Rabindra Bharati University Research Assistant Recruitment 2023: পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য আরো একটি নতুন চাকরি খবর। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এর পক্ষ থেকে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে Research Assistant ও Field Investigator পদে নিয়োগ করা হবে এবং সব মিলিয়ে মোট ০৩ টি শূন্যপদ রয়েছে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে আগামী ৮এই জুন ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। কিভাবে আপনার আবেদন করবেন এবং আবেদন করা জন্য কি কি যোগ্যতা প্রয়োজন এই নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Rabindra Bharati University |
---|---|
পদের নাম | Research Assistant, Field Investigator |
মোট শূন্যপদ | ০৩ টি |
বেতন (₹) | ১৫,০০০/- থেকে ১৬,০০০/- |
আবেদন মোড | অনলাইন |
স্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | www.rbu.ac.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে কর্মী নিয়োগ ২০২৩ (Rabindra Bharati University Recruitment 2023)
পদের নাম (Post Name)
এখানে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি পক্ষ থেকে Research Assistant, Field Investigator পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ০৩ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী নিচে ছকে শূন্যপদে সংখ্যা বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
পদের নাম | মোট শূন্যপদ |
---|---|
Research Assistant | ০১ টি |
Field Investigator | ০২ টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এখানে Research Assistant পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো UGC স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে Ph.D/M.Phil অথবা স্নাতকোত্তর ৫৫ শতাংশ নাম্বার নিয়ে পাস করে থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য এবং Field Investigator পদে আবেদন করা জন্য প্রার্থীদের সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর ৫৫ শতাংশ নাম্বার নিয়ে পাস করে থাকতে হবে।
বেতন (Salary)
Rabindra Bharati University Research Assistant Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে যে পরিমাণ বেতন দেওয়া হবে সেগুলি নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
পদের নাম | বেতন (₹) |
---|---|
Research Assistant | ১৬,০০০/- |
Field Investigator | ১৫,০০০/- |
আবেদন পদ্ধতি (Apply Process)

রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এর Research Assistant এবং Field Investigator পদে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা জন্য প্রথমে www.rbu.ac.in অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপরে অনলাইনে আবেদনপত্র পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে আবেদন মূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
আবেদন মূল্য (Application Fee)
Research Assistant পদে আবেদন করা জন্য প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ২০০/- টাকা ধার্য করা হয়েছে। Field Investigator পদে আবেদন করা জন্য প্রার্থীদের ১০০/- টাকা আবেদন মূল্য হিসেবে দিতে হবে।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এর Research Assistant এবং Field Investigator পদে অনলাইনে মাধ্যমে আবেদনে করার শেষ তারিখ হলো ০৮ জুন ২০২৩।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২২.০৫.২০২৩ |
আবেদন শুরু | ২২.০৫.২০২৩ |
আবেদন শেষ | ০৮.০৬.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট: rbu.ac.in
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |