সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে RSMSN গার্লস স্কুলে টিচার নিয়োগ ২০২৩

Ramakrishna Sarada Mission Sister Nivedita Girls School Recruitment 2023: পশ্চিমবঙ্গ জেলার রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস হাইস্কুলে Secondary & Higher Secondary তে বিভিন্ন বিষয়ে Ledy Teacher পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রার্থীরা গ্ৰ্যাজুয়েট পাশ সহ B.ed পাস করে থাকতে হবে। এখানে প্রার্থীরা অনলাইনে অথবা অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাRamakrishna Sarada Mission Sister Nivedita Girls School
পদের নামLady Teacher (Secondary & Higher secondary)
মোট শূন্যপদবিভিন্ন
বেতননিয়ম অনুযায়ী
আবেদন পদ্ধতিঅনলাইন অথবা অফলাইন
স্থানকলকাতা, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটsisterniveditagirlsschool.org
টেলিগ্ৰামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস হাইস্কুলে নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

পশ্চিমবঙ্গে জেলার রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস হাইস্কুলে Ledy Teacher (Secondary & Higher secondary) পদে নিয়োগ করা হচ্ছে। এখানে যে সব বিষয়ে নিয়োগ করা হবে সেগুলি নিচের তালিকায় উল্লেখিত রয়েছে

  • Physics
  • Chemistry
  • Mathematics
  • Biology
  • Psychology
  • Statistics
  • Computer Science
  • Nutrition
  • Computer Application
  • Bengali
  • English
  • Sanskrit
  • Pol.Science
  • Geography
  • History
  • Education
  • Sociology
  • Economics
  • Accountancy
  • Business Studies
  • Costing & Taxation

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

Ramakrishna Sarada Mission Sister Nivedita Girls’school Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোন বিষয়ে গ্ৰ্যাজুয়েট পাশ সহ B.ed করে থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কোনো বয়সসীমা এর কথা উল্লেখ করা নেই।

আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনে অথবা অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীরা প্রথমে একটি এপ্লিকেশন লিখবেন তারপরে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বায়োডাটা সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো এপ্লিকেশন যুক্ত করে প্রার্থীরা sisterniveditaoffice@gmail.Com -এ ইমেইল আইডি মাধ্যমে পাঠাতে পারবেন অথবা স্কুলের পোস্ট বক্স জমা দিতে পারবেন।

Ramakrishna Sarada Mission Sister Nivedita Girls School Recruitment 2023

আবেদনে শেষ তারিখ (Application Last Date)

রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস হাইস্কুলে আগ্ৰহী প্রার্থীরা ৩০ শে জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে অথবা অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত
আবেদনে শেষ তারিখ৩০,০১,২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিশিয়াল নোটিস – Download PDF
  • অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
  • আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group

আরো পড়ুন ~

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment