SBI Recruitment 2022: SBI ব্যাংকে 714 টি শূন্যপদে নিয়োগ – আবেদন করুন @ sbi.co.in

SBI Recruitment 2022: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) তে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি SBI Jobs এর প্রতি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই পুরো পড়বেন। এখানে সব মিলিয়ে মোট 714 টি শূন্যপদে নিয়োগ করা হবে। এখানে প্রতিমাসে 36000 টাকা থেকে শুরু করে 78230 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। ভারতের সমস্ত রাজ্যের চাকরি পার্থী এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করতে হবে, কি কি যোগ্যতার প্রয়োজন এবং এবং SBI Job Vacancy সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

নিয়োগ সংস্থাState Bank of India (SBI)
পদের নামRelationship Manager, Senior Relationship Manager এবং আরো অন্যান্য
মোট শূন্যপদ714 টি
বেতন36,000 – 78,230 /-
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটsbi.co.in

SBI Relationship Manager, Senior Relationship Manager Recruitment 2022

পদের নাম | Post Name

এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) তরফ থেকে 28 টি ভিন্ন ভিন্ন পদে নিয়োগ করা হবে। পদের নাম নিচের ছকে দেওয়া হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা | Educational Qualification

প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যেমন, BE/B.Tech, M.Sc/ M.Tech/ MCA এবং ইন্জিনিয়ারিং ইত্যাদি। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।

বয়সসীমা | Age Limit

SBI Recruitment 2022 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার জন্য 24 বছর থেকে 50 বছরের মধ্যে বয়স হওয়া প্রয়োজন। পদ অনুযায়ী বয়সসীমা নিচের তালিকায় দেওয়া রয়েছে।

মোট শূন্যপদ | Total Vacancy

সব মিলিয়ে মোট 714 টি শূন্যপদ আছে। বিস্তারিত নিচে দেওয়া হলো।

পদের নামমোট শূন্যপদবয়সসীমা (বছর)
Manager (Data Scientist-Specialist)1126 – 35
Dy. Manager (Data Scientist-Specialist)524 – 32
System Officer (Specialist)323 – 32
Manager (Business Process)130 – 40
Central Operations Team – Support230 – 40
Manager (Business Development)230 – 40
Project Development Manager (Business)230 – 40
Relationship Manager33523 – 35
Investment Officer5228 – 40
Senior Relationship Manager14726 – 38
Relationship Manager (Team Lead)3728 – 40
Regional Head1235 – 50
Customer Relationship Executive7520 – 35
Assistant Manager (Dot NET Developer)5সর্বোচ্চ 32
Deputy Manager (Dot NET Developer)4সর্বোচ্চ 35
Assistant Manager (JAVA Developer)4সর্বোচ্চ 32
Deputy Manager (JAVA Developer)4সর্বোচ্চ 35
Deputy Manager (AI / ML Developer)1সর্বোচ্চ 34
Assistant Manager (Windows Administrator)2সর্বোচ্চ 32
Assistant Manager (Linux administrator)2সর্বোচ্চ 32
Deputy Manager (Database administrator)1সর্বোচ্চ 35
Deputy Manager (Application Server Administrator)1সর্বোচ্চ 35
Deputy Manager (Automation Test Engineer)1সর্বোচ্চ 34
Senior Special Executive (Infrastructure Operation)1সর্বোচ্চ 37
Senior Special Executive (DevOps)1সর্বোচ্চ 37
Senior Special Executive (Cloud Native Engineer)1সর্বোচ্চ 36
Senior Special Executive (Emerging Technology)1সর্বোচ্চ 37
Senior Special Executive (Microservices Developer)1সর্বোচ্চ 37

বেতন | Salary

প্রত্যেকটি পদে আলাদা বেতনের ব্যাবস্থা রয়েছে। এক কথায় বলতে এখানে 36,000 টাকা থেকে শুরু করে 78,230 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিস টি দেখুন।

আবেদন পদ্ধতি | SBI Recruitment 2022 Apply Online

আগ্রহী পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in থেকে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল নোটিসে দেখবেন, আপনি যে পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তার প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করতে পারছেন কি না।

  • আবেদন করার জন্য প্রথমে SBI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে (লিঙ্ক নিচে দেওয়া রয়েছে)।
  • আবেদন করার আগে আবেদনকারীর সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে ডিজিটাল কপি বানিয়ে রাখতে হবে।
  • আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি প্রয়োজন।
  • আবেদন পত্রে প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিক ভাবে পূরণ করতে হবে।
  • আবেদন মূল্য প্রদান করতে হবে (যদি প্রয়োজন হয়)।
  • সবশেষ, আবেদন সাবমিট করে একটি প্রিন্ট আউট বের করে রাখতে হবে।

আবেদন মূল্য | Application Fee

এখানে আবেদন করার জন্য 750 টাকা আবেদন মূল্য প্রয়োজন। ST/SC/PWD পার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন মূল্য প্রয়োজন নেই।

আবেদনের শেষ তারিখ | SBI Recruitment 2022 Last Date

SBI Job Vacancy 2022 তে আগামী 20 সেপ্টেম্বর 2022 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়া | SBI Job Vacancy 2022 Selection Process

এখানে আবেদনকারী পর্থীদের প্রথমে মেরিট লিস্ট এর মাধ্যমে বাছাই করা হবে। তারপর লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় সফল হওয়া পর্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ | Importent Dates

আবেদন শুরু31.08.2022
আবেদন শেষ20.09.2022
অনলাইন টেস্ট08.10.2022
কল লেটার ডাউনলোড01.10.2022

প্রয়োজনীয় লিঙ্ক | Inportent Links

  • অফিসিয়াল নোটিস (Central Operations Team এবং অন্যান্য পদ): Download PDF
  • আবেদন লিঙ্ক (Central Operations Team এবং অন্যান্য পদ): Apply Online Here
  • অফিসিয়াল নোটিস (Manager, Dy. Manager, System Officer): Download PDF
  • আবেদন লিঙ্ক (Manager, Dy. Manager, System Officer): Apply Online Here
  • অফিসিয়াল নোটিস ( Assistant Manager এবং অন্যান্য): Downooad PDF
  • আবেদন লিঙ্ক ( Assistant Manager এবং অন্যান্য): Apply Online Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: sbi.co.in
  • আমাদের টেলিগ্রাম: Join Here Free
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group

নতুন চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ITI পাশে চাকরি580+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

সরকারি চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ITI পাশে চাকরি580+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

SBI Recruitment 2022 – FAQ

SBI Recruitment 2022

SBI Job Vacancy 2022 তে মোট কতগুলি শূন্যপদ আছে?

SBI Job Vacancy 2022 তে মোট 714 টি শূন্যপদ আছে।

SBI তে কি কি পদে নিয়োগ করা হচ্ছে?

SBI তে 28 টি ভিন্ন ভিন্ন পদে নিয়োগ করা হবে। উপরে বিস্তারিত দেওয়া রয়েছে।

SBI Recruitment 2022 এর বিজ্ঞপ্তি ডাউনলোড করবো কিভাবে।

SBI Recruitment 2022 এর বিজ্ঞপ্তির ডাউনলোড লিঙ্ক উপরে দেওয়া আছে। সেখানে Download PDF তে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।

SBI নিয়োগ 2022 তে আবেদন শুরু কত তারিখ?

SBI নিয়োগ 2022 তে আবেদন শুরু 31 আগস্ট 2022.

SBI নিয়োগ 2022 তে আবেদন শেষ কত তারিখ?

SBI নিয়োগ 2022 তে আবেদন শেষ 20 সেপ্টেম্বর 2022 তারিখ।

SBI Recruitment 2022 এর পরীক্ষা কত তারিখ?

SBI Recruitment 2022 এর অনলাইন পরীক্ষা 08 অক্টোবর 2022.

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment