SAIL IISCO Trade Apprentice Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (SAIL)-এর IISCO Steel Plant-এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে মোট ২৯৩টি শূন্যপদে Trade Apprentice নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক এখানে আবেদন করতে পারবেন। পার্থীরা এখানে আগামী ২৯এই এপ্রিল ২০২২ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। SAIL Recruitment 2023-তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Steel Authority of India Limited – IISCO Steel Plant, Burnpur, West Bengal (SAIL IISCO) |
---|---|
পদের নাম | Trade Apprentice |
মোট শূন্যপদ | ২৯৩ টি |
বেতন (₹) | নিয়ম অনুযায়ী |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | sailcareers.com |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
পশ্চিমবঙ্গের স্টিল ফ্যাক্টরির অফিসে কর্মী নিয়োগ ২০২৩ (SAIL IISCO Recruitment 2023)
পদের নাম (Post Name)
পশ্চিমবঙ্গের SAIL-এর IISCO Steel Plant এর পক্ষ থেকে বিভিন্ন ট্রেডে Trade Apprentice নিয়োগ করা হবে। প্রতিটি ট্রেডার নাম নিচে শূন্যপদের বিভাগে উল্লেখ করা হয়েছে।
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে সব ট্রেড মিলিয়ে মোট ২৯৩টি শূন্যপদ রয়েছে। ট্রেড অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচের ছকে দেওয়া হয়েছে।
ট্রেডার নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
Electrician | ৬৫ টি |
Fitter | ৫৭ টি |
Rigger | ১৮ টি |
Turner | ১২ টি |
Machinist | ১৫ টি |
Welder | ৩২ টি |
Computer/ICTSM | ০৬ টি |
Ref. & AC | ১৬ টি |
Mechanic-Motor Vehicle | ০৫ টি |
Plumber | ০৬ টি |
Draughtsman (Civil) | ০৭ টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এখানে আবেদন করার জন্য পার্থীকে মাধ্যমিক পাস এবং অবশ্যই যেকোনো স্বীকৃতি বোর্ড বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI করা থাকতে হবে। নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আরো বিস্তারিত জানতে পারেন।
বয়সসীমা (Age Limit)
এখনে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১ এপ্রিল ২০২৩ তারিখ অনুসারে ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।
বেতন (Salary)
এখানে নির্বাচিত হওয়া প্রার্থীদের প্রতিমাসে ৭,০০০ থেকে ৭,৭০০ টাকা পর্যন্ত উপবৃত্তি দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্রহী ও যোগ্য প্রার্থী এখানে সরাসরি অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবে। এর মাধ্যমে আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে যেতে হবে। আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি নিচের তালিকার মধ্যে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে।
- প্রথমে apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে যান।
- এরপর এরপর প্রতিটি ভাল করে পড়ে দেখুন আপনি প্রয়োজনীয় যোগ্যতার মানদন্ড পূরণ করছেন কিনা।
- এরপর নিজস্ব তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- মেনু অপশনের apprentices opportunities-তে যান।
- এরপর “SAIL IISCO STEEL PLANT, Burnpur (E03171900012)” নির্বাচন করুন।
- এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন আবেদন পত্রটি পূরণ করে সাবমিট করুন।
- আবেদন সম্পন্ন হলে পরবর্তীকালের প্রয়োজনের জন্য প্রিন্ট আউট করে রাখুন।
আবেদন মূল্য (Application Fee)
SAIL IISCO Recruitment 2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার জন্য কোনরকম আবেদনের মূল্য জমা করার প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা SAIL IISCO Trade Apprentice Recruitment 2023-তে আগামী ২৯এই এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মানের ভিত্তিতে নিয়োগ করা হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে দেখবেন।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১১.০৪.২০২৩ |
আবেদন শুরু | ১১.০৪.২০২৩ |
আবেদন শেষ | ২৯.০৪.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট: sailcareers.com
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- আমাদের টেলিগ্রাম: Join Here
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here. |