SAIL Recruitment 2022: পশ্চিমবঙ্গের চাকরি পার্থী দের জন্য আরো একটি সূবর্ণ সুযোগ । Steel Authority of India (SAIL) এর তরফ থেকে প্রকাশিত হলো একটি নতুন নিয়োগ বিজ্ঞ্তি। এখানে মোট 56 টি শূন্য পদে Management Trainee নিয়োগ করা হবে। আগ্রহী পার্থীরা এখানে সরাসরি অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের জন্য কোনো আবেদন ফি লাগবে না। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যগ্যতা, আবেদন পদ্ধতি এবং নিয়োগ পক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
নিয়োগ সংস্থা | SAIL |
---|---|
পদের নাম | Management Trainee |
মোট শূন্যপদ | 56 |
বেতন | – |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | http://sail.co.in |
SAIL Recruitment 2022
পদের নাম -Post Name
Steel Authority of India (SAIL) এর পক্ষথেকে সারা পশ্চিমবঙ্গে Management Trainee পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা – SAIL Recruitment 2022 Educational Qualification
অফিসিয়াল বিজ্ঞপ্তি নোটিশ থেকে জেনে নেবেন।
মোট শূন্যপদ – Total Vacancy
এখানে সবমিলিয়ে মোট 56 টি শূন্য পদ আছে।
- ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী (প্রশাসন) 51
- ম্যানেজমেন্ট ট্রেইনি (টেকনিক্যাল) 5
বেতন – Salary
কাজের নিয়ম অনুযায়ী।
আবেদন পদ্ধতি – SAIL Recruitment 2022 Application Online
আবেদন প্রার্থীরা SAIL এর অফিসিয়াল ওয়েবসাইট sail.co.in-এ অনলাইনে আবেদন করতে পারেন, 28-11-2022 থেকে 18-ডিসেম্বর-2022 পর্যন্ত হবে।SAIL নিয়োগ 2022 – 56 জন ম্যানেজমেন্ট ট্রেইনির জন্য অনলাইনে আবেদন করুন @ sail.co.inSteel Authority of India (SAIL Recruitment) সারা ভারতে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগের জন্য sail.co.in-এ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা 28-নভেম্বর -2022 তারিখে থেকে অনলাইনে আবেদন করতে পারেন ।
- যারা আবেদন করতে চান শুধুমাত্র SAIL অফিসিয়াল ওয়েবসাইট sail.co.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
- আবেদন করার আগে, প্রার্থীদের তাদের একটি স্ক্যান করা ছবি রাখতে হবে।
- প্রার্থীর বৈধ ই-মেইল আইডি থাকতে হবে এবং রেজিস্ট্রেশন ও ইমেল আইডির জন্য মোবাইল নম্বর বাধ্যতামূলক এবং চালু মোবাইল নম্বরটি সাথে রাখতে হবে।
- Steel Authority of India সার্টিফিকেট যাচাইকরণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট সংক্রান্ত তথ্য পাঠাতে পারে।
- মনে রাখবেন যে প্রার্থীর নাম, পোস্টের আবেদন, জন্ম তারিখ, ঠিকানা, ইমেল আইডি, ইত্যাদি সহ অনলাইন আবেদনে উল্লেখিত সমস্ত বিবরণ গুরুত্ব পূর্ণ হিসাবে বিবেচিত হবে।
- প্রার্থীদেরকে খুব গুরুত্বপূর্ণ ভাবে SAIL অনলাইন আবেদনপত্র পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে, কারণ তাদের অধিকাংশেরই বিশদ পরিবর্তনের বিষয়ে কোনো চিঠিপত্র বিবেচনা করা হবে না।
- আবেদন ফি অনলাইন এ বা অফলাইন এ মাধ্যমে হতে পারে।
- সবশেষে আবেদনপত্র জমা দিন-এ ক্লিক করুন, আবেদন জমা দেওয়ার পর, প্রার্থীরা আরও রেফারেন্সের জন্য তাদের আবেদন নম্বর সংরক্ষণ বা প্রিন্ট করতে পারেন।
আবেদন ফী:
কোন আবেদন লাগবে না।
নিযোগ প্রক্রিয়া – SAIL Recruitment 2022 Selection Process
এখানে আবেদনকারি পার্থীদের প্রথমে কম্পিউটার টেস্ট দিতে হবে। পরে এই পরীক্ষায় উত্তীর্ণ পার্থীদের ব্যক্তিগত আলোচনা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিক – Importent Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 28.11.2022 |
আবেদন শুরু | 28.11.2022 |
আবেদন শেষ | 18.12.2022 |
প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links
- অফিসিয়াল বিজ্ঞপ্তি ১: Download PDF
- অফিসিয়াল বিজ্ঞপ্তি ২: Download PDF
- অফিসিয়াল ওয়েবসাইট: sail.co.in
- আমাদের টেলিগ্রাম: Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
অন্যান্য চাকরির খবর
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |