SAIL Recruitment 2022-23 Paschim Bardhaman: পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলায় স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড-তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 158 টি শূন্যপদে Assistant Manager, Consultant, Operator এবং Technician Trainee নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে আগামী 10 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Steel Authority of India Limited |
---|---|
পদের নাম | Assistant Manager, Consultant, Operator ও অন্যান্য |
মোট শূন্যপদ | 158 টি |
বেতন | Rs. 25,070 – 2,20,000/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
স্থান | পশ্চিম বর্ধমান |
ওয়েবসাইট | sail.co.in |
টেলিগ্রাম | Join Here |
পশ্চিম বর্ধমানের ইস্পাত কররখানায় নিয়োগ নিয়োগ ২০২২-২৩ | SAIL Recruitment 2022-23 Paschim Bardhaman
পদের নাম – Post Name
এখানে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড দ্বারা Assistant Manager, Consultant, Operator এবং Technician Trainee পদে নিয়োগ করা হচ্ছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।
মোট শূন্যপদ – SAIL Recruitment 2022-23 Paschim Bardhaman Vacancy
এখানে সব মিলিয়ে মোট 158 টি শূন্যপদে নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো –
পদের নাম | মোট শূন্যপদ |
---|---|
Assistant Manager | 6 |
Manager (Mechanical) | 1 |
Manager (Chemical) | 1 |
Manager (Metallurgy) | 1 |
Manager (Ceramic) | 1 |
Medical Officer | 5 |
Consultant (Critical Care Medicine) | 1 |
Consultant (Orthopaedics) | 1 |
Consultant (Obstetrics & Gynaecology) | 2 |
Consultant (Ophthalmology) | 1 |
Consultant (Community Medicine) | 1 |
Consultant (Paediatrics) | 1 |
Consultant (General Medicine) | 1 |
Consultant (General Surgery) | 1 |
Consultant (Hospital Administration) | 1 |
Operator and Technician Trainee (Mechanical) | 20 |
Operator and Technician Trainee (Metallurgy) | 14 |
Operator and Technician Trainee (Electrical) | 20 |
Operator and Technician Trainee (Instrumentation) | 5 |
Operator and Technician Trainee (Chemical) | 5 |
Operator and Technician Trainee (Civil) | 5 |
Operator and Technician Trainee (Ceramic) | 4 |
Operator and Technician Trainee (Boiler Operation) | 13 |
Attendant and Technician Trainee (Electrician) | 10 |
Attendant and Technician Trainee (Fitter) | 13 |
Attendant and Technician Trainee (Turner) | 5 |
Attendant and Technician Trainee (Welder) | 2 |
Attendant and Technician Trainee (Boiler Operation) | 7 |
Attendant and Technician Trainee (HVD) | 10 |
মোট | 150 |
শিক্ষাগত যোগ্যতা – Paschim Bardhaman SAIL Recruitment 2022-23 Educational Qualification
প্রতিটি পদে আবেদন করার জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। এখানে আবেদন করার জন্য যথাক্রমে BE/B.Tech, মাধ্যমিক পাস, ITI, ডিপ্লোমা, পিজি ডিগ্রি, ডিএনবি, এমবিবিএস ইত্যাদি প্রয়োজন। পদ ভিত্তিক শিক্ষাগত যোগ্যতা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে।
বয়সসীমা – Age Limit
SAIL Recruitment 2022-23 Paschim Bardhaman তে আবেদন করার জন্য বয়সসীমা নিচের সরণিতে উল্লেখ করা হলো –
পদের নাম | বয়সের ঊর্ধ্বসীমা |
---|---|
Consultant | 41 বছর |
Medical Officer | 34 বছর |
Manager | 35 বছর |
Assistant Manager | 30 বছর |
Operator and Technician Trainee | 28 বছর |
Attendant and Technician (Trainee) | 28 বছর |
Operator and Technician Trainee (Boiler Operation) | 30 বছর |
বেতন – Salary
Paschim Bardhaman SAIL Recruitment 2022-23 তে প্রতিটি পদের বেতনের পরিমাণ আলাদা আলাদা। বিস্তারিত নিচে দেওয়া হলো –
পদের নাম | বেতন (₹) |
---|---|
Consultant | 80,000 – 2,20,000/- |
Medical Officer | 50,000 – 1,60,000/- |
Manager | 80,000 – 2,20,000/- |
Assistant Manager | 50,000 – 1,60,000/- |
Operator and Technician (Trainee) | 26,600 – 38,920/- |
Attendant and Technician (Trainee) | 25,070 – 35,070/- |
পশ্চিম বর্ধমানের ইস্পাত কররখানায় আবেদন পদ্ধতি ২০২২-২৩- Paschim Bardhaman SAIL Recruitment 2022-23 Apply Online
আগ্রহী ও যোগ্য পার্থী Steel Authority of India Limited, Paschim Bardhaman তে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন।
- SAIL অফিসিয়াল ওয়েবসাইট sail.co.in তে যান।
- হোমপেজে Careers -> Login-এ ক্লিক করুন।
- New User / Registered User নির্বাচন করুন।
- অনলাইন রেজিস্ট্রেশন 20/12/2022 থেকে 10/01/2023 পর্যন্ত শুরু হয়।
- একটি বৈধ ইমেল-আইডি এবং মোবাইল নম্বর ব্যবহার করে রেজিষ্টেশন করুন।
- ইমেল বা মোবাইল নম্বরের মাধ্যমে প্রাপ্ত শংসাপত্রগুলি ব্যবহার করে লগইন করুন।
- প্রার্থীরা সমস্ত সঠিক বিবরণ দিয়ে অনলাইন ফর্ম পূরণ করুন।
- সমস্ত প্রয়োজনীয় প্রয়োজনীয় আপলোড করুন।
- আবেদনটি সাবমিট করুন।
- অনলাইনে আবেদন ফি জমা করুন (যদি প্রয়োজন)।
- অবশেষে সাবমিট করা আবেদনের একটি প্রিন্টআউট নিন।
আবেদন মূল্য – Application Fee
পদের নাম | আবেদন মূল্য (General/OBC/ EWS) | আবেদন মূল্য (SC/ST/PWD/ ESM/Departmental candidates) |
---|---|---|
Operation and Technician Trainee | 500/- | 150/- |
Attendant and Technician Trainee | 300/- | 100/- |
অনান্য সব পদ | 700/- | 200/- |
আবেদনের শেষ তারিখ – SAIL Recruitment 2022-23 Paschim Bardhaman Last Date
ইতিমধ্যেই এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং আগামী 10 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন চলবে।
নির্বাচন প্রক্রিয়া – Paschim Bardhaman SAIL Recruitment 2022-23 Selection Process
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্রথমে কম্পিউটার টেস্ট বা স্কিল/ট্রেড টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখুন।
গুরুত্বপূর্ণ তারিখ – Importent Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 16.12.2022 |
আবেদন শুরু | 20.12.2022 |
আবেদন শেষ | 10.01.2023 |
প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Online
- অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আমাদের টেলিগ্রাম: Join Group
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
অন্যান্য চাকরির খবর
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |