Purulia District Tasar Bandhu Recruitment 2022: পশ্চিমবঙ্গের রেশমশিল্প দপ্তরের মাধ্যমে “তসর বন্ধু” পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় পুরুলিয়া – 1 ব্লকে ‘তসর বন্ধু’ পদে নিয়োগ করা হবে। এখানে চাকরি প্রার্থীরা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করা সুযোগ পাবেন।যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া রয়েছে সেখান থেকে আপনার ভালো করে জেনে নেবেন।
নিয়োগ সংস্থা | Govt Of West Bengal |
পদের নাম | তসর বন্ধু |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাস |
মোট শূন্য পদ | 1 টি |
আবেদন শেষ তারিখ | 02.08.2022 |
স্থান | পুরুলিয়া |

Purulia District Tasar Bandhu Recruitment 2022 Notification
পদের ~ এখানে চাকরি প্রার্থীদের যে পদে নিয়োগ করা হবে সেটি হল – তসর বন্ধু।
মোট শূন্যপদ ~ এখানে মোট 1 টি শূন্য পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস।
বয়সসীমা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 25 থেকে 45 বছরের মধ্যে। এখানে বয়সের হিসাব ধরা হবে 01.01.2022 তারিখ অনুযায়ী।
বেতন ~ এখানে চাকরি করলে চাকরি প্রার্থীদের প্রতিমাসে 5,000/- টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (How To Apply Purulia District Tasar Bandhu Recruitment 2022)
যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীরা নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করে ভালো করে পূরন করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানা পাঠাতে হবে। এবং মুখ বন্ধ খামের উপরে বড় হাতে লিখতে হবে পদের নাম।
আবেদনপত্র সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন ~
- মাধ্যমিকের এডমিট কার্ড ও মার্কশিট।
- আধার কার্ড অথবা ভোটার কার্ড।
- সেরিকালচার প্রশিক্ষণের শংসাপত্র (যদি থাকে)।
- তসর পরিবারভুক্ত কিনা তার শংসাপত্র।
- অন্য কোন অভিজ্ঞতা সার্টিফিকেট।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা ~ আবেদনপত্রটি জমা করতে হবে পুরুলিয়া জেলা – 1 নং ব্লক অফিসে।
ইন্টারভিউয়ের তারিখ ~ এখানে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া 11.08.2022 তারিখ সকাল 11 টা মধ্যে। পুরুলিয়া -1 নং ব্লক অফিসে ইন্টারভিউ নেওয়া হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ~ চাকরি প্রার্থীরা 02.08.2022 তারিখ বিকাল 4 টা পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।
নিয়োগ পদ্ধতি (Purulia District Tasar Bandhu Recruitment 2022 Selection Process)
এখানে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। এবং চাকরি প্রার্থীদের পুরুলিয়া -1 নং ব্লক অফিসে স্থায়ী বাসিন্দা হতে হবে । এবং চাকরি প্রার্থীদের তসর পরিবারভুক্ত হতে হবে।
নিয়োগ স্থান ~ পুরুলিয়া জেলার পুরুলিয়া -1 নং ব্লক এলাকায় তসর বন্ধু পদে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক (Purulia District Tasar Bandhu Recruitment 2022 Dates & Links)
বিজ্ঞপ্তি প্রকাশিত | 21.08.2022 |
আবেদন শুরু | 25.07.2022 |
আবেদন শেষ তারিখ | 02.08.2022 |
অফিশিয়াল নোটিস | Download PDF |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক | Join Here |
আরো পড়ুন ~
- বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
- পঞ্চম শ্রেণী পাসে রেশম শিল্প দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগ ২০২২
- জেলা সাস্থ্য সমিতিতে গ্রুপ সি পদে নিয়োগ ২০২২
1 thought on “পশ্চিমবঙ্গে তসর বন্ধু পদে নিয়োগের বিজ্ঞপ্তি ২০২২ | Purulia District Tasar Bandhu Recruitment 2022”