medinipur Ramakrishna Sikshamandir High School Recruitment 2023 এর প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া তারিখ কত?
Purba Medinipur Ramakrishna Sikshamandir High School Recruitment 2023 এর প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া তারিখ হলো 12.01.2023।