পশ্চিমবঙ্গের রেশমশিল্প দপ্তরে গ্ৰুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে একাধিক শূন্য পদে নিয়োগ করা হবে।যে সমস্ত চাকরিপ্রার্থী পঞ্চম শ্রেণী পাস করে সরকারি চাকরি পারছেন না তারা এখানে আবেদন করা সুযোগ পাবেন। এখানে পুরুষ ও মহিলা সকলে আবেদন করা সুযোগ পাবেন।যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই নিচে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া রয়েছে সেখান থেকে আপনার ভালো করে জেনে নেবেন।
নিয়োগ সংস্থা | Govt Of West Bengal |
পদের নাম | রেশমশিল্প দপ্তরে গ্ৰুপ ডি পদে নিয়োগ করা হবে। |
শিক্ষাগত যোগ্যতা | পঞ্চম শ্রেণী পাস |
মোট শূন্যপদ | 15 টি |
আবেদন শেষ তারিখ | 03.08.2022 |
স্থান | বহরমপুর, মুর্শিদাবাদ |

রেশমশিল্প দপ্তরে নিয়ো ২০২২ বিজ্ঞপ্তি
পদের নাম ~ এখানে চাকরি প্রার্থীদের যে পদে নিয়োগ করা হবে সেটি হল – রেশম দপ্তরে গ্ৰুপ ডি পদে।
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে চাকরি প্রার্থীরা পঞ্চম শ্রেণী পাস করে থাকলে আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ ~ এখানে মোট 15 টি শূন্য পদ রয়েছে। এবং সেন্ট্রাল নার্সারিতে 5 জন, সেরিকালচার ট্রেনিং ইনস্টিটিউটে 10 জন।
বয়সসীমা ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এখানে বয়সের হিসাব ধরা হবে 01.07.2022 তারিখ অনুযায়ী।
কাজের মান ~ এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীদের মাঠের যেকোনো কাজ জানা থাকতে হবে। যেমন পশু পালন, কোদাল দিয়ে মাটি খোঁড়া,রেশম বীজের উৎপাদন,গাছ ছাটাই সহ ইত্যাদি কাজ জানতে হবে।
ভাতা ~ এখানে চাকরি প্রার্থীদের দৈনিক মজুরির কাজ করানো হবে।
আবেদন পদ্ধতি
যেহেতু চাকরি প্রার্থীরা অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করে ভালো করে ফিলাপ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে। নির্দিষ্ট ঠিকানা পাঠাতে হবে।
আবেদন সময় যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন ~
- বয়সের প্রমানপএ।
- ভোটার কার্ড।
- আধার কার্ড।
- স্থায়ী বাসিন্দা প্রমান পএ।
- গ্ৰাম পঞ্চায়েতের প্রধানের থেকে প্রদও সাক্ষর।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা ~ এখানে চাকরি প্রার্থীরা আবেদন পত্র টি জমা করতে হবে উপর – অধিকর্তা রেশমশিল্প দপ্তর, 1 নং ক্যান্টমেন্ট রোড, পোস্ট – বহরমপুর, জেলা – মুর্শিদাবাদ,পিন – 742101।
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ~ এখানে চাকরি প্রার্থীরা 03.08.2022 তারিখ বিকাল 4 টা পর্যন্ত আবেদন পত্রটি পাঠাতে পারবেন।
নিয়োগ পদ্ধতি
এখানে আবেদনকারী চাকরি পর্থীদর কোনোরকম লিখিত পরীক্ষা দেবার প্রয়োজন নেই। এখানে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক
বিজ্ঞপ্তি প্রকাশিত | 19.07.2022 |
আবেদন শুরু | 19.07.2022 |
আবেদন শেষ তারিখ | 03.08.2022 |
অফিশিয়াল নোটিস | Download PDF |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক | Join Here |
আরো পড়ুন ~
- জেলা স্বাস্থ্য সমিতিতে গ্রুপ-সি পদে নিয়োগ ২০২২
- আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত ২০২২
- মাধ্যমিক পাসে টেলিকলার নিয়োগ ২০২২
- বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
আরো চাকরি দেখুন 👇
রেশমশিল্পে নিয়োগের শেষ তারিখ কত?
রেশমশিল্পে নিয়োগের শেষ তারিখ হলো 3 এই আগস্ট 2022
বহরমপুরে রেশমশিল্পে গ্রুপ ডি পদে আবেদন করবো কিভাবে?
বহরমপুরে রেশমশিল্পে গ্রুপ ডি পদে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। স্টেপ বাই স্টেপ পদ্ধতি উপরে দেওয়া রয়েছে।
মুর্শিদাবাদ জেলার রেসমশিল্পে নিয়োগ যোগ্যতা কি?
পঞ্চম শ্রেণী পাস করে থাকলেই মুর্শিদাবাদ জেলার রেশম শিল্পে নিয়োগে আবেদন করতে পারবেন।
3 thoughts on “পঞ্চম শ্রেণী পাসে রেশমশিল্প দপ্তরে গ্রুপ-ডি নিয়ো ২০২২”