RCFL Recruitment 2023: পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় কেমিক্যালস এন্ড ফার্টিলাইজার লিমিটেডের তরফে Operator (Chemical) Trainee, Technician Trainee সহ আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 248 টি শূন্যপদ রয়েছে। এখানে প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী 16 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL) |
---|---|
পদের নাম | Operator (Chemical) Trainee, Technician Trainee সহ আরো অন্যান্য। |
মোট শূন্যপদ | 248 টি |
বেতন | 22,000/- থেকে 60,000/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
স্থান | পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | www.rcfltd.com |
টেলিগ্ৰাম | Join Here |
রাষ্ট্রীয় কেমিক্যালস এন্ড ফার্টিলাইজার লিমিটেডে নিয়োগ ২০২৩ (RCFL Recruitment 2023)
পদের নাম – Post Name
RCFL Recruitment 2023 তে প্রার্থীদের যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
- Operator (Chemical) Trainee
- Technician Trainee
- X-RAY Technician
মোট শূন্যপদ – Total Vacancy
RCFL Recruitment 2023 তে সবমিলিয়ে মোট 248 টি শূন্যপদ রয়েছে। সেগুলি নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে
পদের নাম | মোট শূন্যপদ |
---|---|
Operator (Chemical) Trainee | 181 টি |
Technician Trainee | 66 টি |
X-RAY Trainee | 1 টি |
শিক্ষাগত যোগ্যতা – RCFL Operator Chemical Trainee Recruitment 2023 Educational Qualification
RCFL Recruitment 2023 তে Operator (Chemical) Trainee, Technician Trainee পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হতে হবে যে কোন বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে Digree/Diploma করে থাকতে হবে এবং X-RAY Technician পদে আবেদন করা জন্য প্রার্থীর যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা করে থাকতে হবে তাহলে প্রার্থীরা এখানে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।
বয়সসীমা – RCFL Operator Chemical Trainee Recruitment 2023 Age Limit
RCFL Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ 29 বছরের মধ্যে হতে হবে এবং প্রার্থীদের এখানে বয়সের হিসাব ধরা হবে 1 ডিসেম্বর 2022 তারিখ অনুযায়ী। এছাড়াও প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন – RCFL Operator Chemical Trainee Recruitment 2023 Last DateSalary
RCFL Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রার্থীদের প্রতিমাসে 22,000/- থেকে 60,000/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি – RCFL Recruitment 2023 Apply Online
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীরা সরাসরি নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রার্থীরা রেজিস্ট্রেশন করা সময় যেন বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি – RCFL Operator Chemical Trainee Recruitment 2023 Application Fee
RCFL Recruitment 2023 তে আবেদন করা জন্য GEN/OBC/EWS প্রার্থীদের আবেদন ফি হিসেবে দিতে হবে 700/- টাকা এবং SC/ST প্রার্থীদের জন্য কোন রকম আবেদন ফি জমা দেওয়ার প্রয়োজন নেই। প্রার্থীরা এখানে Net Banking, Credit card, Debit card এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।
আবেদনে শেষ তারিখ – RCFL Operator Chemical Trainee Recruitment 2023 Last Date
ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী 16 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি – RCFL Operator Chemical Trainee Recruitment 2023 Selection Process
এখানে প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে ওই লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ট্রেড টেস্ট নেওয়া হবে তারপরে মেডিকেল ফিটনেস টেস্ট ও ডকুমেন্টস ভেরিফিকেশন মাধ্যমে নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে পুরো খবরটি পড়ুন।
গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 30.12.2022 |
আবেদন শুরু | 30.12.2022 |
আবেদনে শেষ তারিখ | 16.01.2023 |
প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links
- অফিশিয়াল নোটিস ১ – Download PDF
- অফিসিয়াল নোটিস ২ – Download PDF
- অফিসিয়াল নোটিস ৩ – Download PDF
- অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
- আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group
অন্যান্য চাকরির খবর
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
F.A.Q
RCFL Recruitment 2023 তে কত গুলি শূন্যপদ আছে?
RCFL Recruitment 2023 তে মোট 248 টি শূন্যপদ আছে।
RCFL Recruitment 2023 তে প্রার্থীরা কি ভাবে আবেদন করবেন?
RCFL Recruitment 2023 তে প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করবেন।
RCFL Recruitment 2023 তে আবেদন শেষ তারিখ কত?
RCFL Recruitment 2023 তে আবেদন শেষ তারিখ হলো 16.1.2023।