Sahitya Akademi Recruitment 2023: চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। সাহিত্য একাডেমির পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ থেকেও এই চাকরিটির জন্য আবেদন করা যাবে। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমেই নিয়োগ করানো হবে। ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে। কিভাবে আবেদন করবেন, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, নির্বাচন প্রক্রিয়া কি রয়েছে সমস্ত কিছু বিস্তারিত আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে তাই আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ দেখুন।
নিয়োগ সংস্থা | Sahitya Akademi |
---|---|
পদের নাম | Deputy Secretary & Programme Officer |
মোট শূন্যপদ | ৬ টি |
বেতন (₹) | ৫৬,১০০ – ২,০৮,৭০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অফলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | sahitya-akademi.gov.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
সাহিত্য একাডেমিতে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (Sahitya Akademi Job Vacancy 2023)
পদের নাম (Post Name)
এখানে Deputy Secretary এবং Programme Officer পদে কর্মী নিয়োগ করা হয়েছে।
মোট শূন্যপদ (Total Vacancy)
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে ৬ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এখানে আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Post Gradution পাশ করে থাকতে হবে তাহলে আবেদনের যোগ্য।
বয়সসীমা (Age Limit)
এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র Deputy Secretary পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি চেক করুন।
বেতন (Salary)
এখানে Deputy Secretary পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৬৭,৭০০/- টাকা থেকে বেতন দেওয়া হবে এবং Programme Officer পদে নির্বাচিত প্রার্থীদের সর্বোচ্চ ১,৭৭,৪০০/- টাকা পর্যন্ত প্রতিমাসে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে নিচের লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্মটি ডাউনলোড করুন। সেই ফর্ম এ প্রত্যেকটি অপশন সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। আবেদন ফর্মের সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস যুক্ত করুন। অবশ্যই মনে রাখবেন প্রয়োজনীয় ডকুমেন্টস এর সাথে আপনার বায়োডাটা অবশ্যই যুক্ত করবেন। সব কিছু সম্পূর্ণ হয়ে গেলে একটি খামের মধ্যে আবেদন ফর্ম এবং প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো ভরে নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
Address :- Secretary Sahitya Akademi,Rabindra Bhavan,35 Ferozeshas Road,New Delhi – 110001
প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)
- বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- স্থায়ী ঠিকানার প্রমাণপত্র
- পাসপোর্ট সাইজ ফটো
- বায়োডাটা
আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কে কোনো আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে অফলাইন আবেদনের শেষ তারিখ আগামী ১ লা ২০২৩। উক্ত তারিখের আগেই ইচ্ছুক প্রার্থীরা আবেদন ফর্ম সহ সমস্ত ডকুমেন্টস উপরুক্ত ঠিকানায় পাঠিয়ে দিবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করানো হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০১.০৪.২০২৩ |
আবেদন শুরু | ০১.০৪.২০২৩ |
আবেদন শেষ | ০১.০৫.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- প্রয়োজনীয় যোগ্যতা: Download PDF
- আবেদনপত্র: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |