Saraswati Puja 2023: বাড়িতে সরস্বতী পুজোর উপকরণ, সরস্বতী পুজোর মন্ত্র

Saraswati Puja 2023: মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে, বসন্ত পঞ্চমীর উত্সব সারা দেশে উত্সাহের সাথে পালিত হয়। এই দিনে মা সরস্বতীর যথাযথ পূজা করার বিধান রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে, বসন্ত পঞ্চমীর দিনে জ্ঞান ও শিল্পের দেবী মা সরস্বতী আবির্ভূত হন। বসন্ত পঞ্চমীকে বছরের অন্যতম শুভ মুহূর্ত হিসাবে বিবেচনা করা হয়। এই বছর ২৬এই জানুয়ারি সরস্বতী পুজো পালন করা হবে। অনেকেই নিজের নিজের বাড়িতে সরস্বতী পুজো করে থাকে। বাড়িতে সরস্বতী পুজো করার জন্য সমস্ত প্রয়োজনীয় উপকরণ এবং সরস্বতী পুজোর মন্ত্র নিচে প্রদান করা হয়েছে।

Saraswati Puja 2023

সরস্বতী পুজোর উপকরণ

সিদ্ধি , সিন্দূর , পুরোহিতবরণ ১ , দিল , হরিতকী , পঞ্চগুঁড়ি , পঞ্চশস্য , পঞ্চরত্ন , পঞ্চপল্লব ১ , ঘট ১ , কুন্ডহাঁড়ি ১ , তেকাঠা ১ , দর্পণ ১ , তীরকাঠি ৪ , ঘটাচ্ছাদন গামছা ১ , বরণডালা , সশীষ ডাব ১ , একসরা আতপচাউল , পুষ্পাবি , আসনাঙ্গুরীয়ক ২ , মধুপর্কের বাটী ২ , নৈবেদ্য ২ , কুচা নৈবেদ্য ১ , সরস্বতীর শাটী ১ , লক্ষীর শাটী ১ , চন্দ্রমালা ১ , বিল্বপত্রমাল্য ১ , থালা ১ , ঘটি ১ , শঙ্খ ১ , লৌহ ১ , নথ ১ , রচনা , আমের মুকুল , যবের শীষ , কুল , আবির , অভ্র , মস্যাধার(দোয়াত) ও লেখনী , ভোগের দ্রব্যাদি , বালি , কাষ্ঠ , খোড়কে , গব্যঘৃত এক সের , পান , পানের মশলা , হোমের বিল্বপত্র ২৮ , কর্পূর , পূর্ণপাত্র ১ , দক্ষিণা।

সরস্বতী পুজোর মন্ত্র

পুষ্পাঞ্জলী মন্ত্র (৩ বার পাঠসহ)

ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।

বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।

নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।

বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।।

এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।

প্রনাম মন্ত্র

নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।

বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।

জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।

বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।

সরস্বতীর স্তব:

শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা।
শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা।।
শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা।
শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারব‌ভূষিতা
বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈর্চ্চিতা দেবদানবৈঃ।
পূঝিতা মুনিভি: সর্ব্বৈঋষিভিঃ স্তূয়তে সদা।।
স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্।
যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment