R.G Kar মেডিকেলে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ৬৭,০০০ টাকা পর্যন্ত

Photo of author

By banglaportal.in

R.G Kar Medial College Recruitment 2023: পশ্চিমবঙ্গের বেকারদের জন্য আবারও কাজের সুযোগ। মোটা অংকের বেতনের চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অফিসিয়াল ভাবে আর জি কর মেডিকেল কলেজ এর তরফ থেকে রিসার্চ সায়েন্টিস্ট, ল্যাবরেটরি টেকনোলজিস্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করানো হবে। কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা লাগবে, বয়স কত, আবেদন মূল্য কত টাকা লাগবে, বেতন কত, নিয়োগ কিভাবে করানো হবে বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন।

নিয়োগ সংস্থাR.G Kar Medical College
পদের নামResearch Scientists & Laboratory Technologists
মোট শূন্যপদ২ টি
বেতন (₹)২০,০০০ – ৬৭,০০০/-
চাকরির ধরনসরকারি
আবেদন মোডঅফলাইন
স্থানকলকাতা, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটwbhealth.gov.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

আর জি কর মেডিকেল কলেজে কর্মী নিয়োগ ২০২৩ (R.G Kar Medical College Recruitment 2023)

পদের নাম (Post Name)

এখানে Research Scientists এবং Laboratory Technologists পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

মোট শূন্যপদ (Total Vacancy)

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ২ টি শূন্যপদে Research Scientists এবং Laboratory Technologist পদে নিয়োগ করানো হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে Research Scientists পদে আবেদন করার জন্য প্রার্থীকে Post Graduation / Ph.D in Life Science or Biology পাশ করে থাকতে হবে এবং Laboratory Technologists পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই DMLT, B.Sc in MLT পাশ করে থাকতে হবে তাহলে আবেদনের যোগ্য।

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদন করার জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩০ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। পদ অনুযায়ী সর্বোচ্চ বয়স ভিন্ন রয়েছে,বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

বেতন (Salary)

এখানে Research Scientists পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৬৭,০০০/- টাকা বেতন দেওয়া হবে এবং Laboratory Technologists পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ২০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

R.G Kar Medial College Recruitment 2023

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম ডাউনলোড করুন। সেই ফর্ম টি কে ভালোভাবে পূরণ করুন। আবেদন ফর্মের সাথে আপনার বায়োডাটা সহ প্রয়োজনীয় ডকুমেন্টস এবং আপনার দুই কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে সশরীরে নিচের দেওয়া ঠিকানায় আপনার আবেদন পত্রটি জমা করে আসুন, আগামী ৪ এপ্রিল ২০২৩ ইন্টারভিউ নেওয়া হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)

  • আঁধার কার্ড
  • ভোটার কার্ড
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • বায়োডাটা
  • পাসপোর্ট সাইজ ফটো

আবেদন মূল্য (Application Fee)

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার জন্য কোনো আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

এখানে যেহেতু সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করানো হবে তাই ইন্টারভিউ হবে আগামী ৪ এপ্রিল ২০২৩ তারিখ।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করানো হবে। নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত আরও তথ্য জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত৩১.০৩.২০২৩
ইন্টারভিউ তারিখ০৪.০৪.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.