রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ, আগামীকাল আবেদনের শেষ তারিখ

Hooghly District Rishra Municipality Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী হুগলি জেলার রিষড়া পৌরসভায় চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে রিষড়া মিউনিসিপালিটি এর পক্ষ থেকে Clerical Assistant এবং Cleaning Assistant পদে নিয়োগ করানো হবে। এখানে সব মিলিয়ে মোট ০৬ টি শূন্যপদ রয়েছে। এখানে নির্বাচিত প্রার্থীদের ৫,০০০/- থেকে ৯,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে ২১ জুন ২০২৩ তারিখ আগামীকাল এর মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করা জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাRishra Municipality, Hooghly
পদের নামClerical Assistant এবং Cleaning Assistant
মোট শূন্যপদ০৬ টি
বেতন (₹)৫,০০০/- থেকে ৯,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানহুগলি
ওয়েবসাইটrishramunicipality.org
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

হুগলি জেলার রিষড়া পৌরসভায় নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

হুগলি জেলার রিষড়া পৌরসভা এর পক্ষ থেকে যে সমস্ত পদে নিয়োগ করানো হবে সেগুলি হলো – Clerical Assistant এবং Cleaning Assistant

মোট শূন্যপদ (Total Vacancy)

রিষড়া মিউনিসিপালিটি দপ্তরে এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ০৬ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদে সংখ্যা নিচে ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামমোট শূন্যপদ
Clerical Assistant০৩ টি
Cleaning Assistant০৩ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে Clerical Assistant পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্ৰাজুয়েশন পাস সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Cleaning Assistant পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে সবোর্চ্চ ৪০ বছর বয়সের মধ্যে হতে হবে। প্রার্থীদের এখানে বয়সের হিসাব ধরা হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন (Salary)

এখানে আবেদনকারী প্রার্থীদের যে পরিমাণ বেতন দেওয়া হবে সেগুলি নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামবেতন (₹)
Clerical Assistant৯,০০০/-
Cleaning Assistant৫,০০০/-

আবেদন পদ্ধতি (Apply Process)

Rishra Municipality Recruitment 2023

এখানে Clerical Assistant এবং Cleaning পদে অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে www.rishramunicipality.org ওয়েবসাইটে গিয়ে অথবা নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। তারপরে পূরণ করা আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস জেরক্স কপি যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্ধারিত সময়ের মধ্যে নিচে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করা জন্য কোন প্রকার আবেদন মূল্যের প্রয়োজন নেই।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

The Chairman, Rishra Municipality, 49/56/57 Rabindra Sarani, Rishra, Hooghly,712248

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

রিষড়া মিউনিসিপালিটি দপ্তরে অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আগামী ২১ জুন ২০২৩ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০৫.০৬.২০২৩
আবেদন শুরু০৫.০৬.২০২৩
আবেদন শেষ২১.০৬.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: rishramunicipality.org
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here.

Leave a Comment