Indian Railways Recruitment 2022: ভারতীয় রেলওয়ের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত
ভারতীয় রেলওয়ে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 3612 টি শূন্য রয়েছে যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে আগ্রহী তাদের জন্য একটি বিশাল বড় সখবর। এখানে শুধু মাত্র মাধ্যমিক পাস চাকরি প্রার্থীরা আবেদন করা সুযোগ পাবেন। এখানে পুরুষ ও মহিলা সকলে আবেদন করা সুযোগ পাবেন।যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে আগ্রহী এবং চাকরি প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যেহেতু চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে 27/06/2022 তারিখ পর্যন্ত। চাকরি প্রার্থীদের প্রচুর বেতন রয়েছে এখানে।যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে আগ্রহী তারা অব্যশই এই চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে সেখানে থেকে ভালো করে জেনে নেবেন।
নিয়োগ সংস্থা | ইন্ডিয়ান রেলওয়েস |
পদের নাম | Group-D |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাস |
শূন্য পদ | মোট 3612 টি |
আবেদন শেষ তারিখ | 27.06.2022 |
স্থান | যেকোনো রাজ্য |
ইন্ডিয়ান রেলওয়ে নিয়োগ 2022 (RRC Western Railways Recruitment 2022)
পদের নাম ~ ভারতীয় রেলওয়ে 3612 টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস করে থাকেল চাকরি প্রার্থীরা এখানে যে সমস্ত পদে আবেদন করা সুযোগ পাবেন সেগুলি হল-
- Stenographer
- Machinist
- Turner
- Fitter
- Electrician
- Electronic Mechanic
- Wireman
- Refridgerator (AC – Mechanic)
- Pipe Fitter
- Plumber
- Draftsman (Civil)
- PASSA
- Welder
- Carpenter
- Painter
- Diesel Mechanic
- Mechanic Motor Vehicle
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাত্র মাধ্যমিক পাস এবং ITI কিছু ক্ষেত্রে। চাকরি প্রার্থীরা উচ্চ শিক্ষিত হলেও আবেদন করতে পারবেন।
শূন্যপদ ~ এখানে মোট 3612 টি শূন্যপদ রয়েছে।
আবেদন পদ্ধতি – ইন্ডিয়ান রেলওয়ে নিয়োগ 2022 (Railways Recruitment 2022 Apply Process)
যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে আগ্রহী তারা সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারেন। এছাড়াও নিচে অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ও আবেদন করতে পারবেন।
আবেদনপত্র সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দেবেন ~
- মাধ্যমিক এডমিট কার্ড
- মাধ্যমিক পাস সার্টিফিকেট ও মার্কশিট সহ সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস
- আধার কার্ড অথবা ভোটার কার্ড
- চাকরি প্রার্থীর নিজস্ব সিগনেচার
- পাসপোর্ট সাইজের ফটো কপি
আবেদন মূল্য ~ এখানে চাকরি প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে দিতে হবে জেনারেল ও ওবিসি চাকরি প্রার্থীদের 100 টাকা দিতে হবে এছাড়াও অন্যান্য সংরক্ষিত শ্রেনী চাকরি প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য হিসেবে দিতে হবে না।
নিয়োগ পদ্ধতি – ইন্ডিয়ান রেলওয়ে নিয়োগ 2022 (Railways Recruitment 2022 Selection Process)
এখানে আবেদন করা পর শিক্ষাগত যোগ্যতা উপর ভিত্তি করে চাকরি প্রার্থীদের একটি নামের লিস্ট তৈরি করা হবে।এই লিস্ট উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক
বিষয় | লিঙ্ক |
---|---|
বিজ্ঞপ্তি প্রকাশিত | 26.05.2022 |
আবেদন শুরু | 28.05.2022 |
আবেদন শেষ | 27.06.2022 |
বিষয় | লিঙ্ক |
---|---|
অফিসিয়াল নোটিস | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
আবেদন লিঙ্ক | Register / Login |
আমাদের টেলিগ্রাম গ্রুপ | Join Here |
আরো পড়ুন ~