SBI PO Recruitment 2022: SBI ব্যাঙ্কে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা।

SBI PO Recruitment 2022: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তে প্রবেশনারি অফিসাররা (Probationary Officers) পদে নিয়োগ নিয়োগ করা হবে। সবমিলিয়ে এখানে মোট 1673 টি শূন্যপদে নিয়োগ করা হবে। পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী পার্থী এখানে সরাসরি SBI এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

SBI PO Job Vacancy 2022 এর আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাState Bank of India (SBI)
পদের নামProbationary Officers (PO)
মোট শূন্যপদ1673 টি
বেতন36,000 – 63,000/-
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটsbi.co.in

বিষয় সূচী ~

SBI তে নিয়োগ ২০২২ – চাকরির বিবরণ| SBI PO Recruitment 2022 – Job Details

পদের নাম | Post Name

এখানে State Bank of India তে প্রবেশনারি অফিসাররা (Probationary Officers) পদে নিয়োগ নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা | SBI PO Educational Qualification

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তে Probationary Officers (PO) পদে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ করা প্রয়োজন। এছাড়াও যাদের গ্র্যাজুয়েশন এর শেষ বছর/সেমিস্টার চলছে তারাও এখানে আবেদন করতে পারবে।

বয়সসীমা | SBI PO Age Limit

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার জন্য আবেদন কারীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। SC/ST শ্রেণীর পর্থীদের 5 বছর এবং OBC শ্রেণীর পর্থীদের ক্ষেত্রে 3 বছর বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।

মোট শূন্যপদ | SBI PO Total Vacancy 2022

এখানে সব মিলিয়ে মোট 1673 টি শূন্যপদ রয়েছে। জাতি/শ্রেণী ভিত্তিক শূন্যপদের সংখ্যা নিচে দেওয়া হলো।

শ্রেণীশূন্যপদ
UR648
ST131
SC270
OBC464
EWS160
মোট1673

বেতন | SBI PO Salary 2022

SBI PO Recruitment 2022 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে SBI PO পদের কর্মরত পর্থীদের প্রতিমাসে 36,000 টাকা থেকে শুরু করে 63,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি | SBI PO Apply Online 2022

আগ্রহী পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। SBI PO Apply Online এর জন্য প্রথমে SBI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আবেদন করার পদ্ধতি নিচে দেওয়া রয়েছে।

  • আবেদন করার জন্য প্রথমে SBI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • আপনাদের সুবিধার্থে নিচে আবেদন লিঙ্ক দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
  • প্রথমে নাম, মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিষ্টার করেনিতে হবে।
  • তারপর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • লগইন করার পর SBI PO Recruitment 2022 এর অনলাইন আবেদনপত্রটি পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
  • আবেদন ফী দিয়ে আবেদনটি সাবমিট করতে হবে।

আবেদনের শেষ তারিখ | SBI PO Application Last Date 2022

SBI PO Recruitment 2022 তে আবেদন করার শেষ তারিখ হলো 12 অক্টোবর 2022। আপনি যদি এই চাকরির জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে ওই তারিখের আগে আবেদন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া | SBI PO Selection Process 2022

এখানে আবেদনকারী চাকরি প্রার্থীদের কয়েকটি পর্যায়ের মাধ্যমে নিয়োগ কর হবে। আবেদনকারী প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় সফল পার্থী মেইন পরীক্ষা দিতে পারবে। এরপর মেইন পরীক্ষায় পাস করা পারথীদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

পশ্চিমবঙ্গে পরীক্ষার কেন্দ্র | SBI PO Exam Center In West Bengal

  • আসানসোল
  • দুর্গাপুর
  • হুগলি
  • কলকাতা
  • কল্যাণী
  • শিলিগুড়ি।

গুরুত্বপূর্ণ তারিখ | Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত22.09.2022
আবেদন শুরু22.09.2022
আবেদন শেষ12.10.2022

প্রয়োজনীয় লিঙ্ক | Importent Links

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Click Here
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: sbi.co.in
  • আমাদের টেলিগ্রাম: Join Here Free
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

নতুন চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ITI পাশে চাকরি580+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

সরকারি চাকরির আপডেট

নিয়োগমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ50000+Apply Here..
আশা কর্মী নিয়োগ4500+Apply Here..
IBPS তে নিয়োগ65000+Apply Here..
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ7800+Apply Here..
ভারতীয় রেলওয়ে নিয়োগ56000+Apply Here..
সাস্থ্য দপ্তরে নিয়োগ10000+Apply Here..

SBI PO Recruitment 2022 সম্পর্কিত প্রশ্নোত্তর

SBI PO Recruitment 2022

SBI PO আবেদন শুরু কত তারিখ?

SBI PO আবেদন শুরু 22 সেপ্টেম্বর 2022.

SBI PO আবেদনের শেষ তারিখ কত?

SBI PO আবেদনের শেষ তারিখ হলো 12 অক্টোবর 2022.

SBI PO Recruitment 2022 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবো কিভাবে?

SBI PO Recruitment 2022 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড এর লিঙ্ক উপরে দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।

SBI PO Recruitment 2022 তে মোট কতগুলি শূন্যপদ আছে?

SBI PO Recruitment 2022 তে মোট 1673 টি শূন্যপদ আছে।

পশ্চিমবঙ্গে SBI PO পরীক্ষার কেন্দ্র কোথায় কোথায় আছে?

পশ্চিমবঙ্গে SBI PO পরীক্ষার কেন্দ্র আসানসোল, দুর্গাপুর, হুগলি, কলকাতা, কল্যাণী এবং শিলিগুড়িতে আছে।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

1 thought on “SBI PO Recruitment 2022: SBI ব্যাঙ্কে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা।”

Leave a Comment