Ration Card Category Change Online 2023: পশ্চিমবঙ্গে নানা ধরনের রেশন কার্ড রয়েছে। যেমন RKYS-1, RKSY-2, SPHH, PHH, GEN এবং AA ইত্যাদি। পরিবারের বা উপবক্তার আর্থিক দিক অনুযায়ী রেশন কার্ডের ক্যাটাগরি নির্ধারিত হয়। আপনার যদি RKYS-1, RKSY-2 বা GEN ক্যাটাগরির রেশন কার্ড থেকে থাকে তাহলে সেটিকে নিজের মোবাইল থেকে অনলাইনের মাধ্যমে SPHH বা PHH কিংবা AAY ক্যাটাগরির রেশন কার্ডে পরিবর্তন করতে পারবেন।
করোনা মহারির সময় থেকেই সরকার থেকে বিনা মূল্যে রেশন দ্রব্য বিনা মূল্যে প্রদান করা হচ্ছে। রেশন কার্ড সুদু মাত্র রেশন দ্রব্য বিনামূল্যে ক্রয় করা ছাড়াও আরো অনেক জায়গায় আইডি কার্ড হিসাবেও ব্যাবহার হয়ে থেকে। আপনি আপনার রেশন কার্ডের ক্যাটাগরি কিভাবে পরিবর্তন করবে এবং কিভাবে নিজের বা পরিবারের রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবেন এই বিষয়ে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার পদ্ধতি (Ration Card Category Change Online 2023)

বর্তমানে RKYS-1, RKSY-2 বা GEN ক্যাটাগরির রেশন কার্ড যাদের রয়েছে তাদের মধ্যে অনেকেরই কিছু না করেই SPHH বা PHH কিংবা AAY ক্যাটাগরির রেশন কার্ডে পরিবর্তিত হয়েগেছে। আপনার রেশন কার্ডের ক্যাটাগরি যদি পরিবর্তন না হয়ে থাকেন তাহলে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করে পরিবর্তন করতে পারবেন।
- প্রথমে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- মোবাইল নম্বর দিয়ে লগইন করুন।
- এরপর Apply Form 8 তে ক্লিক করুন।
- অনলাইন ফর্মটি পূরণ করলেই কাজ হয়ে যাবে।
- এরপর Application Status Check তে ক্লিক করে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে ও ডাউনলোড করতে পারবেন।
রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার পদ্ধতি (Ration Card Status Check Online)
রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তিত হলে মোবাইলে ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। কোনো কারণে আপনারা মোবাইলে যদি ম্যাসেজ না এসে থাকে তাহলে অনলাইনে আপনি আপনার রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন। মোবাইলের মাধ্যমে অনলাইনে রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন।
- প্রথমে wbpds.wb.gov.in ওয়েবসাইটে যান।
- তারপর Search Your Digital Ration Card তে ক্লিক করুন।
- আপনার রেশন কার্ডের নম্বর দিন।
- আপনার রেশন কার্ডের ক্যাটাগরি বেছে নিন।
- ক্যাপচার কোড পূরণ করে Search তে ক্লিক করুন।
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- রেশন কার্ড ক্যাটাগরি পরিবর্তন: Click Here
- রেশন কার্ডের স্ট্যাটাস চেক: Click Here
- খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- পশ্চিমবঙ্গের চাকরির খবর: View Jobs
- আমাদের টেলিগ্রাম: Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group