SBCC ব্লক ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে পুরুলিয়া জেলাতে। কিভাবে আবেদন করবেন, এই কাজটির জন্য শিক্ষাগত যোগ্যতা কী এবং বেতন কতো হবে এই সব বিষয় নিয়ে আজকের পোস্ট।
আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে পুরো আর্টিকেল টি ভালো করে পড়ুন, যাতে আপনি পরে কোনো সমস্যার সুম্মুখিন না হন। এই পোস্টটিতে আমরা SBCC ব্লক ভলেন্টিয়ার নিয়োগ সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেছি। আবেদন করার আগে ভালো করে পড়ে নিন। আর নিচে কমেন্ট বক্সে নিজের জেলার নাম লিখে দিন যাতে আমরা আপনার জেলার সম্পর্কিত তথ্য প্রদান করতে পারি।
SBCC Block Volunteer Recruitment At Purulia ( SBCC ব্লক ভলেন্টিয়ার নিয়োগ পুরুলিয়া )
এই কাজটি পুরোপুরি কন্ট্রাক্ট চুইয়েল, পার্মানেন্ট না। যোগ্য পর্থিরা সরাসরি ইন্টারভিউ দিয়ে নিয়োগ হতে পারবে। SBCC ব্লক ভলেন্টিয়ার এর ডিউটি হবে মাসে ১৬ দিন এবং যেদিন কাজে উপস্থিত থাকবে না সেদিনের বেতন পাবে না। এই পদের কর্মীদের বেতন হবে ৬০০ টাকা প্রতিদিন।
SBCC ব্লক ভলেন্টিয়ার পদের জন্য যোগ্যতা
- আগ্রহী পার্থির যেকোনো বিষয়ে গ্রেজুয়েশন কমপ্লিট এবং কম্পিউটার এর জ্ঞান প্রয়োজন ( ৬ মাস কিংবা ১ বছরের কম্পিউটার ডিপ্লোমা করা থাকলেও চলবে )
- পুরুলিয়া জেলার Comunication/ IEC-BCC ফিল্ডে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
- যে ব্লকের জন্য আবেদন করবেন সেই ব্লকের বাসিন্ধা হতে হবে।
SBCC ব্লক ভলেন্টিয়ার এর বেতন
এই পদের কর্মীদের দিনে ৬০০ টাকা বেতন দেওয়া হবে এবং যে দিন কাজে উপস্থিত থাকতে পারবেনা সেদিনের বেতন দেওয়া হবে না। এদের প্রতিমাসে ১৬ দিন ডিউটি থাকবে অর্থাৎ প্রতিদিন ডিউটি তে উপস্থিত থাকলে মাসে বেতন হবে ৯৬০০ টাকা।
SBCC ব্লক ভলেন্টিয়ার পদের আবেদন পদ্ধতি
এই পদে যোগ্য পর্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। 14 ডিসেম্বর সকাল 11 am ডিস্ট্রিক্ট SBCC সেল তে ইন্টারভিউ নেওয়া হবে। আপনাকে সেখানে সমস্ত ডকুমেন্ট এর সঙ্গে সেখানে সকাল 11 টার মধ্যে পৌঁছাতে হবে।
ঠিকানা – behind District Record Room, office of the District Magistrate, Purulia
ভিডিও তথ্য
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন – Subscribe
SBCC ব্লক ভলেন্টিয়ার নিয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট – Click Here
অফিশিয়াল নোটিস – Click Here
এই পোস্টটিতে SBCC ব্লক ভলেন্টিয়ার নিয়োগ সম্পর্কিত সমস্ত বিষয়ে ( শিক্ষাগত যোগ্যতা, SBCC ব্লক ভলেন্টিয়ার এর বেতন, আবেদন করার পদ্ধতি ) বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে।
আরো পড়ুন – WB District Court Requirements – পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট কোর্টে গ্রপ-সি এবং গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ
আরো পড়ুন – রূপশ্রী প্রকল্পে নিয়োগ, একাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর
আরো পড়ুন – Govt Job In West Bengal | পশ্চিমবঙ্গের সরকারি চাকরির খবর
1 thought on “SBCC ব্লক ভলেন্টিয়ার নিয়োগ পুরুলিয়া | SBCC Block Volunteer Recruitment At Purulia”