West Bengal RRC Railway Jobs Traning Recruitment New Notification Out For 10th Pass Candidate
পশ্চিমবঙ্গের রেল এ প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ শুরু হয়েছে। আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই আবেদন করতে পারেন। বিভিন্ন ডিভিশনে যেমন ধরুন পশ্চিমবঙ্গ রেলের হাওড়া, শিয়ালদহ, লিলুয়া,কাচারাপাড়া,মালদা, আসানসোল ও জামালপুর প্রভৃতি ডিভিশনে 2972 জন কর্মী নিয়োগ করা হবে। পুরুষ ও মহিলা সকলে আবেদন যোগ্য। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিসটি দেখুন, লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
প্রতিষ্ঠান | RRC |
পদের নাম | UNIT OF EASTERN RAILWAY (Traning) |
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৯.০৩.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাস |
আবেদন শুরু | ১১.০৪.২০২২ |
আবেদন শেষ | ১০.০৫.২০২২ |
শূন্য পদ | ২৯৭২ |
চাকরির স্থান | পশ্চিমবঙ্গ |
West Bengal RRC Railway Jobs Traning Recruitment 2022
শিক্ষাগত যোগ্যতা ~
এখানে আবেদন করা জন্য আপনাকে মাধ্যমিক পাস ও অষ্টম শ্রেণী পাস করতে হবে। এ ছাড়াও চাকরি প্রার্থীরা যে পদে আবেদন করবেন সে পদে দক্ষতা থাকলে তাকে আগে অগ্ৰাধিকার দেওয়া হবে।
বয়স সীমা ~
এই আবেদন করতে হলে চাকরি প্রার্থী সর্বনিম্ন বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে। এই ছাড়াও চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
সুণ্যপদ ~ পশ্চিমবঙ্গে রেল চাকরি মোট 2972 টি শুন্য রয়েছে।
আবেদনের শেষ তারিখ ~ ১০ সেই মে ২০২২ হচ্ছে আবেদন করার শেষ তারিখ
আবেদন মূল্য ~ এখানে কোনোরকম আবেদন মূল্য রাখা হয়নি
আবেদন পদ্ধতি (RRC Railway Jobs Traning Apply Online)
যেহেতু অনলাইনে আবেদন সুবিধা রয়েছে সেই জন্য এখানে চাকরি প্রার্থীরাকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। নিচে অনলাইনে আবেদন করা জন্য লিংক দেওয়া রয়েছে এছাড়া আপনার সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটের গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন সময় আপনাকে বেশ কয়েকটি ডকুমেন্টস আপলোড করতে হবে।
অনলাইন আবেদন করা সময় যে সমস্ত ডকুমেন্ট সঙ্গে থাকবেন –
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
- মাধ্যমিকের এডমিট কার্ড
- কাস্ট সাটিফিকেট যদি থাকে
- পাসপোট সাইজের ফটো
- সাদা কাগজের উপর নিজের সিগনেচার
নিয়োগ পদ্ধতি (RRC Railway Jobs Traning Selection Process)
এখানে কোন রকম লিখিত পরীক্ষার প্রয়োজন নেই। চাকরি প্রার্থী দের নূন্যতম মাধ্যমিক পাস ও অষ্টম শ্রেণী পাস যোগতা ওপর ভিত্তি করেই মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্ট উপর ভিত্তি করেে ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়েগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ( Importent Dates Of RRC Railway Jobs Traning )
বিজ্ঞপ্তি প্রকাশিত – ২৯.০৩.২০২২
আবেদন শুরু – ১১.০৪.২০২২
আবেদন শেষ – ১০.০৫.২০২২
প্রয়োজনীয় লিঙ্ক ( Importent Links Of RRC Railway Jobs Traning )
অফিসিয়াল নোটিস – Click Here
আবেদন করুন – Click Here
আমাদের টেলিগ্রাম – Click Here