SBI Education Loan 2023: ছাত্রছাত্রীদের জন্য খুশির খবর, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলো একটি ভারত সরকার দ্বারা পরিচালিত সরকারি ব্যাংক। SBI ব্যাংকের তরফ থেকে Education Loan দেওয়া হয়। আপনি যদি বিদেশে গিয়ে পড়াশুনা করতে চান অথবা উচ্চ শিক্ষার পরিকল্পনা করছেন কিন্তু আপনার সেইরকম সামর্থ্য নেই তাহলে আপনাকে আর চিন্তার কোনো দরকার নেই। খুব সহজ ভাবে SBI ব্যাংক থেকে আপনি SBI Education Loan নিয়ে আপনি আপনার পড়াশুনা যাবতীয় খরচ পরিশোধ করতে পারবেন।এই লোনটির জন্য কারা কারা আবেদন করতে পারবেন ? কত টাকা লোন দেওয়া হবে ? কত % সুদ দিতে হবে ? এককথায় আজকের এই আর্টিকেল এর মাধ্যমে SBI EDUCATION LOAN এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো।

SBI Education Loan – এর সুবিধা এবং বৈশিষ্ট্য
- ঋণ পরিশোধের মেয়াদ ১৫ বছর পর্যন্ত।
- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া LOAN দেওয়ার আগে বা পরে কোনো Hidden Fee নেয় না।
- আপনার লোনের পরিমান ২০ লক্ষ টাকার নিচে হলে কোনো প্রসেসিং চার্জ নেয় না। ২০ লক্ষ টাকার উপরে হলে প্রসেসিং চার্জ আলাদা ভাবে পরিশোধ করতে হবে।
- আপনি যদি ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেন তাহলেও আপনাকে কোনো জামানত প্রয়োজন নেই।
- সুদের হার কম।
- নূন্যতম ডকুমেন্টেশন
আরো পড়ুন: ২০২৩ সালে ৫ টি কম পুঁজির ব্যাবসার আইডিয়া
SBI Education Loan কত প্রকার, কি কি যোগ্যতা লাগবে
SBI ব্যাংকের তরফ থেকে ছাত্রছাত্রীদের তাঁদের নির্দিষ্ট প্রয়োজনীয়তা অনুযায়ী লোন দিয়ে থাকে। আপনার উচ্চশিক্ষা কে চালিয়ে যাওয়ার জন্য আপনি কোন ধরণের লোন নিতে চান সেটা বেছে নেবেন।
1. SBI স্টুডেন্ট লোন স্কিম
এই স্কিমের অধীনে আপনি লোন নিয়ে ভারতে অথবা বিদেশে পড়াশোনার খরচ চালাতে পারবেন। এই স্কিমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আপনাকে ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন দেবে। SBI Education Loan এর টাকায় আপনার বিদেশ যাতায়াত খরচ, বই কেনা, ইউনিফর্ম,কলেজের ফী ইত্যাদি এককথায় শিক্ষা ক্ষেত্রে আপনি এই টাকার খরচ করতে পারবেন। আপনার পছন্দের কোর্স শেষ করার ১ বছর পর আপনি এই ঋণ শোধ করতে পারবেন। মেয়ে শিক্ষার্থীদের জন্য ০.৫০% ছাড় সহ INR ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত ১০.৪৫% সুদের হার দেওয়া হয়।
2. SBI স্কলার লোন স্কিম
SBI স্কলার লোন স্কিম আপনাকে IIT, IIM,NIIT এর মতো আপনার উচ্চ শিক্ষা চালিয়ে যাওয়ার জন্য লোন দিয়ে থাকে। এই ঋণের জন্য আবেদন করতে চাইলে প্রথমত আপনাকে আপনার কোর্সের প্রবেশিকা পরীক্ষা পাস করতে হবে এবং আপনার ফলাফল অনুযায়ী SBI আপনাকে ঋণ অফার করবে। SBI স্কলার লোন স্কিম সুদের হার বার্ষিক ৭.৯৫% থেকে ৯.২৫% পর্যন্ত।
3. SBI স্কিল লোন স্কিম
আপনার যদি বিশেষ কাজে কোনো দক্ষতা থাকে এবং আপনি সেই দক্ষতা কে কাজে লাগিয়ে কোর্স করতে চান তাহলে SBI আপনাকে এই ঋণ অফার করতে পারে অর্থাৎ আপনি সেই কোর্সটি করার জন্য SBI এর কাছ থেকে স্কিল লোন নিতে পারবেন। এই লোনের জন্য আপনি ৫০০০ টাকা থেকে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। এর জন্য আপনার কোনো জামানত অথবা গ্যারেন্টারের প্রয়োজন নেই।
4. SBI গ্লোবাল অ্যাডভান্টেজ স্কিম
SBI গ্লোবাল অ্যাডভান্টেজ স্কিম হল স্নাতক, স্নাতকোত্তর এবং বিদেশি বিশ্ববিদ্যালয় গুলি দ্বারা প্রদত্ত ডক্টরেট ডিগ্রী গুলির জন্য। আপনি এই স্কিম টির জন্য SBI এর কাছ থেকে ১.৫ কোটি টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। এই লোন স্কিম আপনার বই, ভ্রমণ খরচ, ইউনিফর্ম ছাড়াও শিক্ষা ক্ষেত্রের সমস্ত খরচ বহন করবেন। আপনি ভিসা পেয়ে যাওয়ার পরেই এই ঋণটি পেয়ে যাবেন। আপনি এই স্কিমের জন্য অনলাইনে আবেদন করতে পারেন। SBI গ্লোবাল অ্যাডভান্টেজ স্কিমের সুদের হার ১০.০৪% থেকে শুরু।
SBI স্টুডেন্ট লোনের আওতায় কোন কোন খরচ দেওয়া হবে ?
- কলেজ ফী
- হোস্টেল ফী
- পরীক্ষা ফী
- বই কেনা
- ইউনিফর্ম
- শিক্ষা ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম
- বিদেশে পড়াশোনার জন্য ভ্রমণ খরচ
SBI Education Loan এর কিভাবে আবেদন করবেন
আপনি লোনের সুবিধা পাওয়ার জন্য অনলাইন এবং অফলাইন দুই ভাবেই আবেদন করতে পারেন।
অনলাইনের মাধ্যমে :-
আপনি SBI এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে লোনের জন্য আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটের নির্দিষ্ট অপশনে ক্লিক করে আপনার সমস্ত তথ্য ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপডেট করবেন এবং আপনি কোন ধরণের লোন নিতে চান সেটা সিলেক্ট করবেন। সব কিছু ভালোভাবে ফিলাপ করা হয়ে গেলে আপনি সাবমিট করে ফর্ম ফিলাপটি সম্পূর্ণ করবেন।
অফলাইনের মাধ্যমে :-
এই ধরণের ঋণ নেওয়ার জন্য বা আবেদন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে অফলাইন। আপনি আপনার নিকটস্থ SBI প্রধান শাখায় গিয়ে ঋণ নেওয়ার জন্য যোগাযোগ করুন। আপনি কোন ক্ষেত্রে ঋণের টাকা খরচ করবেন তার প্রমাণস্বরূপ ডকুমেন্টস নেবেন এবং আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন।
SBI Education Loan এর জন্য YONO SBI APP
আপনি দ্রুত লোন পাওয়ার জন্য YONO SBI APP এর মাধ্যমে আপনার প্রয়োজনীয় লোনের জন্য আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে অবশ্যই SBI এর গ্রাহক হয়ে থাকতে হবে। তবেই আপনি এই YONO SBI APP এর মাধ্যমে লোনের জন্য খুব সহজেই আবেদন করতে পারবেন।
কি কি ডকুমেন্টস লাগবে (SBI Education Loan Documents Required)
- ID PROOF
- Passport
- 2 Copy Recent Passport Size Photo
- Class 10 & 12 MarkSheet
- Entrance Exam Marksheet
- Admission PProof
- Address Proof
- Age Proof
- Bank Passbook
হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Here |
টেলিগ্রাম চ্যানেল | Join Here |
হোমপেজ | Click Here |
1 thought on “SBI Education Loan: ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই শিক্ষার্থীরা পাবেন ১ লক্ষের চেয়ে বেশি টাকা”