SBI ASHA Scholarship 2022-23: বছরে 15000 টাকা, ষষ্ট থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পাবেন

SBI ASHA Scholarship 2022-23: ইন্টিগ্রেটেড লার্নিং মিশন (ILM) এর অধীনে, ভারত জুড়ে নিম্ন আয়ের পরিবারের মেধাবী ছাত্রদের পড়াশুনা চালানোর জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। বর্তমানে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য SBI ASHA Scholarship আবেদন শুরু হয়ে গেছে। এখানে শিক্ষার্থীদের এক বছরের জন্য 15,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হবে। ছাত্র-ছাত্রীরা এস বি আই আশা স্কলারশিপ এর জন্য সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আমরা নিচে আবেদন করার পদ্ধতি এবং প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করছি।

সংস্থার নামSBI Foundation
স্কলারশিপ এর নামSBI ASHA Scholarship
শ্রেণী6 থেকে 12
টাকার পরিমাণ15,000/-
আবেদন মোডঅনলাইন
আবেদনের শেষ তারিখ15.10.2022
বছর2022-23
ওয়েবসাইটwww.sbifoundation.in

SBI ASHA Scholarship 2022 – 23 বিবরণ

SBI ASHA Scholarship 2022 হচ্ছে SBI Foundation এর তরফ থেকে ইন্টিগ্রেটেড লার্নিং মিশন (ILM) এর অধীনে, ভারত জুড়ে নিম্ন আয়ের পরিবারের মেধাবী ছাত্রদের পড়াশুনা চালানোর জন্য আর্থিক সহায়তা দেওয়ার প্রকল্প। এখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এককালীন 15,000 টাকা অনুদান দিয়ে আর্থিক সহায়তা করা হবে। ভারতের শিক্ষার্থীরা এখানে আগামী 15 অক্টোবর 2022 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

SBI ASHA Scholarship এর যোগ্যতা

  • এখানে আবেদন করার জন্য 6 থেকে 12 শ্রেণীর শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
  • এখানে আবেদনকারী শিক্ষার্থীদের পূর্ববর্তী শিক্ষাবর্ষে 75% নম্বর পেতে হবে।
  • আবেদনকারী শিক্ষার্থীদের পরিবারের মোট বার্ষিক আয় 3,00,000/- টাকার কম হওয়া প্রয়োজন।
  • আবেদন করার জন্য ভারতীয় নাগরিক হওয়া প্রয়োজন।

SBI ASHA Scholarship এর অনুদান

এস বি আই আশা স্কলারশিপ তে নির্বাচিত ছাত্র ছাত্রীদের এককালীন 15,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। SBI ASHA Scholarship 2022-23 তে নির্বাচিত শিক্ষার্থীরা পরবর্তী বছর আর এই স্কলারশীপ রিনিউ করতে পারবে না।

এসবিআই আশা স্কলারশিপ আবেদন | SBI ASHA Scholarship 2022-23 Apply Online

এই স্কলারশিপ এর জন্য যোগ্য শিক্ষার্থীরা buddy4Study স্কলারশিপ পোর্টালের মাধ্যমে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করার পদ্ধতি নিচে দেওয়া হলো।

  • প্রথমে buddy4Study.com ওয়েবসাইটের SBI ASHA Scholarship 2022-23 পৃষ্ঠায় যান। অথবা নিচের দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করুন
  • buddy4Study তে লগইন করুন (আগে থেকে অ্যাকাউন্ট না থাকলে ইমেইল বা মোবাইল নং দিয়ে Register করুন)।
  • লগইন করার পর আপনার সামনে SBI ASHA Scholarship Program 2022 এর পৃষ্টা খুলবে।
  • এরপর Start Application বোতামে ক্লিক করু।
  • আবেদনপত্রটি প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করুন।
  • প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন
  • Terms and Conditions তে টিক চিহ্ন দিয়ে স্বীকার করুন।
  • এরপর Preview তে ক্লিক করে দেখেনিন সমস্ত তথ্য সঠিক দিয়েছেন কি না।
  • সর্বশেষ Submit তে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করুন।

প্রয়োজনীয় নথিপত্র | Required Documents

  • আগের শিক্ষাবর্ষের মার্কশিট।
  • আধার কার্ড বা ভোটার পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড।
  • চলতি বছরের ভর্তির প্রমাণ (ফির রসিদ বা ভর্তি পত্র বা প্রতিষ্ঠানের পরিচয়পত্র বা বোনাফাইড সার্টিফিকেট)।
  • আবেদনকারীর (নিজস্ব বা পিতামাতার) ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ।
  • আয়ের প্রমাণ (ফর্ম 16A/সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে আয়ের শংসাপত্র/বেতন স্লিপ, ইত্যাদি)।
  • আবেদনকারী শিক্ষার্থীর নিজস্ব ছবি।

আবেদন করার শেষ তারিখ | SBI ASHA Scholarship 2022-23 Application Last Date

এই স্কলারশিপ এর জন্য যোগ্য শিক্ষার্থীরা আগামী 15 অক্টোবর 2022 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন।

SBI ASHA Scholarship নির্বাচন প্রক্রিয়া

প্রথমে এখানে আবেদনকারী শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও আর্থিক পাঠভূমির উপর ভিত্তি করে শর্ট লিস্ট করা হবে। তারপর নির্বাচিত শিক্ষার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং telephonic interview এর মাধ্যমে ফাইনাল নির্বাচিত করা হবে।

প্রয়োজনীয় লিংক | Importent Links

  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
  • আমাদের টেলিগ্রাম: Join Here Free
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

যোগাযোগ মাধ্যম | SBI ASHA Scholarship Helpline No.

মোবাইল নং011-430-92248 (এক্সট: 303) (সোম থেকে শুক্রবার – 10:00AM থেকে 6PM)
ইমেইল আইডিsbiashascholarship@buddy4study.com

আরো পড়ুন ~

SBI ASHA Scholarship 2022 FAQ

SBI ASHA Scholarship 2022-23 Bengali

SBI ASHA Scholarship তে কতো টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়।

SBI ASHA Scholarship তে 15,000 টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়।

এসবিআই আশা স্কলারশিপ কোন শ্রেণীর শিক্ষার্থীরা আবেদন করতে পারবে?

এসবিআই আশা স্কলারশিপ ষষ্ট থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

SBI ASHA Scholarship তে আবেদন করতে কি যোগ্যতা লাগবে?

SBI ASHA Scholarship তে আবেদন করতে আবেদনকারীর পরিবারে মোট বার্ষিক আয় 3 লক্ষ্য টাকার কম হওয়া প্রয়োজন এবং শিক্ষার্থীদের পূর্ববর্তী শিক্ষাবর্ষে 75% নম্বর পেতে হবে।

SBI ASHA Scholarship 2022 তে কিভাবে আবেদন করবো?

buddy4Study.com ওয়েবসাইট থেকে SBI ASHA Scholarship 2022 এর জন্য অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন করার পদ্ধতি উপরে দেওয়া হয়েছে।

SBI ASHA Scholarship 2022 আবেদন শেষ তারিখ কতো?

SBI ASHA Scholarship 2022 আবেদন শেষ তারিখ হলো 15 অক্টোবর 2022.

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment