সিধু-কানু-বির্শা ইউনিভার্সিটি-তে নিয়োগ – বেতন ৫৭,৭০০ টাকা থেকে শুরু | Purulia Sidho-Kanho-Birsha University Recruitment 2023

Purulia Sidho-Kanho-Birsha University Recruitment 2023: পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলার সিধো কানো বিরসা বিশ্ববিদ্যালয়ের তরফে প্রফেসর, অ্যাসোসিয়েন্ট প্রফেসর সহ আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 24 টি শূন্যপদে নিয়োগ করা হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী 20.01.2023 তারিখ পর্যন্ত। এখানে প্রার্থীরা কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাPurulia Sidho-Kanho-Birsha University
পদের নামপ্রফেসর, অ্যাসোসিয়েন্ট সহ আরো অন্যান্য
মোট শূন্যপদ24 টি
বেতন57,700 – 1,44,200/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন পদ্ধতিঅফলাইনে
স্থানপুরুলিয়া, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটwww.skbu.ac.in
টেলিগ্ৰামJoin Here

সিধু-কানু-বির্শা ইউনিভার্সিটি-তে নিয়োগ ২০২৩

পদের নাম – Post Name

Purulia Sidho-Kanho-Birsha University Recruitment 2023 তে যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি নিচের তালিকায় উল্লেখিত রয়েছে।

  • Professor
  • Associate Professor
  • Assistant Professor

মোট শূন্যপদ – Total Vacancy

পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলার সিধো কানো বিরসা বিশ্ববিদ্যালয়ের তরফে সব মিলিয়ে মোট 24 টি শূন্য পদ রয়েছে। সেগুলি নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামমোট শূন্যপদ
Professor07 টি
Associate Professor11 টি
Assistant Professor06 টি

শিক্ষাগত যোগ্যতা – Purulia Sidho-Kanho-Birsha University Recruitment 2023 Educational Qualification

Purulia Sidho-Kanho-Birsha University Recruitment 2023 তে প্রফেসর, অ্যাসোসিয়েন্ট প্রফেসর পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি করে থাকতে হবে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ও নেট/সেট পরীক্ষায় পাশ করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীরা সংশ্লিষ্ট বিষয়ে 8-10 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – Purulia Sidho-Kanho-Birsha University Recruitment 2023 Age Limit

Purulia Sidho-Kanho-Birsha University Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ 40 বছর বয়সে কম হতে হবে এবং এখানে বয়সের হিসাব ধরা হবে 1 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী। এছাড়াও প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন – Salary

Purulia Sidho-Kanho-Birsha University Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে সেগুলি নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামবেতন (₹)
Professor1,44,200/-
Associate Professor1,31,400/-
Assistant Professor57,700/-

আবেদন পদ্ধতি – Purulia Sidho-Kanho-Birsha University Recruitment 2023 Apply Process

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীরা সরাসরি নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিশিয়াল নোটিস থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে নির্দিষ্ট সময়ে মধ্যে সঠিক ঠিকানা আবেদনপত্রটি জমা দিতে হবে।

আবেদন ফি – Application Fee

Purulia Sidho-Kanho-Birsha University Recruitment 2023 তে Professor পদে আবেদন করা জন্য জেনারেল প্রার্থীদের আবেদন ফি হিসেবে 5000/- টাকা এবং অন্যান্য প্রার্থীদের জন্য 2000/- টাকা। Associate Professor পদে আবেদন করা জন্য জেনারেল প্রার্থীদের আবেদন ফি জমা দিতে হবে 3000/- টাকা এবং অন্যান্য প্রার্থীদের জন্য 1500/- টাকা। Assistant Professor পদে আবেদন করা জন্য জেনারেল প্রার্থীদের আবেদন ফি হিসেবে জমা দিতে হবে 2000/- টাকা এবং অন্যান্য প্রার্থীদের জন্য 1000/- টাকা। বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিস টি দেখুন।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

Office of the Registrar, Sidho-Kanho-Birsha University, Ranchi Road, Purulia-723104, West Bengal

আবেদনে শেষ তারিখ – Purulia Sidho-Kanho-Birsha University Recruitment 2023 Last Date

পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলার সিধো কানো বিরসা বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 21.12.2022 তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে 20.01.2023 তারিখ।

গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত21.12.2022
আবেদন শুরু21.12.2022
আবেদনে শেষ তারিখ20.01.2023

প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links

  • অফিশিয়াল নোটিস – Download PDF
  • অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
  • আবেদনে লিঙ্ক – Apply Here
  • আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

FAQ

Purulia Sidho-Kanho-Birsha University Recruitment 2023 তে কত গুলি শূন্যপদ আছে?

Purulia Sidho-Kanho-Birsha University Recruitment 2023 তে মোট 24 টি শূন্যপদ আছে।

Purulia Sidho-Kanho-Birsha University Recruitment 2023 তে আবেদন শেষ তারিখ কত?

Purulia Sidho-Kanho-Birsha University Recruitment 2023 তে আবেদন শেষ তারিখ হলো 20.01.2023।

Purulia Sidho-Kanho-Birsha University Recruitment 2023 তে প্রার্থীরা এখানে কি ভাবে আবেদন করবেন?

Purulia Sidho-Kanho-Birsha University Recruitment 2023 তে প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment