SAIL Staff Nurse Vacancy 2022: পশ্চিমবঙ্গে স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি, 56 এরও বেশি শূন্যপদ

SAIL Staff Nurse Vacancy 2022: ইতি মধ্যে পশ্চিমবঙ্গে SAIL এর তরফ থেকে স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো রাজ্যের বাসিন্ধা হলেই SAIL Staff Nurse Jobs এর জন্য আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য আবেদন করির বয়স অবশ্যই 18 বছর থেকে 42 বছরের মধ্যে হওয়া প্রয়োজন। এখানে প্রায় 56 জনেরও বেশি স্টাফ নার্স নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন জানার জন্য পুরো খবরটি ভালো করে পড়ুন। আরো বিস্তারত জানার জন্য অফিসিয়াল নোটিস টি ডাউনলোড করে দেখুন, অফিসিয়াল নোটিশের PDF ফাইলের ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে।

নিয়োগ সংস্থাSAIL
চাকরির নামStaff Nurse Recruitment 2022
(স্টাফ নার্স নিয়োগ ২০২২)
পদের নামStaff Nurse
শিক্ষাগত যোগ্যতাB.SC (Nursing)/General Nursing ও Midwifery তে ডিপ্লোমা
মোট শূন্যপদ56+
স্থানপশ্চিমবঙ্গ
ওয়েসাইটwww.sailcareers.com

বিষয় সূচী ~

স্টাফ নার্স নিয়োগ 2022 বিবরণ | SAIL Staff Nurse Vacancy 2022 Details

ASIL Stuff Nurse Vacancy 2022 Poster

পদের নাম | Post Name

SAIL Staff Nurse Vacancy 2022 তে পর্থীদের স্টাফ নার্স পদে নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা | Education Qualification

এখানে চাকরি করার জন্য B.Sc (নার্সিং) অথবা জেনারেল নার্সিং বা মিউওয়াইফারিতে ডিপ্লোমা করে থাকা প্রয়োজন।

বয়সসীমা | Age Limit

ASIL Staff Nurse Vacancy 2022 তে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 18 বছর থেকে 42 বছরের মধ্যে আবেদন করতে হবে। OBC পর্থিদের জন্য 3 বছর বয়স ছাড় এবং ST/SC পর্থীদের জন্য 5 বছর বয়স ছাড় এর ব্যাবস্থা রয়েছে।

বেতন | ASIL Staff Nurse Sallary

এখানে প্রতিমাসে 8000 টাকা বেতন এবং আর সঙ্গে ভাতা প্রদানের ব্যাবস্থা রয়েছে। বেতন সম্পর্কে বিস্তারিত জানার জন্যে অফিসিয়াল নোটিস টি দেখুন।

স্টাফ নার্স আবেদন পদ্ধতি | ASIL Staff Nurse Vacancy 2022 Apply Online

ASIL Staff Nurse Vacancy 2022 Apply Online: আগ্রহী পর্থীরা এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন নিচে দেওয়া রয়েছে।

  • প্রথমে sailcareers.com ওয়েবসাইট খুলুন (নিচে লিঙ্ক দেওয়া রয়েছে)
  • তারপর Careear অপশনে যান এবং Vacancy তে ক্লিক করুন।
  • এরপর Recruitment তে ক্লিক করুন।
  • এখন Staf Nurse তে ক্লিক করুন।
  • এরপর আপনার সামনে যে আবেদন পত্রটি আসবে সেটি পূরণ করে সাবমিট করুন।

স্টাফ নার্স আবেদনের শেষ তারিখ | ASIL Staff Nurse Vacancy 2022 Last Date

এখানে আবেদন করার শেষ তারিখ হলো 29 সে আগস্ট 2022, আপনি যদি এই চাকরির জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যয় এই তারিখের আগে আবেদন করতে হবে।

স্টাফ নার্স নিয়োগ পদ্ধতি | ASIL Stuff Nurse Selection Process

ASIL Stuff Nurse Selection Process তে আবেদনকারীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় সফল হওয়া পর্থীদের পরে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

পরীক্ষার ধরন | ASIL Stuff Nurse Exam Pattern

ASIL Stuff Nurse Exam Pattern 2022: ASIL স্টাফ নার্স এর লিখিত পরীক্ষায় পাটিগণিতের ক্ষমতা, সাধারণ জ্ঞান, যুক্তি ও অন্যান্য বিষয় মিলিয়ে মোট 100 নম্বরের প্রশ্ন থাকবে। আরো বিস্তারিত জানার জন্যে অফিসিয়াল নোটিশটি দেখুন।

পরীক্ষার তারিখ | Exam Dates

ASIL Stuff Nurse Vacancy 2022 Exam Date: এখনো পর্যন্ত ASIL Stuff Nurse পরীক্ষার তারিখ প্রকাশিত করা হয়নি। পরীক্ষার তারিখ জানার জন্য ASIL এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন, লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

অ্যাডমিট কার্ড | Admit Card

ASIL Stuff Nurse Vacancy 2022 Download: পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে ASIL Stuff Nurse Vacancy 2022 এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। sailcareers.com ওয়েবসাইটে থেকে নিজের আইডি এবং জন্ম তারিখ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

ফলাফল | Result Date

ASIL Stuff Nurse Vacancy 2022 Result Date: পরীক্ষা হবার প্রায় 30 দিন পর ফলাফল প্রকাশ করা হয়।

ইন্টারভিউর তারিখ | Interview Date

ASIL Stuff Nurse Vacancy 2022 Interview Date: পরীক্ষার ফল প্রকাশ এর পর যে সকল পার্থী পরীক্ষায় সফল হবে তাদের ইন্টারভিউ এর তারিখ এসএমএস এর মাধ্যমে অথবা sailcareers.com ওয়েবসাইট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

তারিখ ও লিঙ্ক | Dates & Links

গুরুত্বপূর্ণ তারিখ| ASIL Stuff Nurse Vacancy 2022 Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত27.07.2022
আবেদন শুরু27.07.2022
আবেদন শেষ29.08.2022

গুরুত্বপূর্ণ লিঙ্ক | ASIL Stuff Nurse Vacancy 2022 Importent Links

অফিসিয়াল নোটিসDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটsailcareers.com
আমাদের টেলিগ্রামJoin Here

new আরো চাকরি দেখুন 👇
👉বর্তমানে ফর্ম ফিলাপ চলছে👉৮ পাসের চাকরি👉কোম্পানিতে চাকরি
👉রাজ্য সরকারের চাকরি👉১০ পাসে চাকরি👉ব্যাংকের চাকরি
👉কেন্দ্র সরকারের চাকরি👉১২ পাসে চাকরি👉Upcoming চাকরির খবর

ASIL Stuff Nurse Vacancy 2022 FAQ

ASIL Stuff Nurse Vacancy 2022 (ASIL স্টাফ নার্স নিয়োগ 2022) তে কতগুলি শূন্যপদ রয়েছে?

ASIL Stuff Nurse Vacancy 2022 (ASIL স্টাফ নার্স নিয়োগ 2022) তে প্রায় 56 আরো বেশি শূন্যপদ রয়েছে।

ASIL Stuff Nurse Vacancy 2022 (ASIL স্টাফ নার্স নিয়োগ 2022) তে আবেদনের শেষ তারিখ কত?

ASIL Stuff Nurse Vacancy 2022 (ASIL স্টাফ নার্স নিয়োগ 2022) তে আবেদনের শেষ তারিখ হলো 29 সে আগস্ট 2022, কিন্তূ এখানে আবেদনের শেষ তারিখ পরে বাড়ার সম্ভবনা রয়েছে।

ASIL Stuff Nurse Vacancy 2022 (ASIL স্টাফ নার্স নিয়োগ 2022) তে আবেদন করবো কিভাবে?

ASIL Stuff Nurse Vacancy 2022 (ASIL স্টাফ নার্স নিয়োগ 2022) তে sailcareers.com ওয়েবসাইট থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment