Paschim Bardhaman School Hostel Cook Recruitment 2023: পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার ডি এম অফিসে তরফে একলভ্য মডেল রেসিডেন্সিয়াল বয়েজ স্কুলে হোস্টেলে রাঁধুনি (Cook) পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ০১ টি শূন্যপদ রয়েছে। প্রার্থীদের এখানে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
নিয়োগ সংস্থা | Paschim Bardhaman School Hostel |
পদের নাম | রাঁধুনি (Cook) |
মোট শূন্যপদ | ০১ টি |
বেতন | নিয়ম অনুযায়ী |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন পদ্ধতি | ইন্টারভিউ |
স্থান | পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | paschimbardhaman.gov.in |
টেলিগ্ৰাম | Join Here |
হোয়াটসঅ্যাপ | Join Group |
পশ্চিম বর্ধমান জেলার স্কুল হোস্টেলে রাধুনী নিয়োগ ২০২৩
পদের নাম (Post Name)
Paschim Bardhaman Dm Office Recruitment 2023 তে যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো – রাঁধুনি (Cook)
মোট শূন্যপদ (Total Vacancy)
পশ্চিম বর্ধমান জেলার ডি এম অফিসে রিক্রুটমেন্ট ২০২৩ তে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
Paschim Bardhaman Dm Office Cook Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে এবং প্রার্থীদের সংশ্লিষ্ট গ্ৰামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়সসীমা (Age Limit)
Paschim Bardhaman Dm Office Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ১৮ থেকে ৩৮ বছর বয়সে মধ্যে হতে হবে। এখানে প্রার্থীদের হিসাব ধরা হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী। এছাড়াও প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন (Salary)
Paschim Bardhaman Dm Office Cook Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে বেতন সম্পর্কে কিছু বলা হয়নি।
আবেদন পদ্ধতি (Apply Process)
আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে আলাদা ভাবে আবেদন করা প্রয়োজন নেই। প্রার্থীরা সরাসরি ইন্টারভিউ দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো নিয়ে সঠিক সময়ে মধ্যে নির্দিষ্ট ঠিকানা উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ দিন যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন
- বয়সের প্রমানপএ।
- শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
- জাতিগত শংসাপত্র।
- বসবাসের প্রমানপএ।
- পাসপোর্ট সাইজের ফটো ছবি।
- অভিজ্ঞতা শংসাপত্র।
- অন্যান্য।
ইন্টারভিউয়ের ঠিকানা
The Office Chamber of the P.O-cum-D.W.O.,BCW & TD, Asansol, Paschim Bardhaman, SDO Office Asansol building (1st floor)
ইন্টারভিউ তারিখ
এখানে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ৩০ জানুয়ারি ২০২৩ তারিখ। সময় ১১ টা থেকে।
নিয়োগ পদ্ধতি (Selection Process)
এখানে কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। আগ্ৰহী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Importent Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১১.০১.২০২৩ |
ইন্টারভিউ তারিখ | ৩০.০১.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)
- অফিশিয়াল নোটিস – Download PDF
- অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
- আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
- আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group
আরো পড়ুন ~
- পশ্চিবঙ্গে বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে ২০২৩
- Jio কোম্পানিতে নিয়োগ – বাড়িতে বসে কাজ
- মাধ্যমিক পাসে HDFC ব্যাংকে নিয়োগ – ৪৫০০+ শূন্যপদ
- ২০২৩ সালের সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা
অন্যান্য চাকরির আপডেট
চাকরি | মোট শূন্যপদ | বিস্তারিত লিঙ্ক |
---|---|---|
মাধ্যমিক পাশে চাকরি | 8764+ | Apply Here.. |
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি | 9650+ | Apply Here.. |
গ্র্যাজুয়েশন পাশে চাকরি | 658+ | Apply Here.. |
ব্যাংকের চাকরি | 9650+ | Apply Here.. |
সরকারি চাকরি | 7650+ | Apply Here.. |
প্রাইভেট কোম্পানির চাকরি | 3700+ | Apply Here.. |