SBI Recruitment 2022-23: SBI ব্যাঙ্কে অফিসার ও ব্যাঙ্ক স্টাফ নিয়োগ – 1438 টি শূন্যপদ

SBI Recruitment 2022-23: ভারতের অন্যতম একটি বৃহত্তম ব্যাঙ্ক State Bank Of India এর দ্বারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে প্রচুর পরিমাণে ব্যাঙ্ক অফিসার ও ব্যাঙ্ক স্টাফ নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। SBI Recruitment 2023 তে আবেদন করার পদ্ধতি, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাState Bank Of India (SBI)
পদের নামব্যাঙ্ক স্টাফ/অফিসার
মোট শূন্যপদ1438 টি
বেতননিয়ম অনুযায়ী
চাকরির ধরনপ্রাইভেট চাকরি (ব্যাঙ্কের চাকরি)
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটsbi.co.in
টেলিগ্রামJoin Here

SBI ব্যাঙ্কে অফিসার ও ব্যাঙ্ক স্টাফ নিয়োগ ২০২২-২৩

পদের নাম – Post Name

এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-তে Collection Facilitator (ব্যাঙ্ক স্টাফ/অফিসার) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ – SBI Vacancy 2022-23

এখানে সারা ভারত জুড়ে মোট 1438 টি শূন্যপদ রয়েছে এবং পশ্চিমবঙ্গে মোট 75 টি শূন্যপদ রয়েছে। বিস্তারিত তথ্য নিচের সরণিতে উল্লেখ করা হয়েছে।

পদের নামপশ্চিমবঙ্গে শূন্যপদমোট শূন্যপদ
Collection Facilitator30 টি940 টি
Retired Bank Staff45 টি498 টি
মোট75 টি 1438 টি

শিক্ষাগত যোগ্যতা – SBI Recruitment 2022-23 Educational Qualification

ব্যাঙ্ক স্টাফ/অফিসার পদে আবেদন করার জন্য স্পেশাল কোনো স্কিল এর প্রয়োজন নেই। বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন পড়ুন।

বয়সসীমা – SBI Recruitment 2022-23 Age Limit

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা হলো 63 বছর।

বেতন – Salary

এখানে State Bank Of India-এর কর্মকর্তার বেতনের নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি – SBI Recruitment 2022-23 Apply Online

আগ্রহী ও যোগ্য পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা জন্য পর্থীদের bank.sbi অথবা sbi.co.in ওয়েবসাইটে যেতে হবে। এখানে আবেদন করার জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন।

  • প্রথমে bank.sbi অথবা sbi.co.in ওয়েবসাইট খুলতে হেব।
  • তারপর Careers বিভাগে যেতে হবে।
  • তারপর রেজিস্ট্রেশন করতে হবে।
  • আবেদন করার আগে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে রাখতে হবে।
  • ডকুমেন্ট না আপলোড করলে আবেদন সম্পন্ন হবে না।
  • অনলাইন আবেদনপত্রটি সঠিক ভাবে পূরণ করতে হবে।
  • আবেদন সম্পন্ন হলে একটি রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড তৈরি হবে।
  • পার্থীকে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড লিখে অথব প্রিন্ট করে রাখতে হবে।
  • পরবর্তীকালে এই রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড এর সাহায্যে পার্থী নিজের আবেদনপত্র দেখতে পারবেন।

আবেদন করার আগে অবশ্যই নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।

আবেদন মূল্য – Application Fee

এখানে আবেদন করার জন্য কোনোরকম আবেদন মূল্য প্রয়োজন নেই।

আবেদনের শেষ তারিখ – Last Date

আগ্রহী ও যোগ্য পার্থী এখানে আগামী 10 জানুয়ারি 2023 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া – SBI Recruitment 2022-23 Selection Process

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত দেওয়ার প্রয়োজন নেই। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার মান এবং ইন্টারভিউ এর ভিত্তিতে নির্বাচন করে নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

গুরুত্বপূর্ন তারিখ – Importent Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত22.12.2022
আবেদন শুরু22.12.2022
আবেদন শেষ10.01.2023

প্রয়োজনীয় লিঙ্ক – Importent Links

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Online
  • আমাদের টেলিগ্রাম: Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

SBI ব্যাঙ্কে নিয়োগ ২০২২-২৩ F.A.Q

SBI ব্যাঙ্কে কি পদে নিয়োগ করা হচ্ছে?

SBI ব্যাঙ্কে কি পদে নিয়োগ করা হচ্ছে ব্যাঙ্ক স্টাফ/অফিসার পদে নিয়োগ করা হচ্ছে।

SBI ব্যাঙ্কে ব্যাঙ্ক স্টাফ/অফিসার পদে আবেদন করার শেষ তারিখ কত?

SBI ব্যাঙ্কে ব্যাঙ্ক স্টাফ/অফিসার পদে আবেদন করার শেষ তারিখ হলো 10 জানুয়ারি 2023।

SBI Recruitment 2022-23 তে আবেদন কিভাবে করবো?

bank.sbi অথবা sbi.co.in ওয়েবসাইট থাকে SBI Recruitment 2022-23 তে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি উপরে দেওয়া আছে।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

1 thought on “SBI Recruitment 2022-23: SBI ব্যাঙ্কে অফিসার ও ব্যাঙ্ক স্টাফ নিয়োগ – 1438 টি শূন্যপদ”

Leave a Comment