SBI Clerk Notification 2022 For Jobs: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) তে ক্লার্ক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 5008 টি শূন্যপদে ক্লার্ক নিয়োগ করা হবে। সারা ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরি পার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স অবশ্যই 20 থেকে 28 বছরের মধ্যে হওয়া প্রয়োজন। SBI Clerk Recruitment 2022 তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
নিয়োগ সংস্থা | State Bank of India (SBI) |
পদের নাম | ক্লার্ক (Clerk) |
মোট শূন্যপদ | 5008 টি |
বেতন | 19,900/- |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | sbi.co.in |
SBI তে ক্লার্ক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | SBI Clerk Notification 2022
পদের নাম | Post Name
এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ক্লার্ক (Clerk) পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা | Educational Qualification
SBI Clerk Job Vacancy 2022 তে আবেদন করার জন্য পার্থীকে যেকোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাশ করা প্রয়োজন। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।
বয়সসীমা | SBI Clerk Notification 2022 Age Limit
SBI Clerk Notification 2022 অনুসারে 1 আগস্ট 2022 তারিখের ভিত্তিতে আবেদনকারীর বয়স 20 বছর থেকে 28 বছরের মধ্যে হওয়া প্রয়োজন। এছাড়াও ST/SC পর্থীদের ক্ষেত্রে 5 বছর এবং OBC পর্থীদের ক্ষেত্রে 3 বছর বয়স ছাড়ের সুবিধা রয়েছে।
বেতন | SBI Clerk Salary 2022
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর ক্লার্ক পদের জন্য প্রতিমাসে 19,900 টাকা বেতনের ব্যাবস্থা রয়েছে।
SBI ক্লার্ক নিয়োগ ২০২২ শূন্যপদ | SBI Clerk Recruitment 2022 Vacancy Details
এখানে সব মিলিয়ে সারা ভারতে মোট 5008 টি শূন্যপদ আছে এবং পশ্চিমবঙ্গে মোট 340 টি শূন্যপদ আছে।
পশ্চিমবঙ্গে শূন্যপদের সংখ্যা | SBI Clerk 2022 Total Vacancy In West Bengal
শ্রেণী | শূন্যপদ |
---|---|
SC | 78 |
ST | 17 |
OBC | 75 |
EWS | 34 |
GEN | 136 |
মোট | 340 |
আবেদন পদ্ধতি | SBI Clerk Recruitment 2022 Apply Online
আগ্রহী পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। আবেদন করতে কোনো সমস্যা হয়ে থাকলে 022-22829427 নম্বরে কল করতে পারেন, ছুটির দিন বাদে (সময়: সকাল 11 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত)।
- আবেদন করার জন্য প্রথমে www.sbi.co.in ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর ক্যারিয়ার তে ক্লিক করতে হবে।
- এরপর মেনু তে Join SBI বিভাগে CURRENT OPENINGS তে ক্লিক করতে হবে।
- এরপর সর্বপ্রথম বিজ্ঞপ্তি ক্লিক করতে হবে।
- তারপর Apply Online তে ক্লিক করতে হবে।
- আপনি যদি নতুন হন তাহলে Click Here For New Registation তে ক্লিক করতে হবে।
- প্রয়োজনীয় ব্যাক্তিগত তথ্য দিয়ে রেজিষ্টার করে নিতে হবে।
- তারপর লগইন করে আবেদন পত্র সঠিক ভাবে পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
- আবেদন ফী জমা করতে হবে (যদি প্রয়োজন)।
- সর্বশেষে আবেদনটি সাবমিট করে একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট | Required Documents
- একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি।
- সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ রগিন ছবি।
- স্বাক্ষর (10-20kb)।
- বাম হাতের বুড়ো আঙুলের ছাপ।
- হাতের লেখা (Hand-Writting)।
- আইডি প্রমাণ পত্র।
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
- কাস্ট সার্টিফিকেট (যদি প্রয়োজন)।
আবেদন মূল্য | Application Fee
এখানে আবেদন করার জন্য 750 টাকা আবেদন মূল্য প্রয়োজন। SC/ST/PwBD/ESM/DESM পর্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগবে না।
আবেদনের শেষ তারিখ | Application Last Date
আগ্রহী পার্থী এখানে 7 সেপ্টেম্বর 2022 তারিখ থেকে আগামী 27 সেপ্টেম্বর 2022 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগ পক্রিয়া | SBI Clerk Recruitment 2022 Selection Prosess
এখানে আবেদনকারীদের প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
প্রিলিমিনারি পরীক্ষা | SBI Clerk Prelims Exam Syllabus 2022
মোট 100 টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান 1 হবে। প্রতিটি ভুল উত্তরে 0.25 নম্বর কাটা কাটা যাবে। পরীক্ষার সময় থাকবে 1 ঘণ্টা। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিকেল অ্যাবিলিটি এবং রিজনিং অ্যাবিলিটি থেকে প্রশ্ন থাকবে।
মেন পরীক্ষা | SBI Clerk Main Exam Syllabus 2022
মোট 190 টি প্রশ্ন থাকবে এবং মোট 200 নম্বর এরও বেশি পরীক্ষা হবে। পরীক্ষার সময়সীমা থাকবে 2 ঘণ্টা 40 মিনিট। জেনারেল বা ফিনান্সিয়াল আওয়ার্নেন্স, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং অ্যাবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড থেকে প্রশ্ন আসবে।
প্রতিটি পরীক্ষা ইংলিশ, হিন্দি এবং বাংলা ভাষার মাধ্যমে হবে।
পরীক্ষার কেন্দ্র | Exam Centre
- কলকাতা।
- হুগলি।
- হাওড়া।
- আসানসোল।
- দুর্গাপুর।
- কল্যাণী।
- শিলিগুড়ি।
গুরুত্বপূর্ণ তারিখ | SBI Clerk Job Vacancy 2022 Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | 06.09.2022 |
আবেদন শুরু | 07.09.2022 |
আবেদন শেষ | 27.09.2022 |
অ্যাডমিট কার্ড | অক্টোবর 2022 |
প্রিলিমিনারি পরীক্ষা | নভেম্বর 2022 |
মেন পরীক্ষা | – |
প্রয়োজনীয় লিঙ্ক | Importent Links
- অফিসিয়াল নোটিস: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Online Here
- আমাদের টেলিগ্রাম: Join Here Free
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
নতুন চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ITI পাশে চাকরি | 580+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
সরকারি চাকরির আপডেট
নিয়োগ | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ | 50000+ | Apply Here.. |
আশা কর্মী নিয়োগ | 4500+ | Apply Here.. |
IBPS তে নিয়োগ | 65000+ | Apply Here.. |
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ | 7800+ | Apply Here.. |
ভারতীয় রেলওয়ে নিয়োগ | 56000+ | Apply Here.. |
সাস্থ্য দপ্তরে নিয়োগ | 10000+ | Apply Here.. |
SBI Clerk Notification 2022 – FAQ

SBI Clerk Notification 2022 তে কতগুলি শূন্যপদ আছে?
SBI Clerk Notification 2022 তে মোট 5008 টি শূন্যপদ আছে।
SBI ক্লার্ক পদের আবেদন শুরু কত তারিখ?
SBI ক্লার্ক পদের আবেদন শুরু 7 সেপ্টেম্বর 2022 তারিখ।
SBI Clerk Recruitment 2022 এর আবেদনের শেষ তারিখ কত?
SBI Clerk Recruitment 2022 এর আবেদনের শেষ তারিখ হচ্ছে 27 সেপ্টেম্বর 2022.
SBI Clerk Prelims Exam কতো তারিখ?
SBI Clerk Prelims Exam অনুমানিক অক্টোবর 2022 তে অনুষ্ঠিত হবে।
SBI Clerk এর বেতন কত?
SBI Clerk এর বেতন প্রতিমাসে 19,900 টাকা।
1 thought on “SBI Clerk Notification 2022: SBI ব্যাংকে ক্লার্ক নিয়োগ ২০২২, আবেদন করুন 5008 টি শূন্যপদে”