Ramkeishn Mission Industrial Training Center, Narendrapur Kolkata School Clerk And Peon Recruitment 2022: পশ্চিমবঙ্গের স্কুলে ক্লার্ক ও পিয়ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের 23 টি জেলার যে কোন স্থানে বাসিন্দা হলেই আবেদন করতে পারবেন। এখানে পুরুষ ও মহিলা সকলে আবেদন করতে পারবেন। এখানে চাকরি প্রার্থীরা কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে হলে পুরো খবরটি পড়ুন এবং আরো বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিস দেখুন।
নিয়োগ সংস্থা | Ramkeishn Mission Industrial Training Center, Narendrapur |
পদের নাম | ক্লার্ক (গ্ৰুপ সি), পিয়ন (গ্ৰুপ ডি) |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাস, অষ্টম শ্রেণী পাস। |
মোট শূন্যপদ | ২ |
আবেদনের শেষ তারিখ | 11.09.2022 |
স্থান | নরেন্দ্রপুর, কলকাতা |
Kolkata School Clerk And Peon Recruitment 2022
পদের নাম ~ এখানে চাকরি প্রার্থীদের যে পদে নিয়োগ করা হবে সেটি হল – ক্লার্ক (গ্ৰুপ সি)।
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাত্র মাধ্যমিক পাস।
বয়সসীমা ~ এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে।
বেতন ~ এখানে চাকরি প্রার্থীদের প্রতিমাসে 22,700/- টাকা থেকে 58,500/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
~
পদের নাম ~ এখানে চাকরি প্রার্থীদের যে পদে নিয়োগ করা হবে সেটি হল – পিয়ন (গ্ৰুপ ডি)।
শিক্ষাগত যোগ্যতা ~ এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধু মাত্র অষ্টম শ্রেণী পাস। এছাড়াও আবেদনকারীকে লিখতে ও বাংলা ভাষা পড়তে জানতে হবে।
বয়সসীমা ~ এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীর বয়সসীমা হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে।
বেতন ~ এখানে চাকরি প্রার্থীদের প্রতিমাসে 17,000/- টাকা থেকে 43,600/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি | Application Process
যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অব্যশই সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরি প্রার্থীরা নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র টি ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানা জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা ~ “Secretary Ramakrishna mission lndustrial Training Centre (Govt.Sponsored). Narendrapur, P.O- Narendrapur, Kolkata- 700103,WB.”
আবেদনের শেষ তারিখ ~ এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 10.08.2022 তাারিখ এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে 11.09.2022 তারিখ।
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক | Imoortent Dates & Links
বিজ্ঞপ্তি প্রকাশিত | 10.08.2022 |
আবেদন শুরু | 10.08.2022 |
আবেদন শেষ তারিখ | 11.09.2022 |
অফিশিয়াল নোটিস | Download PDF |
অ্যাপ্লিকেশন ফর্ম | Click Here |
আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক | Join Here |
নতুন চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ITI পাশে চাকরি | 580+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |
সরকারি চাকরির আপডেট
নিয়োগ | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ | 50000+ | Apply Here.. |
আশা কর্মী নিয়োগ | 4500+ | Apply Here.. |
IBPS তে নিয়োগ | 65000+ | Apply Here.. |
ভারতীয় ডাক বিভাগে নিয়োগ | 7800+ | Apply Here.. |
ভারতীয় রেলওয়ে নিয়োগ | 56000+ | Apply Here.. |
সাস্থ্য দপ্তরে নিয়োগ | 10000+ | Apply Here.. |
রামকৃষ্ণ মিশন স্কুলে ক্লার্ক নিয়োগের শেষ তারিখ কত?
রামকৃষ্ণ মিশন স্কুলে ক্লার্ক নিয়োগের শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2022।
রামকৃষ্ণ মিশন স্কুলে ক্লার্ক পদের কতো যোগ্যতা?
রামকৃষ্ণ মিশন স্কুলে ক্লার্ক নিয়োগের আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা হলো মাধ্যমিক পাস।
রামকৃষ্ণ মিশন স্কুলে ক্লার্ক পদের জন্য কিভাবে আবেদন করবো?
রামকৃষ্ণ মিশন স্কুলে ক্লার্ক পদের জন্য অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পত্রের ডাউনলোড লিঙ্ক এবং আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা উপরে দেওয়া রয়েছে।