SBI Recruitment 2023: স্টেট ব্যাংকে ৮২৮৩টি শূন্যপদে কর্মী নিয়োগ চলছে, বেতন ১৭৯০০ থেকে ৪৭৯২০ টাকা

Photo of author

By Anita

SBI Recruitment 2023: SBI Junior Associates Customer Support& Sale

SBI Junior Associates (Customer Support& Sale) Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-তে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে সব মিলিয়ে মোট ৮২৮৩ টি শূন্যপদে জুনিয়র অ্যাসোসিয়েটস (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) নিয়োগ করানো হবে। SBI Recruitment 2023 তে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৭৯০০/- থেকে ৪৭৯২০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

ভারতের সমস্ত নাগরিক এখানে আবেদন করতে পারবেন। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে জানার জন্য পুরো খবরটি পড়ুন।

নিয়োগ সংস্থাState Bank of India (SBI)
পদের নামJunior Associates Customer Support& Sales)
মোট শূন্যপদ৮২৮৩ টি
বেতন (₹)১৭৯০০/- থেকে ৪৭৯২০/-
চাকরির ধরনব্যাংকের চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটsbi.co.in
টেলিগ্রামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

SBI Junior Associates (Customer Support& Sale) Recruitment 2023

পদের নাম

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – Junior Associates (Customer Support & Sales)

মোট শূন্যপদ

জুনিয়র অ্যাসোসিয়েটস কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস পদে সব মিলিয়ে মোট ৮২৮৩ টি শূন্যপদে নিয়োগ করানো হবে। এবং পশ্চিমবঙ্গ রাজ্যে ১১৪টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য আবেদনকারী যোগ্যতা যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে থাকতে হবে।

বয়সসীমা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ০১ এপ্রিল ২০২৩ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ২০ বছর বয়স থেকে সবোর্চ্চ ২৮ বছর বয়সে মধ্যে হতে। এছাড়াও প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

বেতন

এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৭৯০০/- থেকে ৪৭৯২০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (SBI Recruitment 2023 Apply Online)

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পক্ষ থেকে জুনিয়র অ্যাসোসিয়েটস (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) পদে প্রার্থীদের সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে লগইন করে আবেদনপত্রটি ফিলাপ করতে হবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করা হয়ে গেলে রেফারেন্স এর জন্য আবেদন নম্বরটি প্রিন্ট আউট করে নিজেদের কাছে ভালো করে রাখতে হবে।

আবেদন মূল্য

SBI Recruitment 2023-তে আবেদন করার জন্য সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৭৫০/- টাকা ধার্য করা হয়েছে এবং সংরক্ষিত জাতিভুক্ত প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য লাগবে না।

আবেদনের শেষ তারিখ

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হলো ০৭ ডিসেম্বর ২০২৩ তারিখ।

নির্বাচন প্রক্রিয়া (SBI Recruitment 2023 Selection Process)

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের প্রথমে প্রাথমিক পরীক্ষা নেওয়া হবে এরপরে মেইনস পরীক্ষা এবং ইন্টারভিউ মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শুরু১৭.১১.২০২৩
আবেদন শেষ০৭.১২.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: sbi.co.in
  • আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
  • আমাদের টেলিগ্রাম: Join Here