SE Railway Recruitment 2023: রেলওয়ে স্টেশন টিকিট বুকিং এজেন্ট নিয়োগ ২০২৩ – অনলাইনে আবেদন করুন

SE Railway Ticket Booking Agent Recruitment 2023: পশ্চিমবঙ্গে ভারতীয় রেল টিকিট সেলারে স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ২৬ টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক পাস করে থাকলে এখানেই আবেদন করতে পারবেন। আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। SE Railway Recruitment 2023 তে প্রার্থীরা কি ভাবে আবেদন করবেন এবং আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

নিয়োগ সংস্থাSouth Eastern Railway
পদের নামস্টেশন টিকিট বুকিং এজেন্ট
মোট শূন্যপদ২৬ টি
বেতননিয়ম অনুযায়ী
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন পদ্ধতিঅফলাইনে
স্থানসারা ভারত
ওয়েবসাইটser.indianrailways.gov.in
টেলিগ্ৰামJoin Here
হোয়াটসঅ্যাপJoin Group

রেলওয়ে স্টেশন টিকিট বুকিং এজেন্ট নিয়োগ ২০২৩ (SE Railway Ticket Booking Agent Recruitment 2023)

পদের নাম (Post Name)

পশ্চিমবঙ্গে ভারতীয় রেল টিকিট সেলারে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে সেটি হলো – স্টেশন টিকিট বুকিং এজেন্ট।

মোট শূন্যপদ (SE Railway Ticket Booking Agent Vacancy 2023)

SE Railway Recruitment 2023 তে সব মিলিয়ে মোট ২৬ টি শূন্যপদ আছে।

শিক্ষাগত যোগ্যতা (SE Railway Ticket Booking Agent Recruitment 2023 Educational Qualification)

SE Railway Recruitment 2023 তে আবেদন করা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে। এবং প্রার্থীদের (পুরুলিয়া) সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়সসীমা (Age Limit)

SE Railway Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ১৮ বছরে উপরে হতে হবে এবং প্রার্থীদের বয়সের হিসাব ধরা হবে ১৯ জুলাই ২০২২ তারিখ অনুযায়ী।

বেতন (Salary)

ভারতীয় রেল টিকিট সেলারে স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে টিকিট বিক্রি ওপর কমিশনের ভিত্তিতে প্রতিমাসে (১-২০,০০০/- ২৫ শতাংশ। ২০,০০০/- -১০০,০০০/- ১৫ শতাংশ ও ১০০,০০০/- বেশি ৪ শতাংশ প্রতিমাসে কমিশন।

আবেদন পদ্ধতি (SE Railway Ticket Booking Agent Recruitment 2023 Apply Online)

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীরা প্রথমে নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিশিয়াল নোটিস থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। তারপরে প্রার্থীরা সঠিক ভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানা আবেদনপত্রটি পাঠাতে হবে। এবং প্রার্থীদের খামের উপরে লিখতে হবে যে পদে আবেদন করেছেন ওই পদের নামটা বড় হাতে লিখতে হবে।

SE Railway Ticket Booking Agent Recruitment 2023

আবেদনে সময় যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন

  • বয়সের প্রমানপএ।
  • শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট।
  • আধার কার্ড অথবা ভোটার কার্ড।
  • কাস্ট সার্টিফিকেট।
  • অভিজ্ঞতার সার্টিফিকেট।
  • পাসপোর্ট সাইজের 2 কপি ছবি।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

Sr Divisional commercial Manager’s Office Adra- 723121

আবেদনে শেষ তারিখ (Application Last Date)

SE Railway Recruitment 2023 তে আবেদন করা শেষ তারিখ হলো ৮ ফেব্রুয়ারি ২০২৩।

গুরুত্বপূর্ণ তারিখ (Importent Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০৯.০১.২০২৩
আবেদন শুরু০৯.০১.২০২৩
আবেদনে শেষ তারিখ০৮.০২.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Importent Links)

  • অফিশিয়াল নোটিস – Download PDF
  • অফিশিয়াল ওয়েবসাইট – Click Here
  • আমাদের টেলিগ্ৰামে লিঙ্ক – Join Here
  • আমাদের হোয়াটসঅ্যাপ – Join Group

অন্যান্য চাকরির আপডেট

চাকরিমোট শূন্যপদবিস্তারিত লিঙ্ক
মাধ্যমিক পাশে চাকরি8764+Apply Here..
উচ্চ মাধ্যমিক পাশে চাকরি9650+Apply Here..
গ্র্যাজুয়েশন পাশে চাকরি658+Apply Here..
ব্যাংকের চাকরি9650+Apply Here..
সরকারি চাকরি7650+Apply Here..
প্রাইভেট কোম্পানির চাকরি3700+Apply Here..

SE Railway Vacancy 2023 তে কত গুলি শূন্যপদ আছে?

SE Railway Vacancy 2023 তে সব মিলিয়ে মোট ২৬ টি শূন্যপদ আছে।

SE Railway Recruitment 2023 তে প্রার্থীরা কি ভাবে আবেদন করবেন?

SE Railway Recruitment 2023 তে প্রার্থীরা অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।

SE Railway Recruitment 2023 তে আবেদনে শেষ তারিখ কত?

SE Railway Recruitment 2023 তে আবেদনে শেষ তারিখ হলো ০৮.০২.২০২৩।

বন্ধুদের সঙ্গে শেয়ার করুন

Leave a Comment