RRC North Central Railway Recruitment 2022 Notification: ভারতের উত্তর মধ্য রেলওয়ে নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত। পুরুষ ও মহিলা উভয়েই এখানে আবেদন করতে পারবেন। Railway Recruitment 2022 তে আবেদন করার মাধ্যমিক পাস এবং এর সঙ্গে আরো কিছু শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন। এখানে শিক্ষানবিশ এর নানা পদে নিয়োগ করা হচ্ছে। এটি মধ্যেই আবেদন শুরু হয়ে গেছে, 1 আগস্ট 2022 তারিখ পর্যন্ত আবেদন চলবে। আরো বিস্তারিত জানতে পুরো খবরটি পড়ুন।
নিয়োগ সংস্থা | Railway Recruitment Cell (RRC) |
পদের নাম | শিক্ষানবিশ |
যোগ্যতা | মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও ITI |
মোট শূন্যপদ | 1659 টি |
আবেদনের শেষ তারিখ | 01.08.2022 |
চাকরির স্থান | সারা ভারত |

RRC North Central Railway Recruitment 2022 Notification
পদের নাম ~ Railway Recruitment Cell (RRC) এর তরফ থেকে North Central Railway তে শিক্ষানবিশ এর নানা পদে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে আবেদন করার জন্য পার্থীকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় নূন্যতম 50% নাম্বার পেয়ে পাস করতে হবে। এছাড়া NCVT/SCVT স্বীকৃত প্রাসঙ্গিক ট্রেডে ITI পাস করতে হবে।
বয়সসীমা ~ RRC North Central Railway Recruitment 2022 তে আবেদন করার জন্য পর্থির বয়স অবশ্যই 15 বছর থেকে 24 বছরের মধ্যে হতে হবে।
মোট শূন্যপদ ~ এখানে মোট 1659 টি শূন্যপদ রয়েছে। কোন শ্রেণীর পর্থীদের কত শূন্যপদ রয়েছে জানতে অফিসিয়াল নোটিসটি দেখুন।
বেতন ~ এখানে 18,000 টাকা থেকে শুরু করে 56,900 টাকা পর্যন্ত মাসিক বেতনের ব্যাবস্থা রয়েছে।
আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করে দেখতে পারেন, লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
রেলওয়েতে আবেদন করার পদ্ধতি (Railway Recruitment 2022 Apply Online)
RRC North Central Railway Recruitment 2022 তে আবেদন করার জন্য প্রথমে rrcpryj.org সাইটে যেতে হবে। তারপর আপনারা সেখান থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার প্রক্রিয়াটি নিচে কয়েকটি সহজ ধাপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে –
- প্রথমে rrcpryj.org ওয়েবসাইটে জন। (লিঙ্ক নিচে দেওয়া রয়েছে)
- তারপর পেজটি নিচে স্ক্রল করলে Application form for apprentice vacancies এর লিঙ্ক দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
- আপনি যদি এই সাইটে নতুন হন তাহলে রেজিষ্টার করুন নয়তো লগইন করুন।
- তারপর আবেদন পত্রে আপনার ব্যাক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
- এর পর আবেদন ফী প্রদান করুন এবং আবেদন পত্রটি সাবমিট করুন।
প্রয়োজনীয় ডকুমেন্ট ~
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র
- আধার কার্ড/ভোটার কার্ড
- পাসপোর্ট সাইজ ফটো
- আবেদনকারীর সিগনেচার
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
আবেদন মূল্য ~ এখানে আবেদন করার জন্য 100 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। ST/SC/PWD এবং মহিলাদের জন্য আবেদন মূল্য লাগবে না।
আবেদন শেষ তারিখ ~ 1 আগস্ট 2022 হচ্ছে আবেদন করার শেষ তারিখ।
নিয়োগ পদ্ধতি (RRC North Central Railway Recruitment 2022 Selection Process)
এখানে আবেদনকারীর কোনো রকম লিখিত পরীক্ষা দেবার প্রয়োজন নেই। RRC North Central Railway Recruitment 2022 তে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সরাসরি নিয়োগ করা হবে।
যে সব পার্থী এখানে চাকরির করার জন্য আগ্রহী তারা অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে একবার পড়ে নিবেন।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক
বিজ্ঞপ্তি প্রকাশিত | 02.07.2022 |
আবেদন শুরু | 02.07.2022 |
আবেদন শেষ | 01.08.2022 |
অফিসিয়াল নোটিস | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
আমাদের টেলিগ্রাম | Join Here |
আরো পড়ুন ~
- বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
- হাই স্কুলে শিক্ষক ও অষ্টম শ্রেণী পাসে গ্রুপ-ডি পদে নিয়োগ 2022
- ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর পদে নিয়োগ 2022 – মোট 2800 টি শূন্যপদ
2 thoughts on “মাধ্যমিক পাসে রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি – 1659 টি শূন্যপদ | Railway Recruitment 2022”