RECPDCL Job Vacancy 2023: ভারতের REC Power Development and Consultancy Limited এর পক্ষে থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট ৬০টি শূন্যপদে Executive এবং Assistant Executive নিয়োগ করা হবে। আগ্রহী পার্থী এখানে আগামী ২৭এই ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। RECPDCL Recruitment 2023-তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | REC Power Development and Consultancy Limited (REC PDCL) |
---|---|
পদের নাম | Executive ও Assistant Executive |
মোট শূন্যপদ | ৬০ টি |
বেতন (₹) | ৬২,০০০ – ১,১২,০০০ |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | www.recpdcl.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
RECPDCL-তে নিয়োগ ২০২৩ (RECPDCL Job Vacancy 2023)
পদের নাম (Post Name)
এখানে REC PDCL-তে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। প্রতিটি পদের নাম নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।
- Executive (Tech.) (Power System Expert)/ L4
- Executive (Tech.) (IT Expert)/ L4
- Dy. Executive (Tech.) (Utility Coordinator)/ L3
- Assistant Executive (Tech.) (Utility Engineer)/ L2
মোট শূন্যপদ (Total Vacancy)
RECPDCL Recruitment 2023-তে সব মিলিয়ে মোট ৬০টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচের ছকে দেওয়া হয়েছে।
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
Executive (Tech.) (Power System Expert)/ L4 | ০১ টি |
Executive (Tech.) (IT Expert)/ L4 | ০১ টি |
Dy. Executive (Tech.) (Utility Coordinator)/ L3 | ১২ টি |
Assistant Executive (Tech.) (Utility Engineer)/ L2 | ৪৬ টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
REC PDCL Job Vacancy 2023-তে প্রতিটি পদে আবেদন করার জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। এখানে যথাক্রমে B.E/B.Tech/Diploma করা থাকলেই আবেদন করতে পারবেন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
বয়সসীমা (Age Limit)
এখানে প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বোয়াসিমা রয়েছে। পদ অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা নিচের ছকে দেওয়া হয়েছে। এছাড়ও এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড় দেওয়া হবে।
পদের নাম | সর্বোচ্চ বয়সসীমা |
---|---|
Executive (Tech.) (Power System Expert)/ L4 | ৪৫ বছর |
Executive (Tech.) (IT Expert)/ L4 | ৪৫ বছর |
Dy. Executive (Tech.) (Utility Coordinator)/ L3 | ৪০ বছর |
Assistant Executive (Tech.) (Utility Engineer)/ L2 | ৩৫ বছর |
বেতন (Salary)
REC Executive Recruitment 2023-তে নির্বাচিত পর্থদের প্রতিমাসে ৬২,০০০/- টাকা থেকে শুরু করে ১,১২,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। পদ অনুযায়ী বেতনের পরিমাণ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
আবেদন পদ্ধতি (RECPDCL Recruitment 2023 Apply Online)
আগ্রহীও যোগ্যত এখানে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে REC Power Development and Consultancy Limited এর অফিসিয়াল ওয়েবসাইট www.recpdcl.in এর Career পৃষ্ঠায় যেতে হবে। এখানে আবেদন করার পদক্ষেপগুলি নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।

- প্রথমে www.recpdcl.in ওয়েবসাইটের ক্যারিয়ার বিভাগে যান।
- এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্টেশন করুন।
- ইমেইল আইডি, মোবাইল নম্বর ও জন্ম তারিখ পরে বদলানো যাবে না। তাই সঠিক ভাবে পূরণ করুন।
- ইমেইল আইডি ভেরিফাই করে লগইন করুন।
- পছন্দের পদে আবেদন করুন।
- অনলাইন আবেদনপত্র পূরণ করুন।
- এরপর রগিন ফটো ও সিগনেচার আপলোড করুন (Size:10-100kb)
- আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত/প্রিন্ট করে রাখুন।
আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
আগ্রহী ও যোগ্য প্রার্থী এখানে আগামী ২৭এই ফেব্রুয়ারি ২০২৪ (সোমবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী চাকরি প্রার্থীদের প্রথমে শর্ট লিস্ট তৈরি করা হবে। এই লিস্ট অনুযায়ী প্রার্থীদের কর্পোরেট অফিস, REC PDCL-এ বা পরিচালনার সিদ্ধান্ত অনুযায়ী অনলাইন মোডের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার জন্য ডাকা হবে। REC PDCL যোগ্যতার মাপকাঠি পূরণ করে আরও আবেদন প্রাপ্তির ক্ষেত্রে উচ্চতর মানদণ্ড গ্রহণ করতে পারে। যোগ্যতার ক্রম অনুসারে উপযুক্ত প্রার্থীদের বাগদানের প্রস্তাব জারি করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০১.০২.২০২৩ |
আবেদন শুরু | ০১.০২.২০২৩ |
আবেদন শেষ | ২৭.০২.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট: recpdcl.in
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |