SBI Clerk Mains Result 2025: আজকের আর্টিকেলটা বিশেষ করে তাদের জন্য যারা এসবিআই ক্লার্ক মেইনস পরীক্ষা ২০২৫-এর জন্য অপেক্ষা করছেন। হ্যাঁ, রেজাল্ট ঘোষণার সময় এসে গেছে! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) শীঘ্রই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে মেইনস পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চলেছে। চলুন জেনে নিই কিভাবে রেজাল্ট চেক করবেন, কাট-অফ মার্কস কেমন হতে পারে, এবং পরবর্তী ধাপগুলোতে কী করতে হবে।
কখন এবং কোথায় রেজাল্ট চেক করবেন?
SBI Clerk Mains Result 2025 প্রকাশের তারিখ এখনো আনঅফিসিয়াল। তবে, গত বছরের প্যাটার্ন ধরলে এপ্রিল-মে মাসের মধ্যেই ফলাফল আসতে পারে। রেজাল্ট দেখার জন্য আপনাকে ভিজিট করতে হবে এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in অথবা sbi.co.in/web/careers/current–openings। ওয়েবসাইটে ঢুকেই “Current Openings” সেকশনে গিয়ে “Junior Associate (Clerk) Recruitment 2025” অপশনে ক্লিক করুন।
SBI Clerk Mains Result 2025 Download স্টেপ বাই স্টেপ গাইড
- প্রথম ধাপ: sbi.co.in ওয়েবসাইটে যান।
- দ্বিতীয় ধাপ: হোমপেজের “Careers” সেকশনে ক্লিক করুন।
- তৃতীয় ধাপ: “Current Openings” এ যান এবং “Junior Associate (Clerk) Mains Result 2025” লিঙ্ক খুঁজুন।
- চতুর্থ ধাপ: রেজিস্ট্রেশন নম্বর/রোল নম্বর এবং পাসওয়ার্ড/জন্মতারিখ ইনপুট করুন।
- পঞ্চম ধাপ: সাবমিট বাটনে ক্লিক করলেই স্ক্রিনে চলে আসবে আপনার রেজাল্ট।
প্রয়োজনীয় টিপস: রেজাল্টের সময় ওয়েবসাইটে ভিড় বেশি থাকতে পারে, তাই ধৈর্য্য রাখুন। রেজাল্ট ডাউনলোড করে প্রিন্ট আউট রাখুন ভবিষ্যতের রেফারেন্সের জন্য।
স্কোরকার্ডে কোন কোন ডিটেইলস দেখবেন?
- নাম ও রোল নম্বর: প্রথমেই চেক করুন ব্যক্তিগত তথ্য ঠিক আছে কিনা।
- প্রাপ্ত নম্বর: প্রতিটি সেকশনে (জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, ক্যুয়ান্টিটেটিভ, রিজনিং, কম্পিউটার) কত নম্বর পেয়েছেন।
- কাট-অফ মার্কস: আপনার ক্যাটাগরি অনুযায়ী (জেনারেল, OBC, SC/ST) কাট-অফ চেক করুন।
- কোয়ালিফিকেশন স্টেটাস: পাস করেছেন কিনা তা উল্লেখ থাকবে।
এসবিআই ক্লার্ক মেইনস পরীক্ষার প্যাটার্ন
২০২৫ সালের মেইনস পরীক্ষা হয়েছিল ১০ ও ১২ এপ্রিল, প্রিলিমস পরীক্ষা ফেব্রুয়ারি-মার্চ মাসে। পরীক্ষায় মোট ২০০ নম্বরের ১৯০টি প্রশ্ন ছিল, যার মধ্যে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যায় (নেগেটিভ মার্কিং)। সেকশনগুলো ছিল:
- জেনারেল/ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস (৫০ নম্বর)
- জেনারেল ইংলিশ (৪০ নম্বর)
- ক্যুয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড (৫০ নম্বর)
- রিজনিং অ্যাবিলিটি ও কম্পিউটার অ্যাপটিটিউড (৫০ নম্বর)
পরীক্ষার সময় ছিল ২ ঘণ্টা ৪০ মিনিট।
কাট-অফ মার্কস কেমন হতে পারে?
গত কয়েক বছরের ট্রেন্ড দেখে অনুমান করা হচ্ছে, জেনারেল ক্যাটাগরির কাট-অফ প্রিলিমসে ৭০-৮০ এবং মেইনসে ১২০-১৩০ এর মধ্যে থাকতে পারে। SC/ST ও OBC ক্যাটাগরিতে কিছুটা রিলাক্সেশন দেওয়া হয়। তবে, এবার ১৩,৭৩৫ জন জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ হবে, তাই প্রতিযোগিতা একটু কম থাকার সম্ভাবনা আছে।
স্যালারি ও ক্যারিয়ার গ্রোথ
এসবিআই ক্লার্ক পদে স্যালারি শুরু হয় ₹১৭,৯০০/মাস (বেসিক পে + অ্যালাউন্স)। গ্রাজুয়েটদের জন্য দুটি অ্যাডভান্স ইনক্রিমেন্টও দেওয়া হয়। সময়ের সাথে সাথে প্রমোশন পেয়ে এসিস্টেন্ট ম্যানেজার বা উচ্চপদেও যাওয়া যায়।
রেজাল্টের পর কী করবেন?
- ডকুমেন্ট ভেরিফিকেশন: আদালতের স্ট্যাম্প পেপার, শিক্ষাগত সার্টিফিকেট, ক্যাটেগরি সার্টিফিকেট ইত্যাদি প্রস্তুত রাখুন।
- মেডিক্যাল টেস্ট: ফাইনাল সিলেকশনের পর মেডিক্যাল চেকআপ বাধ্যতামূলক।
- ৩. ট্রেনিং: নির্বাচিত candidates কে ব্যাঙ্কের ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে হবে।
F.A.Q
Q: রেজাল্ট ডাউনলোড করতে সমস্যা হলে কী করব?
A: এসবিআই হেল্পলাইন নম্বর (1800-425-3800) অথবা ইমেল (recruitment@sbi.co.in) এ যোগাযোগ করুন।
Q: প্রিলিমস পাস করেছি, কিন্তু মেইনসে ফেল করলে কি চান্স থাকবে?
A: না, শুধুমাত্র মেইনস ক্লিয়ার candidates নিয়োগ প্রক্রিয়ায় যেতে পারবেন।
Q: পরবর্তী নিয়োগ কখন হবে?
A: এসবিআই সাধারণত প্রতি বছর ক্লার্ক নিয়োগ করে। ২০২৬ সালের নোটিফিকেশন জানুয়ারি-ফেব্রুয়ারিতে আসতে পারে।