কলকাতার রেল বিকাশ নিগম লিমিটেডে কর্মী নিয়োগ, বেতন ৫০,০০০ টাকা – আবেদন করুন

Rail Vikas Nigam Limited (RVNL) Kolkata Recruitment 2023: পশ্চিমবঙ্গের কলকাতা শহরের রেল বিকাশ নিগম লিমিটেডে এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে ম্যানেজার পদে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে আগামী ১৬এই ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত ইমেইল এর মাধ্যমে আবেদন করতে পারবেন। RVNL Kolkata Recruitment 2023-তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাRail Vikas Nigam Limited (RVNL), Kolkata
পদের নামManager (Civil)
মোট শূন্যপদ০১ টি
বেতন (₹)৫০,০০০/-
চাকরির ধরনপ্রাইভেট চাকরি
আবেদন মোডইমেইল
স্থানকলকাতা, পশ্চিমবঙ্গ
websitenvrl.org
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

কলকাতার রেল বিকাশ নিগম লিমিটেডে কর্মী নিয়োগ ২০২৩

পদের নাম (Post Name)

এখানে কলকাতার রেল বিকাশ নিগম লিমিটেডে Manager (Civil) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

RVNL Kolkata Recruitment 2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে আবেদন করার জন্য আবেদনকারীর Construction Organization-এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

বয়সসীমা (Age Limit)

RVNL Kolkata Recruitment 2023-তে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ৫৬ বছরের কম হতে হবে।

বেতন (Salary)

কলকাতার রেল বিকাশ নিগম লিমিটেডে Manager (Civil) পদে প্রতিমাসে ৫০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (How To Apply)

আগ্রহী ও যোগ্য পার্থী এখানে সরাসরি ইমেইল এর মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে তার সঙ্গে যুক্ত আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে নিতে হবে। তারপর সেগুলিকে একসঙ্গে PDF বানিয়ে amit.kumar3@rvnl.org এই ইমেইল এড্রেসে পাঠাতে হবে।

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য কোনোরকম আবেদন মূল্য রাখা হয়নি।

আবেদন শেষ (Last Date)

RVNL Kolkata Recruitment 2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে পর্থিরা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিন পর পর্যন্ত আবেদন করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০২.০২.২০২৩
আবেদন শুরু০২.০২.২০২৩
আবেদন শেষ১৬.০২.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি/আবেদনপত্র: Download PDF
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের টেলিগ্রাম: Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

আরও পড়ুন ~

অন্যান্য চাকরির খবর

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..
বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment