SBI Job Vacancy 2023: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে চুক্তিভিত্তিক ও স্থায়ী পদে বিভিন্ন স্পেশালিস্ট ক্যাডার অফিসার নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে আগামী ৯এই ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। SBI Specialist Cadre Officers Recruitment 2023-তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | State Bank of India (SBI) |
---|---|
পদের নাম | Specialist Cadre Officers |
মোট শূন্যপদ | ১০ টি |
বেতন | নিয়ম অনুযায়ী |
চাকরির খবর | ব্যাংকের চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | sbi.co.in |
টেলিগ্রাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে নিয়োগ ২০২৩ (SBI Specialist Cadre Officers Recruitment 2023)
পদের নাম (Post Name)
এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)-তে বিভিন্ন স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগ করা হবে। প্রতিটি পদে আবেদন নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।
- Vice President & Head (Digital Marketing)
- Deputy Vice President (Analytical Marketing & Campaign)
- Deputy Vice President (Content Marketing)
- Deputy Vice President (Social Media & Affiliate Marketing)
- Deputy Vice President (Marketing – Own Digital Platforms)
- Deputy Vice President (Marketing Tech Stack)
- Deputy Vice President (Digital Acquisition)
- Manager (Digi Marketing)
মোট শূন্যপদ (Total Vacancy)
এখানে সব মিলিয়ে মোট ১০টি শূন্যপদ রয়েছে। Manager (Digi Marketing)-তে মোট ৩ টি শূন্যপদ এবং বাকি সবেতে ১ টি করে শূন্যপদ আছে। শ্রেণী ভিত্তিক শূন্যপদের সংখ্যা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
SBI Specialist Cadre Officers Recruitment 2023-তে প্রতিটি পদে আবেদন করার জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। শিক্ষাগত যোগ্যতার সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখুন।
বয়সসীমা (Age Limit)
SBI Specialist Cadre Officers Recruitment 2023-তে আবেদন Vice President & Head (Digital Marketing) পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। Manager (Digi Marketing) পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন এবং বাকি সব পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ৩৩ থেকে ৪৫ বছেরে মধ্যে হওয়া প্রয়োজন। এখানে ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুসারে বয়স হিসেব করা হবে।
আবেদন পদ্ধতি (SBI Job Vacancy 2023 Apply Online)
আগ্রহী ও যোগ্য পার্থী এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। SBI Specialist Cadre Officers Recruitment 2023-তে আবেদন করার জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in এর Careers বিভাগে যেতে হবে। নিচে আবেদন লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার পদক্ষেপ গুলো নিচের তালিকার মধ্যে উল্লেখ করা হয়েছে।

- প্রথমে sbi.co.in ওয়েবসাইটে যান।
- নিচে Careers তে ক্লিক করুন।
- এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলবে।
- উপরের মেনু তে Current Openings তে ক্লিক করুন।
- এরপর Specialist Cadre Officers বিজ্ঞপ্তিতে ক্লিক করুন।
- Apply Online-তে ক্লিক করুন।
- আপনি যদি এখান থেকে আগে কোনো পদে আবেদন করেছেন তাহলে লগইন করুন।
- যদি প্রথমবার আবেদন করছেন তাহলে Click Here for New Registration তে ক্লিক করুন।
- নিজের সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্টেশন করুন।
- শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
- আবেদনপত্র যাচাই করে দেখুন।
- আবেদন মূল্য জমা করুন (যদি প্রয়োজন হয়)।
- আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত/প্রিন্ট করে রাখুন।
আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করার জন্য ৭৫০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST/PwBD পর্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য প্রয়োজন নেই।
আবেদনের শেষ তারিখ (Last Date)
আগ্রহী ও যোগ্য পার্থী এখানে ২০এই জানুয়ারী ২০২৩ থেকে ৯এই ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
SBI Specialist Cadre Officers Recruitment 2023-তে আবেদনকারী চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মনের ভিত্তিতে শর্ট লিস্ট তৈরি করা হবে। তারপর ১০০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করে পার্থী নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২০.০১.২০২৩ |
আবেদন শুরু | ২০.০১.২০২৩ |
আবেদন শেষ | ০৯.০২.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট: sbi.co.in
- আমাদের টেলিগ্রাম: Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
আরো পড়ুন ~
- Jio Work From Home: বাড়িতে বসে মাসে ৩৫ হাজার টাকা আয় করুন! জিও কোম্পানিতে নিয়োগ ২০২৩।
- পশ্চিমবঙ্গে বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে ২০২৩
- বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩: আবেদন করুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসে
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |